"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৪১|| ক্রিসপি নুডলস পাকোড়া||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️
কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।এই রেসিপি পোস্টটির মাধ্যমে আমি আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতা-৪১এ অংশগ্রহণ করতে যাচ্ছি।আর এই প্রতিযোগিতার বিষয়বস্তু রয়েছে পাকোড়া।তাই আমি ক্রিসপি নুডলস পাকোড়ানিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছু,সৃজনশীলতার এক বহিঃপ্রকাশ।আর বাঙালিরা তাদের সৃজশীলতাকে মেলে ধরতে পেরেছে মুক্তমনে বাংলায় ব্লগিং এর মাধ্যমে।আর স্টিমিট প্ল্যাটফর্মের মাঝে বাংলায় ব্লগিং এর সুযোগ হয়েছে একমাত্র আমাদের সবার প্রিয় @rme দাদার মাধ্যমে।

ধন্যবাদ দাদা এবং পুরো এডমিন প্যানেলকে এবারও এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।এই চমৎকার প্রতিযোগিতার আয়োজনের জন্যই নতুন নতুন সব রেসিপি দেখতে পাওয়া যাবে আমার বাংলা ব্লগের সকল দক্ষ ব্লগার থেকে।

শীতকালে এবং বর্ষাকালে তেলে ভাজা পাকোড়া রেসিপি গুলোর একটু বেশিই কদর থাকে কি বলেন বন্ধুরা।পরিবারের সকলের সাথে চায়ের আড্ডায় একটু মুচমুচে পাকোড়া ছাড়া যেন আমাদের আড্ডাটা সম্পন্ন হয়না।কয়েকদিন যাবৎ ভাবছি কি ধরনের পাকোড়া তৈরি করবো।তো ভাবতে ভাবতে সময় ও শেষ হয়ে যাচ্ছে প্রায়।তাই আজকে সন্ধ্যার দিকে রেসিপিটি প্রস্তুত করে ফেললাম।যদিও প্রথমবার তৈরি করা আমার রেসিপিটি তারপরেও খেতে বেশ ভালোই হয়েছিল বলছিল বাসার অন্যরা।এবার চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার ক্রিসপি নুডলস পাকোড়া তৈরির প্রক্রিয়া।

❤️ক্রিসপি নুডলস পাকোড়া❤️

IMG20230809194331-removebg-preview (5).png

❤️ প্রয়োজনীয় উপকরণ ❤️

IMG20230809185207.jpg

উপকরণপরিমাণ
নুডলস২প্যাকেট
মরিচ১২টি
পেঁয়াজ৫টি
চালের গুড়া১কাপ
কাঁচা মরিচ১০টি
ডিম১টি
ধনিয়া এবং জিরা গুড়া১চা চামচ
লবণপরিমাণ মতো
হলুদপরিমাণ মতো
সোয়াবিন তেলপরিমাণ মতো

ধাপ-১

প্রথমে নুডলস সিদ্ধ করে নিব।এর জন্য প্যানে পরিমাণ মতো পানি দিব এবং নুডলস ছোট করে ভেঙে দিব।তারপর নুডলসের ভিতরে থাকা মসলার প্যাকেট দুটি দিয়ে দিব।

GridArt_20230809_200625499.jpg


ধাপ-২


এবার খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে নিব।তারপর নুডলস সিদ্ধ করে নিতে হবে।পানি একদম নুডলসের সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কারণ গরম অবস্থায় পাকোড়া তৈরি করলে হাত পুড়ে যেতে পারে এজন্য।

GridArt_20230809_200732923.jpg

ধাপ-৩


এবার পেঁয়াজ,মরিচ কুচির মধ্যে লবণ,হলুদ গুড়া
এবং একসাথে গুড়া করে রাখা জিরা ও ধনিয়া গুড়া,একটি ডিম,সিদ্ধ করা নুডলসের সাথে মেখে নিব।এখানে আমি সবগুলো উপকরণ কম ব্যবহার করেছি, নুডলসের মসলা দেওয়া হয়েছে তাই।

GridArt_20230809_200949764.jpg

ধাপ-৪


এবার চালের গুড়া অল্প অল্প করে দিয়ে উপকরণ গুলো একসাথে হাত দিয়ে মেখে নিয়েছি।

GridArt_20230809_201249358.jpg

ধাপ-৫


এবার চুলা অন করে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি।তারপর মিডিয়াম আঁচে পাকোড়া গুলো ভেজে নিয়েছি বড়ার শেপে করে।আমি একে একে এভাবে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি।।এবার আমার পাকোড়া রেসিপি প্রস্তুত।

GridArt_20230809_201426673.jpg

GridArt_20230809_201455871.jpg

ধাপ-৬


এবার একটি প্লেটে সাজিয়ে পরিবেশ করেছি।

IMG20230809194331-removebg-preview (4).png

IMG20230809194331-removebg-preview (3).png

IMG20230809194331-removebg-preview (2).png

IMG20230809194331-removebg-preview (1).png

IMG20230809194331-removebg-preview.png


ধন্যবাদ সবাইকে আমার রেসিপি ব্লগটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি আমার রেসিপি।আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
তারিখ১০ আগস্ট,২০২৩

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপু। একদম ঠিক বলেছেন আপু শীতকালে ও বর্ষাকালে পাকোড়া হলেন খুবই ভালো লাগে। নুডুলস পাকোড়া এর আগে আমিও তৈরি করেছি খেতে অনেক বেশি মজাদার হয়। আপনার নুডুলস এর পাকোড়া দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। নুডুলসের পাকোড়া তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ মাঝে মাঝে সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য।

 last year 

জি আপু খেতে ভালো ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার তৈরি করা পাকোড়া দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আমার কাছে। ক্রিসপি নুডুলস পাকোড়া রেসিপি তৈরি করেছেন আপনি। এই কন্টেস্টটা দেওয়ার কারণে আপনার কাছ থেকে এরকম মজাদার একটা রেসিপি শিখে নিতে পেরেছি। এখন কিন্তু সবাই অনেক ইউনিক এবং মজার মজার পাকোড়া তৈরি করছে। আর আপনার এই পাকোড়া তৈরি করার আইডিয়া কিন্তু খুবই ভালো ছিল।

 last year 

ধন্যবাদ আপু সবসময় উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 last year 

ক্রিসপি নুডলস পাকোড়া দেখেই খেতে ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

নুডলস পাকোড়া দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। এরকম মজার মজার খাবার গুলো খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই মজার রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এই রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

প্রথমে আপু আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার জন্য তাও এরকম ইউনিক পাকোড়া রেসিপি নিয়ে। আসলে বর্ষাকালে যদি গরম গরম পাকোড়া হয় তাহলে তো আর কোন কিছুরই দরকার হয় না। বর্ষার সময় যখন বাহিরে বৃষ্টি হয় তখন ঘরে বসে গরম গরম পাকোড়া খাওয়ার মুহূর্ত সবথেকে অন্যরকম হয়। আর আপনার তৈরি করা পাকোড়া অনেক মজাদার হয়েছে বুঝতে পারছি।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 last year 

অসাধারণ একটি মজাদার পাকোড়ার রেসিপি করলেন আপনি নুডুলস দিয়ে দেখে তো মনে হচ্ছে খেতে অনেক মজার হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক পাকোড়ার রেসিপি দেখার সুযোগ হলো। প্রতিযোগিতার আয়োজন করা হলে অনেক ভালো হয় সাথে মজাদার রেসিপি গুলো দেখার সুযোগ হয়। অনেক ধন্যবাদ খুব মজাদার রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আপু প্রথমে আপনাকে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আজকে আমাদের মাঝে ক্রিসপি নুডলস পকোড়া রেসিপি তৈরি করে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে আপনি রেসিপি তৈরি করতে অনেক সময় ব্যয় করেছিলেন। তবে আমার কাছে একদম ইউনিক একটি রেসিপি মনে হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাংলা আমাদের মায়ের ভাষা। আর এ ভাষায় ব্লগিং করতে পারায় যে মনে কত শত প্রশান্তি চলে আসে তা বলে বুঝানো বড়ই মুশকিল। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার অনেক ইচ্ছে থাকা শর্তেও সব কিছু মিলিয়ে হয়ে উঠে না। তবে আপনার করা আজকের ক্রেসপি নডুলস পাকোড়া কিন্তু দেখতে
অসাধারন লাগছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

খেতেও ভালো ছিল।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76343.25
ETH 3042.42
USDT 1.00
SBD 2.62