ডাই প্রজেক্ট||রঙিন বাদুড়||

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ-২২ই,বৈশাখ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||


❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ আছি।প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আজকে আমি রঙিন বাদুড়ের অরিগামি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।আর পোস্টে ভিন্নতা আনতে এবং নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য এসকল ডাই প্রজেক্টের জুড়ি নেই।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্টটি।আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে রঙিন বাদুড় তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

রঙিন বাদুড়

IMG20230505220957.jpg

উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • কেচি
  • রং এবং তুলি

ধাপ-১

প্রথমে রঙিন কাগজটি চতুর্ভুজ আকারের করে কেটে নিয়েছি।এজন্য ভাজ করে নিয়েছি নিচের ছবির মতো করে।তারপর কাগজ কেটে নিয়েছি কেচির সাহায্যে এবং ছবির মত করে ত্রিভুজাকৃতির ভাজ দিয়ে নিয়েছি।

IMG20230415112442.jpg

IMG20230415112558.jpg

IMG20230415112810.jpg

IMG20230415112935.jpg

IMG20230415113016.jpg

ধাপ-২

এবার উপরের দিক থেকে তিনটি ভাজ করে নিয়েছি ক্রমান্বয়ে ছবির মতো করে।

IMG20230415113107.jpg

IMG20230415113214.jpg

IMG20230415113242.jpg

ধাপ-৩

এবার ছবির মতো ভাজ দিয়ে নিয়েছি,দেখতে অনেকটা নৌকার মতো লাগছে।তারপর উপরের অংশ নিচের দিকে টেনে ভাজ করে নিয়ে আবার উপরের ভাজ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

IMG20230415113331.jpg

IMG20230415113348.jpg

IMG20230415113532.jpg

IMG20230415113700.jpg

ধাপ-৪

এবার ছবির মতো স্টেপ বাই স্টেপ ভাজ করে নিয়েছি।এখন দেখা যাচ্ছে বাদুড়ের মুখের অংশ প্রস্তুত।

IMG20230415114237.jpg

IMG20230415114617.jpg

IMG20230505210813.jpg

IMG20230505210820.jpg

IMG20230505214345.jpg

ধাপ-৫

এবার ছবির মতো ভাজ করে নিয়েছি এবং ডান এবং বাম পাশের অংশে কয়েকটি ভাজ দিয়ে নিয়েছি।আমার রঙিন বাদুড় তৈরি প্রস্তুত।

IMG20230505214557.jpg

IMG20230505214623.jpg

IMG20230505214647.jpg

IMG20230505215911.jpg

IMG20230505220157.jpg

IMG20230505220200.jpg

IMG20230505220955.jpg

ধাপ-৬

এবারে শেষে শুধু রং এবং তুলির সাহয্যে চোখ এঁকে নিয়েছি।

IMG20230505220958.jpg

IMG20230505220959.jpg

IMG20230505220957.jpg

IMG20230505220958.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু পোস্টের সৃজনশীলতা আনার জন্য নিত্য নৈমিত্তিক সুন্দর বৃদ্ধির জন্য ভিন্ন ধরনের পোস্টের কোন বিকল্প নেই। অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বাদুড়ের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ সব সময় সৃজনশীলতার জন্য সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিস দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।আপনার রঙিন কাগজের তৈরি বাদুড়টি বেশ চমৎকার হয়েছে । তবে কাগজের কালার টি আরো একটু ডিপ হলে দেখতে বেশি আকর্ষণীয় লাগতো । প্রতিটি ধাপ বেশ ভালো ছিল । ধন্যবাদ ।

 2 years ago 

বেগুনি কালার ডিপ টা আপু পেয়েছিলাম না খুঁজে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোষ্টের ভিন্নতা আনতে হলে আমাদেরকে অবশ্যই একেক দিন একেক রকমের পোস্ট করতে হয়। তার ভিতরে ডাই তো থাকতেই হবে কাগজ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি রঙীন বাদুড় তৈরি করেছেন। এ ধরনের বাদুড় গুলো দেখতে ভালোই লাগে। আপনারটিও অনেক সুন্দর লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে বাঁদুরের অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে আপনার কাগজ ভাঁজ করার কৌশলটা অসাধারণ ছিল।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তবে বাদুড় তৈরি করার আইডিয়া কখনো মাথায় আসেনি। আজকে আপনার কাছে নতুন একটি আইডিয়া শিখলাম আপু। দেখতে কিন্তু বাদুরের মতই লাগছে। অনেক অভিজ্ঞতা নিয়ে এই সুন্দর কাজটি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার তৈরি করা বাদুড়টি দেখতে খুবই কিউট লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। যা দেখে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে বাদুর তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম ডাই পোস্ট সত্যিই অসাধারণ। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি বাঁদুর তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে সত্যিই দারুন লাগে। আর আপনি তো খুবই দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে বাদুর তৈরি সম্পন্ন করেছেন। আপনি কিভাবে রঙিন কাগজ দিয়ে বাঁদুর তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আমাদের এই কমিউনিটিতে কাগজ দিয়ে অনেক ডাই পোস্ট দেখেছি আপু। তবে বাদুর তৈরি টা আজকেই প্রথম দেখলাম। রীতিমতো অবাক হয়ে গেলাম। কি বানানো যায় না এই কাগজ দিয়ে এটাই ভাবছি 😊। অসম্ভব সুন্দর ছিল আপনার উপস্থাপনাটা আপু। টেকনিকগুলো বেশ সহজ লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.041
BTC 97849.08
ETH 3600.89
SBD 2.47