ডাই প্রজেক্ট||ফুলের ম্যান্ডেলা ডিজাইন আর্ট||

in আমার বাংলা ব্লগ2 years ago

||আজ-৭ই ফাল্গুন||১৪২৯বঙ্গাব্দ,বসন্তকাল||


হ্যালো বন্ধুরা,

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি ফুলের ম্যান্ডেলা ডিজাইন আর্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমি খুব একটা ম্যান্ডেলা আর্ট করতে পারিনা।এর আগে একটি ম্যান্ডেলা শেয়ার করেছিলাম,এটা আমার দ্বিতীয় চেষ্টা।যদিও বেশি ভালো হয়নি আমার ম্যান্ডেলা আর্টটি।তারপরেও পোস্টে ভিন্নতা আনার জন্যই আমার এই প্রচেষ্টা।।আমি ফুলের এই ম্যান্ডেলা ডিজাইন আর্টটি খুব সহজেই করেছি।তাই আপনাদের মাঝে বর্ণনা করছি আর্ট এর ধাপগুলো।

ফুলের ম্যান্ডেলা ডিজাইন

IMG20230220194607.jpg

উপকরণসমূহ-

  • সাদা অফসেট কাগজ
  • পেন্সিল 2B
  • জেল পেন
  • কম্পাস

IMG20230220200905.jpg

আমি ফুলের ম্যান্ডেলা ডিজাইন আর্টটি যেভাবে আর্ট করেছি,নিম্নে সবগুলো ধাপ শেয়ার করছি।

ধাপ-১

প্রথমে সাদা কাগজে কম্পাস দিয়ে পাঁচটি বৃত্ত এঁকে নিয়েছি পর্যায়ক্রমে ছোট থেকে বড়।তারপরে ছোট বৃত্তের মাঝে ফুল এঁকে নিয়েছি এবং পাঁপড়ির অর্ধেক অংশ গাঢ় কালো করে নিয়েছি জেল পেন দিয়ে।

IMG20230220191914.jpg

IMG20230220192057.jpg

IMG20230220192255.jpg

IMG20230220192515.jpg

ধাপ-২

এবার ফুলের বাইরের অংশ দিয়ে পাতার মতো বাঁকা করে ডিজাইন দিয়ে নিয়েছি পুরো বৃত্ত জুড়ে এবং অর্ধেক অংশ গাঢ় করে কালার করে নিয়েছি।

IMG20230220192539.jpg

IMG20230220192929.jpg

IMG20230220193113.jpg

ধাপ-৩

এবার চার নম্বর বৃত্তের বাইরের অংশে বাঁকা ডিজাইন করে নিয়েছি এবং গাঢ় করে নিয়েছি জেল পেন দিয়ে।
IMG20230220193312.jpg

IMG20230220193406.jpg

ধাপ-৪

এবার কম্পাসের সাহায্যে জেল পেন দিয়ে বৃত্ত গুলো গাঢ় করে নিয়েছি দাগ দিয়ে।

IMG20230220193933.jpg

IMG20230220194326.jpg

ধাপ-৫

এবার আমি জেল পেন দিয়ে বাকি অংশের ডিজাইন গাঢ় করে নিলাম এবং নিজের একটি সাইন এর মাধ্যমে আর্ট শেষ করলাম।

IMG20230220194529.jpg

IMG20230220194607.jpg

আর্টটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং আর্টিস্ট@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
আজকের মতো এখানেই শেষ করছি। আমার ফুলের ম্যান্ডেলা ডিজাইন আর্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোন আর্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️ আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago (edited)

আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। ডিজাইন টি খুবই সুন্দর হয়েছে। দ্বিতীয় চেষ্টা হলেও বেশ ভালো ফলাফল পেয়েছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

 2 years ago 

ফুলের চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। মাঝখানে গোল বৃত্ত দিয়ে সমান ভাবে ফুলটি এঁকেছেন দেখে আরো ভালো লাগলো। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো আঁকতে গিয়ে যদি একটু বেশ কম হয়ে যায় তাহলে পুরো আর্ট টি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি অনেক ধৈর্য সহকারে পুরো আটটি করেছেন।

 2 years ago 

জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আপনি।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর দেখতে একটি ফুলের ম্যান্ডেলে আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্টের ডিজাইন টা আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়াটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

ওয়াও চমৎকার একটি গোল ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আমি নিজেও ম্যান্ডেলা আর্ট করতে অনেক পছন্দ করি। ফুলের আর্ট গুলো এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে। এরকম আর্ট গুলো করতে গেলে অনেক ধৈর্য ধরে করতে হয়। আমার আর্ট গুলো করতে গেলে প্রায় অনেক সময় লেগে যায়। এত সুন্দর আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বৃত্তের মধ্যে অংকন করার কিছু চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি এই ধরনের ম্যান্ডেলা অঙ্কন করতাম তাই আমি জানি এগুলো অঙ্কন করতে অনেক ধৈর্য এবং সময় প্রয়োজন হয়।

 2 years ago 

জি,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দ্বিতীয় চেষ্টা হিসেবে বেশ ভালোই আর্ট করেছেন আপু। চেষ্টা করতে করতে আপনি আরও সুন্দর আর্ট করতে পারবেন নিশ্চয়ই। আমার কাছে ভালোই লেগেছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার আঁকা ফুলের ম্যান্ডেলা আর্ট খুবই দারুণ হয়েছে। ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এই ধরনের ফুলের আর্ট দেখতে খুবই সুন্দর লাগে। আপনার ফুলের মেন্ডেল আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটা ফুলের মান্ডালা আর্ট করেছেন। আপনার এই মান্ডালা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা দেখা যেত। আমার কাছে মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট টি অনেক সুন্দর করেই করছেন আপু। আমি ম্যান্ডেলা আর্ট করতে খুব ভালোবাসি এবং মাঝে মাঝে আমাদের এই কমিউনিটিতে আমার তৈরি করা ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করে থাকি। আপনার দ্বিতীয় চেষ্টাটি বেশ সফলভাবেই হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60265.23
ETH 2324.47
USDT 1.00
SBD 2.55