রাখি উৎসবের শুভেচ্ছা প্রত্যেক দাদা এবং ভাইদের

in আমার বাংলা ব্লগlast month
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

rakhi-2630652_1280.jpg

ছবির উৎস

আজকে কোন টপিক নিয়ে লিখতে চলেছি এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা পোস্টের টাইটেল দেখে।বছর ঘুরে আবার এলো রাখি দিবস।আগে এই রাখি বন্ধন এর অনুষ্ঠানগুলো ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে দেখেছি।বাস্তবে কখনো দেখা হয়নি শুনেছি মাত্র আমাদের সনাতন ধর্মের বান্ধবীদের কাছে।ওরা ওদের ভাইকে আজকের দিনে রাখি পরিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।সারা বছর যাতে তাদের ভাই ভালো থাকে এজন্যই এই বিশেষ উৎসব টি পালন করা হয়।আজকের রাখি উৎসবে আমার বাংলা ব্লগ পরিবারের প্রত্যেক দাদা এবং ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে।তাদের জীবনে কোনো প্রকার বাঁধা,বিপত্তি না আসুক চলার পথ সবসময় মসৃণ হোক।সবাই যার যার অবস্থান থেকে নিজের লক্ষ্য অর্জন করুক।আজকে তো আর সবাইকে রাখি পরানো সম্ভব হচ্ছেনা।তাই সবার জন্য শুভকামনা জানিয়ে পোস্টটি।

এই নিয়ে তিনটি রাখি উৎসব পেলাম আমার বাংলা ব্লগ পরিবারে।যদিও এবার কোনো অনুষ্ঠান নেই আমাদের কমিউনিটি তে।আপনারা সকলেই অবগত আমাদের প্রিয় দাদার বাবা কিছুদিন আগেই গত হয়েছে।সেজন্য আমরা সবাই শোকাহত।তাছাড়া উৎসব আনন্দ করার মতো মনের জোর টাও আর নেই দাদার।প্রতি বছর দাদা সবগুলো অনুষ্ঠান বিশেষ হ্যাং আউটের মাধ্যমে সম্পন্ন করেন।এবার দাদার মনের অবস্থাটা ভালো নয় এজন্যই আয়োজন টি করছেন না।আসলে পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যাক্তিদের মধ্যে একজন হচ্ছেন বাবা।আজকে তার সেই প্রিয় ব্যক্তি মাথার ছাদ টাই নেই।প্রিয়জন হারানোর বেদনা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।তারপরেও দোয়া করি দাদা এবং তার পরিবার এই শোক কাটিয়ে উঠুক দ্রুত।

পৃথিবীতে প্রত্যেকটি সম্পর্কের মধ্যে অতি মিষ্টি একটি সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। খুনসুঁটি,রাগ অভিমান ভালোবাসা সব মিলিয়েই ভাইবোনের সম্পর্ক অতি মধুর।একজন ভাই একজন বোনের জীবনে বড় একটি নিরাপত্তা।তাছাড়া একটি পরিবারে মেয়ে সদস্য যেমনি প্রায়োজন তেমনি ছেলে সদস্যও।বর্তমান যুগে এসে মেয়েদের দ্বারা সব কাজ সম্ভব হলেও একটি পরিবার নিয়ন্ত্রণ করতে ছেলে সদস্য ব্যাপক ভূমিকা রাখেন।পৃথিবীর পরিস্থিতি আমাদের সকলেরই জানা একজন পুরুষ যেটা পারেন খুব সহজেই একজন নারীর উক্ত কাজটি করতে অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হয়।সত্যি বলতে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে।কিন্তু বাস্তবে চলতে গেলে আমরা দেখতে পাই আসলেই সমান অধিকার সবজায়গায় বিরাজমান নেই।কেননা একজন পুরুষ রাত ১২ টা পর্যন্ত বাড়ির বাইরে থাকলে সমাজে সেটা নিয়ে কোনো ধরনের কথ হয়না।সবশেষে বলবো,আজকের এই রাখি উৎসবে সব ভাইয়ের জন্য থাকবে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 19th,Auguest,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আমাদের সকলের প্রিয় দাদার বাবা কিছুদিন আগেই গত হয়েছেন বলেই এবার আর রাখি উৎসব পালন করা হয়নি। তবে আপু আপনি নিজের জায়গা থেকে অনেক সুন্দর ভাবে নিজের অনুভূতি তুলে ধরেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপু।

 last month 

জি আপু,ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60836.32
ETH 2449.94
USDT 1.00
SBD 2.65