ডাই প্রজেক্ট||রঙিন কাগজের তৈরি খেলনা নৌকা||

||আজ-২৯ই,ফাল্গুন||১৪২৯বঙ্গাব্দ,বসন্তকাল||


🌺আসসালামুআলাইকুম/আদাব🌺

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?কেমন আছেন সবাই?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি রঙিন কাগজের তৈরি খেলনা নৌকার ডাই নিয়ে উপস্থিত হয়েছি।আসলে আজ হঠাৎ করেই মনে পড়ে গেল শৈশবের কাগজের তৈরি নৌকা দিয়ে খেলার কথা,তাই আজকের এই ব্লগ।কাগজের তৈরি যেকোনো ডাই দেখতে ভালো লাগে।সেটা হতে পারে খেলনা,ফুল,পাখি ইত্যাদি।আজকে আমি যে ডাই টি নিয়ে হাজির হয়েছি,এটি বাচ্চারা খেলনা হিসেবে ব্যবহার করে থাকে।যাদের বাড়িতে ছোট বাবু আছে তারা এভাবে রঙিন কাগজ দিয়ে খেলনা তৈরি করে দিতে পারেন বাবুকে।

খেলনা নৌকা

GridArt_20230314_202040686.jpg

উপকরণসমূহ-

  • রঙিন কাগজ

আমি খুব সহজেই নৌকার ডাইটি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।

ধাপ-১

প্রথমে রঙিন কাগজ মাঝ বরাবর ভাজ করে নিয়েছি।তারপর ত্রিভুজ আকৃতির ভাজ করে নিয়েছি।

IMG20230314190924.jpg

IMG20230314190936.jpg

IMG20230314191037.jpg

IMG20230314191029.jpg

ধাপ-২

এবার ত্রিভুজের নিচের অংশ উল্টো করে ভাজ করে নিয়েছি।তারপর দুই পাশের অবশিষ্ট অংশ ভাজ করে নিয়েছি ছবির মতো করে।

IMG20230314191049.jpg

IMG20230314191139.jpg

IMG20230314191134.jpg

IMG20230314191248.jpg

IMG20230314191258.jpg

IMG20230314191343.jpg

ধাপ-৩

এবার ভাজ টা মাঝ বরাবর টান দিয়ে নেওয়াতে দেখতে চতুর্ভুজ আকৃতির লাগছে।

IMG20230314191402.jpg

IMG20230314191425.jpg

IMG20230314191442.jpg

ধাপ-৪

এবার দুই দিক দিয়ে টান দিতে হবে আলতো হাতে।তাহলে নৌকার শেপে চলে আসবে এবং আমার নৌকার ডাই প্রস্তুত হয়ে যাবে।

IMG20230314191736.jpg

IMG20230314191739.jpg

IMG20230314191741.jpg

IMG20230314191742.jpg

IMG20230314191743.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
আজকের মতো এখানেই শেষ করছি।আজকে আমি যে ডাই টি তৈরি করেছি,কেমন লেগেছে আপনাদের বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন কোন ডাই নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Banner_Annivr4.png

🖤 আল্লাহ হাফেজ🖤

Sort:  
 last year 

কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে ভালো লাগে। আসলে আমরা অনেক সময় অবসর সময় পেলেই অনেক কিছু তৈরি করার চেষ্টা করি। ছোটবেলায় এই নৌকা গুলো অনেক তৈরি করেছি। কাগজের নৌকা তৈরি করতে অনেক ভালো লেগেছে। তবে এখন আর সেভাবে করা হয় না। অনেকদিন পর আপনার তৈরি করা কাগজের নৌকা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি কাগজ দিয়ে সত্যি খেলনা নৌকা তৈরি করেছেন। ছোটবেলায় এভাবে নৌকা বানিয়ে আমরা পানিতে ভাসিয়ে দিতাম। এই নৌকা পানিতে ভেসে গেলে খুব মজা পেতাম ।আপনার নৌকা দেখে সেই সময়ের কথা মনে পড়ে গেল। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট খুব ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার নৌকা বানানো দেখে ছেলেবেলার কথা মনে পরে গেল।স্কুলে বৃষ্টি হলেই কাগজ ছিঁড়ে নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দিতাম।খুব মনে পড়ে গেল।এরপর আর বানানো হয়নি।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে নৌকা বানিয়ে শেয়ার করলেন। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আমরা ছোটবেলায় এমন সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে নৌকা বানিয়ে খেলতাম। অবশ্য আমি প্রথম শিখেছিলাম আমার মার কাছ থেকে। তবে সেই স্মৃতিগুলো কবে যেন বিলুপ্ত হয়ে গেছে মনের অগোচরে। আজ আপনার এই সুন্দর সুন্দর নৌকা তৈরি করা দেখে পুনরায় স্মরণ হলো সেই স্মৃতিগুলো।

 last year 

এটা কিন্তু আম্মুর থেকেই শিখে তৈরি করেছি আজ ।আগে পারতাম কিন্তু ভুলে গিয়েছিলাম।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নৌকা বানিয়েছেন। এই ধরনের নৌকা ছোট কালে আমরা বানিয়ে খেলা করতাম। নৌকাটি দেখে ছোট কালের কথা মনে পড়ে গেল। তবে আপনার নৌকা তৈরি খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। যে কেউ দেখে খুব তাড়াতাড়ি বানাতে পারবে। অনেক সুন্দর করে নৌকাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর করে গুছিয়ে মতামত প্রদানের জন্য।

 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি খেলনা নৌকা বানিয়েছেন। আপনার নৌকা তৈরি দেখে আমার ছোটকালের কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমরা কাগজ দিয়ে এভাবেই নৌকা তৈরি করতাম। অসংখ্য ধন্যবাদ নৌকাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনার রঙিন কাগজের তৈরি খেলনার নৌকা দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। ছোট সময় এমন নৌকা কত বার যে বানিয়েছি তার কোন হিসাব নেই। স্কুল লাইফে বেশি বানিয়েছি। আপনার কাজটি নিখুঁত ছিল। ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ছেলেবেলা এরকম নৌকা অনেক বানালো। কেন জানি এখন একবার ভুলে গেছি। আগে ছেলে বলে এরকম নৌকা বানিয়ে কত খেলা করেছি। আপু আপনার নৌকাটা খুব সুন্দর হয়েছে। আপনার নৌকা বানানো প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63453.92
ETH 3283.73
USDT 1.00
SBD 3.89