অবশেষে স্বস্তিতে অপ্রীতিকর অবস্থা থেকে||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

||আজ- ১৩ই,অগ্ৰাহয়ণ||১৪২৯বঙ্গাব্দ,হেমন্তকাল||


হ্যালো বন্ধুরা,

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি লেখা নিয়ে হাজির হয়েছি। আমার আজকের লেখার বিষয়টি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ঘিরেই।একটি অপ্রীতিকর অবস্থা কাটিয়ে উঠে অবশেষে কাজে মনোনিবেশ।

little-boy-gd72f47fdd_1920.jpg

সোর্স

আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী জানুয়ারি তে ।রুটিং পাবলিশড হলো ৩-৪ দিন আগে,একসপ্তাহ যাবৎ বেশ মনোযোগ এনেছি পড়াশুনায়।তাই বেশ ব্যস্ত সময় পার করছি।একসাথে ৩ টা ক্লাস অনলাইনে রেকর্ডিং ভিডিও রিভিশন দিচ্ছি প্রতিদিন,ডেইলি ৫-৬ বিষয় পড়তে হচ্ছে।তবে আমি আমার কাজে ঠিকই সময় দিচ্ছি,আমাদের কমিউনিটিতে দুপুর টাইমে।তাই সকাল আর রাতে একটু কম থাকি অনলাইনে। এজন্য মোবাইলের সমস্ত অ্যাপস এর নোটিফিকেশন অফ করে রেখেছি।আসলে মোবাইলের নোটিফিকেশন গুলোর জন্য ঠিকভাবে কোনো কাজই করতে পারিনা।নোটিফিকেশন আসলেই মোবাইল এ আসা।আর আসলেই বের হতে পারিনা।এক বছর খুব একটা পড়া হয়নি।তাই শেষ সময়েএকটু সিরিয়াস আরকি।


তো রাতে যেহেতু তেমন একটা অনলাইনে থাকছিনা।কিন্তু গতকালের আগের দিন টেলিগ্রাম কুইজে ছিলাম।কুইজ প্রোগ্রামে থাকলে অনেক বিষয় জানা যায়।তো এভাবেই বেশ ভালোয় চলছিল।গতকাল রাতে কোনো প্রোগ্রাম ছিল না,তাই আমি আর ডিসকোরডে যায়নি।যেহেতু দুপুরেই জেনারেল চ্যাট এ টাইম দিয়েছিলাম।রাত ১১ টা হবে, তখন হঠাৎ জেনারেল চ্যাটে যাই এবং শুভ রাত্রি দিয়ে চলে আসি।কিন্তু তখনই এই অপ্রীতিকর বিষয় নিয়ে আলোচনা চলছিল।কিন্তু আমি কোনো মেসেজ পড়িনি।যেহেতু রাতে এখন আর অনলাইনে তেমন একটা যাবনা ভেবেছিলাম,দুপুরেই শুধু থাকবো।তাই বেশি সময় না থেকেই চলে গিয়েছিলাম।

window-g937670b90_1920.png

সোর্স

অন্যদিকে আমার অ্যাপস এর নোটিফিকেশনও অফ করে রেখেছিলাম।তাই কোনো অ্যানাউন্সমেন্ট ও আমার কাছে আসেনি।তো যথারীতি প্রতিদিনের মতো সকালে শুভ সকাল দিতে ডিস্কোরডে গেলে জেনারেল চ্যাট চ্যানেল টা পাচ্ছিনা।পরে অ্যানাউন্সমেন্ট চ্যানেল চেক করে দেখি এবং জানতে পারি আমাদের প্রিয় কমিউনিটি আর থাকবেনা।তারপর টেলিগ্রাম এ যেয়ে বিস্তারিত জানতে পারলাম।তখন বেশ খারাপ লেগেছিল।একজনের জন্য পুরো কমিউনিটি শেষ হয়ে যাবে।মানতে পারছিলামনা।এটা হতে পারেনা।যদিও খুব বেশিদিন এখানে আসিনি তারপরেও বেশ মায়ায় পড়ে গিয়েছি।নতুন নতুন বিষয় শিখতে, জানতে পেরেছি এইকদিনে এখান থেকে।তবে চিন্তায় পড়লেও মনে হচ্ছিল,সব আগের মতোই থাকবে।যদিও আমি নেগেটিভ চিন্তার মানুষ তাও এটাই মনে হচ্ছিল।অবশেষে জেনারেল চ্যাট উন্মুক্ত করে দিলেন দাদা।আর আমিসহ আমাদের কমিউনিটির সবাই স্বস্তি পেলাম।অবশেষে সবাইকে একটা কথাই বলবো, কারও জন্য মন খারাপ করে না থেকে পূর্বের মতো নিজের কাজে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ হবে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি। আমার লেখাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোনো পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️❤️ আল্লাহ হাফেজ❤️❤️

Sort:  
 2 years ago 

আসলে হঠাৎ করেই অনেক কিছু হয়ে গেল। আমিও আপনার মত এখানে বেশি দিন আসিনি তবে জায়গাটার প্রতি একটু আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছে। যত দিন যাচ্ছে তত বেশি ভালোলাগা কাজ করছে এই কমিউনিটির উপরে। যাইহোক সর্বোপরি একটাই আশা, কমিউনিটিটা যেন কখনোই না ভাঙ্গে। ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া ।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আমিও সকালে ডিস্কোর্ডে গিয়ে দাদার এন্যাউন্সমেন্ট দেখে অবাক হয়ে যাই ।এক রাতে এমন কি হলো বুঝতে পারছিলাম না। পরে জেনারেল চ্যাটে গিয়ে কিছুটা আন্দাজ করতে পারলাম।। অবশেষে সব ঠিক হল এটাই ভাল খবর। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি গতকাল রাতে হ্যাংআউটে উপস্থিত ছিলাম। সম্পূর্ণ বিষয়টা জেনে খুব বেশি খারাপ লাগছিল। তার কিছুক্ষণ পরেই এনাউন্সমেন্টে দাদার মেসেজ দেখে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। আপনি খুব বেশি দিন কাজ না করেও আপনার এই কমিউনিটির প্রতি এত ভালোবাসা তাহলে একবার বোঝার চেষ্টা করেন আমরা যারা অনেক পুরাতন ইউজার তাদের কতটা ভালোবাসা রয়েছে কমিউনিটির প্রতি। পরে সবকিছু ঠিক হয়েছে দেখে অনেকটা স্বস্তি পেলাম। আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

জি আপু,একদম ঠিক বলেছেন।আপনি তো তাহলে পুরো বিষয় জানেন।আপনারা পুরাতন আরও বেশি খারাপ লাগাটাই স্বাভাবিক।তাও সবকিছু ঠিক হয়ে গেছে এটাই অনেক।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জী আপু তখন আমি একটি ডিজাইন নিয়ে ব্যস্ত ছিলাম। বুঝতে পারিনি ডিস্কর্ডে এমন ঘটনা নিয়ে আলোচনা চলছে। সকাল বেলা নোটিশ পড়ে একেবারে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। বড় ভাইয়াদের সাথে কথা বললাম। তারা বললো অপেক্ষা করো দেখা কি হয়। তারপর এগারোটার দিকে দাদার ম্যাসেজ পেয়ে শান্তি পেলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আমি সবটাই শুনি কিন্তু খুব ধাক্কা পাই মনে। খারাপ লাগে। দাদা যখন ডিসকোডে এসে বলে হ্যাং আউটে জয়েন হন সবাই। আমি দাদাকে বলে ছিলাম দাদা, ব্রাজিলকে হারাবো তাই হ্যাং আউট। 😔কিন্তু পরে সব শুনলাম।আমিও মনে করি,একতা হয়ে থাকলে কেউ এসে কিছু করতে পারবে না।সবাই আগের মত কাজে মনোনিবেশ করাই উত্তম।অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 95463.81
ETH 3628.72
USDT 1.00
SBD 3.79