১০ মার্কস এর আফসোস।। পাঠ -১।।
আজ ১৯ ই কার্তিক।।১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল।।
আসসালামুআলাইকুম/আদাব।কেমন আছেন আমার বাংলা ব্লগবাসি? আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি নতুন একটি লেখা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমার লেখার টাইটেল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন বন্ধুরা,আমার লেখাটি কোন বিষয় নিয়ে হতে পারে।
মানুষের জীবনে কিছু কিছু উইশ থাকে যেটা কখনো পূরণ হয়না।আসলে এটাই হয়তো জীবনের রুলস।আমাদের প্রত্যেকের জীবনে হয়তো আফসোস,হতাশা ,কোনো কিছু না পাওয়ার প্রচুর ব্যর্থতা বিদ্যমান।এভাবে করেই হয়তো আমাদের জীবন টা শুরু থেকে শেষ হয়।আমার জীবনেও তেমনি কিছু আফসোস রয়েছে।
আমার আফসোসের বিষয় হচ্ছে ১০ মার্কস।এবার মূল ঘটনায় আসা যাক,কালকে আমার একটা ইমপ্রুভ পরীক্ষা ছিল ১ম বর্ষের।যেহেতু ইমপ্রুভ পরীক্ষা প্রিপারেশন খুব ভালো করে নিয়েছিলাম।এক মাস যাবত ক্লাসের পড়া বাদ দিয়ে শুধুমাত্র ইমপ্রুভ বিষয়টিই পড়েছিলাম।
তো কালকে যথারীতি পরীক্ষা দিতে যায় এবং প্রায় সব প্রশ্নই আমার কমন পড়ে।এখন আমি যেহেতু গণিত বিভাগের ছাত্রী,আমার পরীক্ষা ছিল জিয়মেট্রি বিষয়।সব অংক মোটামুটি পারি। একটি অংক বেশ ঝামেলা পূর্ণ ছিল। বই এ এক নিয়মের অংক ছিল ৩টি।৩ টির মধ্যে ঝামেলাপূর্ণ অংকটি এসেছিল।সহজ দুটি দেয় নি।আমি সব গুলাই করেছিলাম।আমি আবার মুখস্ত নির্ভর মানুষ।যেকোনো বিষয় আমি তাড়াতাড়ি মুখস্ত করে নিতে পারি।ওই অংক গুলো যেহেতু একই ধরনের ছিল, আমি মোটামুটি কয়েক বার করেছিলাম আর বেশ ভালই আয়ত্ত করেছিলাম।
একই ধরনের ছিল অংকগুলো এল,এম আর সি কমন নিতে হতো তিনটায়। আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে এই অংকটিই এল কমন নিতে হবে।আর বাকি দুইটাই বাকিগুলো কমন নিতে হবে। আমি প্রথমে সি কমন নিয়েছিলাম, কিন্তু অংক মিলাতে পারছিলাম না।পরে এন কমন নিয়ে কোনো রকম মিলিয়ে এসেছি। কিন্তু নম্বর হয়তো দিবে না। যেহেতু এই অংকটাই এল কমন নিতে হবে।আবার নিয়ম ঠিক এর জন্য নম্বর দিতেও পারে। তবে অনিশ্চিত।এখানে অংকটিতে ১০ মার্কস কাটা যাবে হয়তো।অংকটি এতবার করেও ঠিকভাবে লিখতে পারলামনা।খুব খারাপ লাগছিল কালকে থেকে এজন্য।এক মাস যাবৎ একটি বই পড়েছি।তারপরেও জানা অংকটি মনে করতে পারলাম না।পরীক্ষায় জানা বিষয় না মনে করতে পারলে অনেক খারাপ লাগে আসলেই।যেটা সত্যি খুব দুঃখজনক।আমি যদি অংক টি না করে যেতাম,তাহলে হয়তো এতো টা আফসোস হতো না।এমন কি পরীক্ষার আগেও দেখেছিলাম নোট খাতা নিয়ে গিয়েছিলাম।বাসা দূর হওয়ায় ২ ঘণ্টা আগেই গিয়েছিলাম কেন্দ্রে।
আমার জীবনে আরও একটি আফসোস ছিল।সেটিও ১০ মার্কস নিয়ে ।সেটি আপনাদের সাথে পাঠ-২ এ উপস্থাপন করবো।আজকের মতো এখানেই শেষ করছি আমার লেখাটি। ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য।কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লেগেছে আমার লেখা।আবার নতুন লেখা নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
অংক আমার খুবই বিরক্ত করে একটি সাবজেক্ট। আমি কিছু পারি ও না কিছু বুঝি ও না। আপনি যে মুখস্ত নির্ভর মানুষ সেটা শুনে বেশ মজা পেলাম ।আমি ও আপনার মত মুখস্ত বিদ্যা মানুষ 😆। আপনার দশ নম্বরের আফসোসের পরের পর্বের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ আপনাকে আপু।জি পরের পর্ব খুব শীঘ্রই আসবে।শুভ কামনা রইলো আপনার জন্য।
১০মার্কস এর আফসোস! টেনশন মুক্ত হয়ে পরীক্ষার হলে না গেলে জানা জিনিস ভুলে যেতে হয়। গণিত বোঝার বিষয় ,বুঝলে জলের মত পরিস্কার। আশাকরি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে আপনার। ভাল লিখেছেন। শুভ কামনা।
জি ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপনার এই দশ মার্কসের আফসোস দেখে আমারও দশ মার্কসের আফসোসের কথা মনে পড়ে গেল । মাস্টার্স পরীক্ষাতে ১০ মার্কসের জন্য ফার্স্ট ক্লাস আসেনি। এই আফসোস সারা জীবনের। তাছাড়া আপনার বিষয়টি আসলেই খুব কষ্টকর। পাড়া জিনিস যদি পরীক্ষার হলে ভুলে যেতে হয় তাহলে তার থেকে কষ্ট আর কি আছে । যাই হোক পরবর্তীতে আরো ভালোভাবে পড়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।
জি আপনাকে ধন্যবদ সুন্দর মতামতের জন্য আপু।
সত্যি বলতে অংক আমার সবচেয়ে অপছন্দের বিষয়। যদিও আমার পড়াশোনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তবুও আমি অংক বিষয়টা নেই নি। আর অংকের থেকে আমি ৫০ হাত দূরে। তবে জানা জিনিস ভুলে গেলে বা মনে না পড়লে এতো যে রাগ হয় আমি বুঝি সেটা। যাই হোক আর কি করা যাবে। অতীত ভেবে ভুলে যেতে হবে।
জি আপু ভুলে যাওয়া ছাড়া তো আর কিছু করার নেই।সত্যি অনেক কষ্টের ব্যাপার ছিল আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।
সত্যিই সব ইচ্ছা আমাদের পূরণ হয় না।তবে আপু অংক কখনো মুখস্থ করে করা সম্ভব নয় তাহলে গুলিয়ে যাবেই।যাইহোক জীবন মানেই পরীক্ষা আর এই পরীক্ষায় সামান্যর জন্য অনেক কিছু হাতছাড়া হয়ে যায়।পরের পর্বের অপেক্ষায় রইলাম, ধন্যবাদ আপনাকে।
জি অবশ্যই , আপু আপনাকেও অনেক ধন্যবাদ।
এক্সামে ১০ মার্কস এর আফসোস করে পোস্ট দিয়েছেন দেখছি। আসলে আপু মুখস্থ সব সাবজেক্টের জন্য নয়। আর টেনশন থাকলে পারা জিনিসও ভুল হয়ে যায়। সব সময় রিলাক্স মুডে থাকবেন।পজিটিভ চিন্তা করবেন। ধন্যবাদ আপু।
এইতো আপু আপনি ঠিকই ধরেছেন টেনশন+নেগেটিভ চিন্তা দুইটির মধ্যেই আমি।নার্ভাস হয়ে যায়।পরীক্ষার সময় জানা জিনিস লিখতে পারিনা।😑😑ধন্যবাদ আপনাকে বুঝতে পেরেছেন বিষয় টা।