লেভেল ২ হতে আমার অর্জন-by rahnumanurdisha।। ১০% বেনেফিশিয়ারি shy-fox এবং ৫% বেনেফিশিয়ারি abb-school কে।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

তারিখ-৩০-০৭-২০২২
বার-শনিবার
আসসালামু আলাইকুম/ আদাব। কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক ভালো ।আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।

আজ আমি লেভেল-২ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি -

IMG_20230731_193140.jpg

সোর্স

লেভেল ২ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য।কারণ এখান থেকে আমরা অ্যাকাউন্টের ওয়ালেট এসম্পর্কে সকল সিকিউরিটি মুলক তথ্য জেনে থাকি।
এখানে নির্দিষ্ট কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে যেমন-কী সিকিউরিটি, পাওয়ার আপ, ডেলিগেশন,ওয়ালেট।

পোস্টিং কী এর কাজ কি?
উত্তরঃপোস্টিং কী সোশ্যাল এক্টিভিটির জন্য ব্যবহার করতে হয় অর্থাৎ পোস্ট,কমেন্ট,রিস্টিম ,ভোট দেয়ার মত কাজগুলোই এই কী দিয়ে করা যায়। এই কী দিয়েএর বাইরে কোন কাজে সম্ভব নয় অর্থাৎ অন্যান্য কীগুলোর মধ্যে এই কী সব থেকে কম সেনসিটিভ কী।

পোস্টিং কী দিয়ে যেসকল কাজ করা সম্ভব নিম্নে দেওয়া হলো-
পোস্ট ও কমেন্ট করা।
পোস্ট ও কমেন্ট এডিট করা।
আপভোট ও ডাউনভোট দেওয়া।
কোন পোস্ট রিস্টিম করা।
কাউকে ফলো ও আন ফলো করা
কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

অ্যাক্টিভ কী এর কাজ কি?
উত্তরঃ এই কী দিয়ে প্রোফাইল এর সকল আর্থিক কাজগুলো করা যায়।অর্থাৎ প্রোফাইল এর ওয়ালেট সম্পর্কিত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে অ্যাক্টিভ কি।
পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
এসবিডি স্টিম কনভার্সন।
উইটনেস ভোট দেওয়া।
কোন এক্সচেঞ্জ ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া।
প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন।
নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

উনার কীএর কাজ কি?
উত্তরঃএটি মালিকানা সংক্রান্ত কী।এই কী দিয়ে ব্লকচেইনে মালিকানা প্রমাণ করা যায়।এই কী দিয়ে অন্যান্য কী রিকভারি করা সম্ভব।কীগুলোর মধ্যে সবচেয়ে সেনসিটিভ কী ।

উনার একাউন্ট ও পোস্টিংকী রিসেট দিতে পারবেন।
একাউন্ট রিকভার করতে পারবেন।
ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন।

মেমো কী এর কাজ কি?
উত্তরঃকাউকে প্রাইভেট মেসেজ পাঠাতে এই কী ব্যবহার করা হয়।
এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি?
উত্তরঃআমরা একাউন্ট খোলার সময় বড় সংখ্যার যে পাসওয়ার্ড জেনারেট করি সেটি মাস্টার পাসওয়ার্ড হিসেবে পরিচিত।মাস্টার পাসওয়ার্ড সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ বিষয় । এটি সবগুলো কি এর হেড।মাস্টার পাসওয়ার্ড দিয়ে সকল কি উদ্ধার সম্ভব। একাউন্ট রিকভার করতে চাইলে মাস্টার পাসওয়ার্ড জরুরী।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান-
উত্তরঃজিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে টু -স্টেপ ভেরিফিকেশন করা থাকলে গুগল ড্রাইভে এনক্রিপ্ট করে ।
১।শিক্ষা জীবনের সার্টিফিকেটের মতো সংরক্ষণ করে।
২। কয়েকটি সংখ্যা পরিবর্তন করে ডাইরিতে লিখে এবং সংখ্যাগুলো অবশ্যই মনে রাখতে হবে।
৩।কি এর পিডিএফ ফাইল সুরক্ষিত জায়গায় রেখে দেবো
৪।পেনড্রাইভে রেখে
৫।মাস্টার পাসওয়ার্ডটির একটি স্ক্রিনশট নিয়ে ফোনের কোনো একটি অ্যাপস লক এ রেখে দিতে পারি।

পাওয়ার আপ কেন জরুরী?
উত্তরঃপাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাওয়ার আপ এর মাধ্যমে নিজস্ব কিছু শক্তি অর্জন করে যেগুলো দিয়ে নিজেই ভোটিং সাপোর্ট দিয়ে কিউরেশন রিওয়ার্ড অর্জন সম্ভব।পাওয়ার আপ বলতে স্টিমকে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ কনভার্ট করা। স্টিম পাওয়ার বেশি থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব। তাছাড়া দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের প্রোফাইলের শক্তি বৃদ্ধির জন্য পাওয়ার আপ জরুরী।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃপাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমি যা জানি-
ওয়ালেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করার পর প্রোফাইলের অবস্থা দেখা যাবে।

Screenshot_5.png

এবার স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কিছু অপশন পাওয়া যাবে। যেখানে পাওয়ার আপ বাটন আছে সেখানে ক্লিক করতে হবে।

Screenshot_6.png

এখন আমি কত স্টিম পাওয়ার আপ করতে চাই তা দিব। এরপর পাওয়ার আপে ক্লিক করলে পাওয়ার আপ কমপ্লিট।

Screenshot_7.png

এভাবে পাওয়ার আপ করা সম্ভব।

সেভিংস এ থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেয়ার কতদিন পর ট্রান্সফাইরেবল ব্যালেন্সে যোগ হয়?
উত্তরঃ৩ দিন।

মেমোফিল্ড এর কাজ?

উত্তরঃমেমোফিল্ড এর কাজ-কাউকে লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয়,তাকে মেমোফিল্ড বলে।
এক্সেঞ্জারে ট্রান্সফারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
কোন কারণে স্টিম আদান-প্রদান হচ্ছে তা উল্লেখ করা।
এট মেমোফিল্ড এর কাজ।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?
উত্তরঃপাঁচ দিন পর।

ধরুন আপনি প্রজেক্ট @Heroism‌এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরও একশত এস.পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
উত্তরঃ৩০০ এস.পি।

আজকে আমার লিখিত পরীক্ষা এই পর্যন্তই । আমার লিখিত পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য।

রাহনুমানুর দিশা
ফরিদপুর

Sort:  
 2 years ago 

প্রথমত আপনাকে বাংলা ব্লগে স্বাগতম এবং এবিবি স্কুলের ক্লাস করে আপনি লেভেল ওয়ান অতিক্রম করেছেন এটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এগিয়ে যান সবসময় এই কামনা করি।

 2 years ago 

লেভেল ২ এর পরীক্ষাটা দেখছি বেশি ভালোই দিয়েছেন। ক্লাসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি নিজেও এই ক্লাসগুলো করে অনেক কিছুই শিখতে পেরেছিলাম। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60675.01
ETH 2605.91
USDT 1.00
SBD 2.64