কয়েকটি বন্য ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 years ago

||আজ-২৮ই,বৈশাখ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||


❤️আসসালামুআলাইকুম/আদাব❤️


আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আর বিশেষ করে এই মুহূর্ত থেকে একটু বেশিই ভালো আছি।কারণ প্রচন্ড গরমের পর, দশ মিনিট যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে।যদিও ভ্যাপসা গরম এখনও যায়নি।আর কিছুক্ষণ একনাগাড়ে বৃষ্টি হলে হয়তো ঠান্ডা পড়বে প্রকৃতিতে।বর্ষাকাল আমার বেশ ভালো লাগে।যেহেতু এখনও পুরোপুরি বর্ষাকাল শুরু হয়নি, তাই বৃষ্টির তেমন একটা দেখা নেই বললেই চলে।বিশেষ করে এই দিনগুলোতে বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশিই ভালো লাগে।শৈশবে বৃষ্টির দিনগুলো অনেকটা উপভোগ করা যেত,তখন খুব একটা বাজ পড়তো না সবসময়।কিন্তু এখন বৃষ্টি হলে যে পরিমাণ বাজ পড়ে, বাইরে যেতেই ভয় করে।শৈশবের দিনের মতো করে উপভোগ করা যায়না এখনকার দিনগুলো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার আজকের ব্লগের বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক।

GridArt_20230510_161540817.jpg

ফুলের ফটোগ্রাফি

আমাদের সবারই কম বেশি যেকোনো ধরনের ফটোগ্রাফি দেখতে ভালো লাগে।তবে ফুলের ফটোগ্রাফি একটু বেশিই নজর কাড়ে যেকোনো বয়েসের মানুষের। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি বন্য ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি।আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ছাদ বাগান থেকে।বর্তমান তো আমরা বেশিরভাগ মানুষ ছাদে বাগান করেই নিজের শখ পূরণ করে থাকি।তবে আজকের বন্য ফুলগুলো একটু বেশিই সুন্দর লেগেছে আমার কাছে।তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি।আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের ফটোগ্রাফি ব্লগটি ।

IMG20230507140323.jpg

Divice:Realme 5i
Location

IMG20230507140325.jpg

Divice:Realme 5i
Location
প্রকৃতির টানে জন্ম নেওয়া ফুল গুলো যেন একটু বেশিই সুন্দর হয়ে থাকে।সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি গুলো নিজ দায়িত্বে এসে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলে আবার নিজ দায়িত্বে বিলীন হয়ে যায়।এই ফুলটি তেমনি বন্য ফুল, এই ফুলের গাছগুলো কোনো ব্যবস্থা করে বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে লাগানো হয়নি।হঠাৎ বেড়ে ওঠা কিছু আগাছার মাঝেই জন্ম নিয়েছি ফুলগুলো।চারপাশে সবুজ পাতার মাঝে ফুটে উঠেছে ফুল।যেকোনো ব্যক্তি তার অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে আর কিছু না হোক একটি ছবি তো তুলতেই পারে,তাই নয় কি।এজন্যই তাদের সৌন্দর্যে মোহিত হয়ে আমি কয়েকটি ছবি নিয়েছিলাম।

IMG20230507140434.jpg

Divice:Realme 5i
Location
আমরা সবসময় পরিচিত ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি।তাদের নিয়ে গল্প,কবিতার যেন শেষ নেই।এসকল বন্য ফুলগুলো কবিতা,গল্প লেখার ক্ষেত্রেও কিন্তু বেশ মানানসই।আর ফটোগ্রাফি করলে তো কথাই নেই।ফটোগ্রাফি করার সময় যেন তাদেরকে আরও বেশি সুন্দর লাগে।আমার এই ফুলের রঙ বিশেষ করে বেশি ভালো লাগে।কারণ এই ফুলগুলোর কিছু বেশ গাঢ় এবং কিছু হালকা রঙের হয়ে থাকে,নিজের সৌন্দর্য অনুযায়ী।।এজন্যই ক্যামেরাতে বেশি ধরা দেয়।

IMG20230507140531.jpg

Divice:Realme 5i
Location

IMG20230507140517.jpg

Divice:Realme 5i
Location
ঘাসফুল গুলোকে কিন্তু বন্য ফুলের কাতারে পুরোপুরি ধরা যায়না।কারণ এগুলো সব ক্ষেত্রেই একা জন্মে না।গ্রামের দিকে বাড়িতে জন্ম নেওয়া ঘাসের মাঝে প্রায় দেখা যায় এই ফুলগুলো।তবে শহরের দিকে এলে ঘাস লাগিয়ে তারপরই এই ফুলের দেখা পাওয়া যায়।এই ফুলগুলোর রঙের জন্যই যেন এর সৌন্দর্য নিদারুণ ভাবে প্রকাশিত হয়।এসকল ফুলের কোনো ঘ্রাণ থাকেনা।শুধুমাত্র প্রকৃতিতে এটা বিস্তার করে সৌন্দর্য প্রকাশ করার জন্য।।

IMG20230430082930.jpg

Divice:Realme 5i
Location

IMG20230501115733.jpg

Divice:Realme 5i
Location
ধন্যবাদ সবাইকে আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটি।আবার নতুন কোনো ফটোগ্রাফি ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

বন্যফুল বলতেই খুবই অবহেলিত ফুল। আমরা খুব সহজে এসব ফুলগুলোকে ভালোভাবে বা ওইভাবে নিজের মতো করে দেখিনা। যাইহোক আপনি আজকে বন্যা ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই চমৎকার লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে বন্য ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। বিশেষ করে গোলাপি বনফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন একদম,এজন্যই ফটোগ্রাফি করা।ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 2 years ago 

বাহ্!আপনি খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন। দেখতে খুব অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে আমার ফটোগ্রাফি,জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ!! আপু খুবই সুন্দর সুন্দর বন্য ফুলের ফটোগ্রাফি করেছেন তো। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

বেশ কিছু বন্য ফুলের ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে রংবেরঙের প্রতিটি ফটোগ্রাফি বেশ যত্নের সাথেই করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলছেন এখনো বর্ষাকাল পুরোপুরি শুরু হয়নি। তবে শুরু হলে একটু ভালো হতো তাহলে ঠান্ডা অনুভব করতে অনুভব করতে পারতাম। অনেকগুলো বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতে অনেক সুন্দর ছিল। তবে অন্যান্য ফুলের চেয়ে বন্য ফুল গুলো এত অনাদরে বড় হয় তারপরও দেখতে অনেক সুন্দর হয়। অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76338.99
ETH 2965.83
USDT 1.00
SBD 2.62