বৃষ্টি সিক্ত দিনে গ্রামের বাড়ি||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

snowdrop-6101818_1280.jpg

ছবির উৎস

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি লেখা নিয়ে।আশা করছি আমার আজকের লেখাটি আপনাদের ভালো লাগবে।

আজকে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা একটানা বৃষ্টি হলো।বর্ষার সময় ভালো লাগে তবে জার্নি করার দিন বৃষ্টি আরম্ভ হলে অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকে রাস্তাঘাট,এজন্য ভালো লাগেনা।গতকাল আপনাদের সাথে গ্রামের বাড়ি আসার প্রস্তুতি নিয়ে কথা বলেছিলাম বন্ধুরা।আজকে আপনাদের সাথে গ্রামের বাড়ি আসার পরের অনুভূতি গুলো ভাগ করে নিচ্ছি বন্ধুরা।গ্রামের বাড়ি ঈদ করা মানে এক ভিন্ন অনুভূতি কি বলেন বন্ধুরা?আমার কাছে তো সেটাই মনে হয়।এবার বাড়িতে ঈদ করবো,তাই দশদিন আগে থেকেই আমার এক্সাইটমেন্ট কাজ করছিল।যেহেতু আমাদের বাড়িতে আসার দিন আজকে ভোর সাড়ে পাঁচটায় ছিল।তাই ওই অনুযায়ী আমরা বেরিয়েছিলাম।অতো সকালে রওনা দেওয়ার কারণ ছিল,যেহেতু অনেকটা রাস্তা তাই দেরিতে বের হলে হাইওয়ে রাস্তা ব্যস্ত হয়ে পড়বে।

বৃষ্টির সময় রাস্তাঘাট এমনিতেই ঝুঁকিপূর্ণ থাকে,এটা আমাদের সকলেরই জানা।এছাড়াও আবহাওয়া অফিস থেকে বলে দিয়েছিল আজকে এবং গতকাল দুইদিন বৃষ্টি হবে।তাই সকালে যাত্রা আরম্ভ করেছিলাম দ্রুত বাড়িতে পৌঁছানোর জন্য।এজন্য আব্বু আগে থেকেই মাহেন্দ্র গাড়ি রিজার্ভ করে রেখেছিল।যাতে করে তাড়াতাড়ি আসা যায়।অনেক ভোরে যেহেতু এসেছি আমরা,তাই ওই সময়ে রিজার্ভ গাড়ি ছাড়া অন্য গাড়ি পাওয়া যেত না।কারণ সকালে বাস চলাচল সাতটা থেকে আট টার মধ্যে হয়ে থাকে ।আমার বাসা থেকে গ্রামের বাড়ির দূরত্ব ৫৮ কিলোমিটার।আড়াই ঘণ্টা লেগেছিল আমাদের আসতে।আসার সময় খুব বৃষ্টি হয়েছিল,যেটার জন্য আরও একটু দেরি হয়েছে।তা না হলে আরও আগে পৌঁছাতে পারতাম।কারণ মাহেন্দ্র খুব দ্রুতগতির গাড়ি।এই গাড়িগুলো বেশ স্পিডে চলে।আর হাইওয়ে তে ড্রাইভার রা বেশ স্পিডেই গাড়ি চালিয়ে থাকেন।এটার কারণ নিশ্চয় জানেন বন্ধুরা।হাইওয়েতে কম স্পিডে গাড়ি চালালে দুর্ঘটনার সম্ভবনা বেশি থাকে।

বাড়ি আসার পরেও অনেক বৃষ্টি ছিল।আর এতো বছর পর,বাড়ি এসে বৃষ্টিতে ভিজে আরও অনেক ভালো লাগছিল।দীর্ঘ নয় দশ বছর পর আজকে বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগছিল।এই নয় দশ বছরে বৃষ্টির সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়নি,শুধু ঘর থেকেই দেখতাম বাইরের বৃষ্টি সিক্ত দিন।বৃষ্টিতে খালি পায়ে পুরো উঠান ঘুরে বেড়ানোর মজাই আলাদা।যাদের বাড়ি গ্রামে তারা হয়তো এই অনুভূতিটা জানেন।সব মিলিয়ে খুব ভালো সময় কাটছে বাড়ি এসে।ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আবার নতুন কোনো লেখা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

দীর্ঘ নয় দশ বছর পরে বৃষ্টিতে নিশ্চয়ই খুব ভালো সময় কাটিয়েছেন। বৃষ্টিতে এভাবে ভিজে সময় কাটাতে আমার কাছেও খুব ভালো লাগে। ঠিক বলেছেন আপু আমরা শুধু ঘর থেকেই বৃষ্টির সৌন্দর্য দেখে কখনো ভিজেতে পারিনা।কিন্তু গ্রামে গেলে আমার ও ভেজা হয় বৃষ্টিতে। আশা করি আপনার গ্রামের দিন গুলো খুব ভালো কাটবে ।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

 last year 

আমাদের এদিকে দুই দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালো লাগে। তবে এত বেশি বৃষ্টি হলে আবারও খারাপ লাগে। জার্নি করার সময় বৃষ্টি হলে তো আরো বেশি খারাপ লাগে। বাড়িতে গিয়ে বৃষ্টিতে ভিজে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ঈদের শুভেচ্ছা রইল আপু। ঈদ মোবারক।

 last year 

ধন্যবাদ ভাইয়া ,
অগ্রিম ঈদ মোবারক।

 last year 

আপনি এত বছর পর বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টিতে ভিজে আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। তাছাড়া বৃষ্টিতে ভিজতে আমারও খুব ভালো লাগে। এটা ঠিক বৃষ্টিতে হাইওয়ের রাস্তা গুলো পিচ্ছিল হয়ে যায়। বৃষ্টির দিনে গ্রামের বাড়িতে ভিজতে খুবই ভালো লাগে। আশা করছি আপনার গ্রামের দিনগুলো খুবই আনন্দে কাটবে।

 last year 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

গ্রামের বাড়িতে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছেন। বৃষ্টির দিনের মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। আসলে বাড়িতে বৃষ্টির দিনে সকলের সাথে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে। আপনার বৃষ্টির দিনে অনুভূতি পড়ে খুব ভালো লাগলো‌ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বৃষ্টি সিক্ত দিনে গ্রামের বাড়ি। আসলে গ্রাম অঞ্চলের বাড়িতে বৃষ্টি হলে আশেপাশে একটু কাদা বেশি দেখা দেয়। আসলে আসবে আমাদের এলাকাতেও সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আসলে সময় উপযোগী এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

জি ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

খুব ভালো লাগলো আপু আপনার অনুভূতি গুলো পড়ে। আপনারা বৃষ্টি মাথায় নিয়ে আড়াই ঘন্টায় পৌঁছে গেলেন। এটা সত্যি বৃষ্টিতে হাই ওয়েতে গাড়ি চালানো খুবই রিস্ক।যাক খুব সুন্দর ভাবে পৌঁছে গেলেন আর বৃষ্টিতে ভেজার আনন্দটুকু পেলেন খুব ভালো লাগলো। বাকি দিনগুলো ও আনন্দে কাটাবেন এই কামনাই করি।ঈদ মোবারক আপু।সবাইকে ঈদ মোবারক।

 last year 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য পুরো পোস্টটি পড়ে।

 last year 

বর্ষাকাল মনে হচ্ছে তার স্বরুপ দেখাচ্ছে। দেশের প্রায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আজ ঢাকায় একটানা ৪-৫ ঘন্টা বৃষ্টি হলো। এখন তেমন আর বৃষ্টিতে ভেজা হয় না ছোট বেলার মতো। আপনি গ্রামে গিয়ে প্রায় দশ বছর পর বৃষ্টিতে ভিজে বেশ আনন্দ করলেন । মাঝে মাঝে এভাবে বৃষ্টিতে ভিজতে বেশ ভাল লাগে। বৃষ্টিতে ভেজার মজার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় উৎসাহিত করার জন্য।

 last year 

আমাদের এখানেও দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আপু। বৃষ্টির দিন আমার খুব ভালো লাগে। তবে একটানা বৃষ্টি হলে বাসা থেকে বের হওয়া যায় না, সেজন্য ভালো লাগে না। অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছেন,জেনে খুবই ভালো লাগলো। এক সময় প্রায়ই বৃষ্টিতে ভিজতাম, কিন্তু অনেকদিন হলো বৃষ্টিতে ভিজা হয় না। যাইহোক গ্রামের বাড়িতে বেশ ভালো সময় কাটাবেন সেই প্রত্যাশা করছি। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

আপনি ঠিক বলছেন আপু গ্রামে ঈদ করা মানে ঈদের মজাই আলাদা। আপনি গতকাল গ্রামে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন আজকে পৌঁছে গেছেন। সাথে অনেক বৃষ্টিতে ভিজেছেন অনেক সুন্দর অনুভূতি শেয়ার করলেন আপনি অনেক ভালো লাগলো। আসলে বৃষ্টির দিনে গ্রামে অনেক ভালো লাগে।

 last year 

জি আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম ঠিক কথা বলেছেন আপু, বৃষ্টির দিনে গ্রামের অবস্থা বেশ ভালো থাকে না। আর যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এই কাঁদার মধ্যে চলাচল। আর বিস্তারিত তো পূর্বে জেনেছেন আবহাওয়া অফিস বলে দিয়েছিল বৃষ্টি হওয়ার কথা। আমাদের এদিকেও গতকাল খুবই বৃষ্টি হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 55971.81
ETH 2362.70
USDT 1.00
SBD 2.32