কিউট জেলিফিশ অরিগামি
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বেশ কিছুদিন পর আপনাদের মাঝে ডাই পোস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা।
আজকে পোস্ট করতে অনেকটাই দেরি করে ফেললাম।সারাদিন ঘুমিয়ে সময় পাইনি বলতে পারেন তাই। আর শুধুমাত্র ঘুম কারণ না চোখের বিশ্রাম ও বলতে পারেন। স্ক্রিনে কম সময় দিতে চেষ্টা করছি এখন চোখের যে হাল করেছি।আর অতিরিক্ত বৃষ্টির মধ্যে ঘুমালেই যেন শান্তি পাওয়া যায়।যাইহোক বন্ধুরা,আজকের যেহেতু ডাই পোস্ট শেয়ার করব।তাই আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা! আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে জেলিফিশের অরিগামিটি তৈরি করেছি, নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।
উপকরণসমূহ-
- রঙিন কাগজ
- কেচি
- পোস্টার রং(সাদা)
- আঠা
- মার্কার পেন
ধাপ-১
প্রথমে রঙিন কাগজ চতুর্ভুজ আকৃতির করে কেটে নিয়েছে।যেটা ছিল ১৫/১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ।
ধাপ-২
এবার মাঝে বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি ।তারপর ছবির মত করে স্টেপ বাই স্টেপ চারটি ভাজ দিয়েছি।
ধাপ-৩
এবার ত্রিভুজাকৃতি ভাঁজ দিয়ে নিয়েছি।তারপর লেজের অংশ চারটি আলাদা ভাঁজ দিয়েছি।
ধাপ-৪
এবারও ফিশের উপরের অংশ তৈরির জন্য ছবির মতো প্রথমে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
এবার উপরের অংশের ভাঁজ কমপ্লিট হয়ে গেলে নিচের অংশের সাথে আঠা দিয়ে জুড়ে দিয়েছি।তারপর মার্কার পেন আর সাদা রং দিয়ে চোখ ঠোঁট এঁকে দিয়েছি।
ধাপ-৬
আমার কিউট জেলিফিশ অরিগামি প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এভাবেই।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | সুলতানপুর,রাজবাড়ি |
ইংরেজি তারিখ | ০৫/১০/২০২৪ |
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে জেলিফিশ এর খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।
অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার চমৎকার এই অরিগামী তৈরি করতে দেখে। এক কথায় অসাধারণ হয়েছে আপনার অরিগামিটা। রঙের কাগজ দিয়ে অসাধারণ একটি জেলিফিশ এর অরিগামি তৈরি করেছেন। দেখে বেশ ভালো লাগলো আমার।
রঙিন কাগজ দিয়ে খুব কিউট একটি জেলিপিস আপনি তৈরি করেছেন। রহিম কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জেলিফিশ দেখতে খুবই কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অরিগামি দিয়ে কী সুন্দর জেলিফিশ তৈরি করলেন। আপনার মাথায় এই সৃজনশীল বুদ্ধিগুলি ভীষণ সুন্দরভাবে আসে। অসাধারণ হাতের কাজ এবং সৃজনশীলতার প্রকাশ। আপনার জেলিফিসটি কিন্তু সত্যিই কিউট। তাই কিউট বিশেষণটি একেবারে সার্থক ভাবে প্রয়োগ হল হেডিংএ। এক কথায় অসাধারণ একটি পোস্ট এবং একেবারে পরিচ্ছন্ন উপস্থাপনা।
বৃষ্টির দিনে ঘুমাতে সত্যি অনেক ভালো লাগে। তবে আমি অনেকদিন থেকেই দিনে তেমন একটা ঘুমাই না আপু। কিন্তু বৃষ্টির দিনে ঘুমানোর শান্তিটা অনেক মিস করি। জেলিফিশ খুবই সুন্দর হয়েছে আপু। দেখতে অনেক কিউট হয়েছে।
রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি জেলিফিশের অরিগ্যামি তৈরি করেছেন আপু। যা দেখতে আসলেই অনেক কিউট লাগছে।দক্ষ হতে এত সুন্দরভাবে রঙিন কাগজ ব্যবহার করে কিউট জেলিফিশ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে এবং দেখতে দুটোই আমার কাছে বেশ ভালো লাগে ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি জেলিফিশ তৈরি করেছেন। দেখতে সত্যিই ভীষণ কিউট লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
বৃষ্টির সময়গুলোতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতেই বেশি ভালো লাগে। আপু আপনি মোটেও দেরি করেননি। পোস্ট করতে এখনো অনেক সময় আছে। জেলিফিশ অরিগামি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন বৃষ্টির দিনে ঘুমালে অনেক শান্তি পাওয়া যায় ।চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না রঙ্গিন কাগজ ব্যবহার করে এত সুন্দর ডিলিফিশ তৈরি করা যায়।