নাটক রিভিউ - তুমি আছো হৃদয়ে||

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম।বেশ কয়েকমাস পর আজকে আপনাদের সাথে নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি।কয়েকদিন আগে নাটকটি দেখেছিলাম ভালো লেগেছিল নাটকটি।তাই ভাবলাম রিভিউ পোস্টটি শেয়ার করে নিই।চলুন বন্ধুরা শুরু করা যাক আমার নাটকের রিভিউ পোস্ট।

IMG_20240321_115808.jpg


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামতুমি আছো হৃদয়ে
পরিচালনাহাসিব হোসেন রাখি
প্রযোজকজুলকার নাইন ভুঁইয়া
নির্বাহী পরিচলকআকাশ সরকার
অভিনয়েতৌসিফ মাহবুব,তাসনিয়া ফারিন ,ইসরাক পায়েল,শাহবাজ সানি,আরো অনেকে
চিত্রগ্রহণবিকাশ সাহা
সহকারি এডশহীদ হাসান ইমন
মুক্তির তারিখ২২-০২-২০২৪
দৈর্ঘ্য১ঘণ্টা ৪ মিনিট ২১ সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-03-21-12-00-08-75.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

প্রথম ছবিতে দেখা যাচ্ছে দুইজন গল্প করছে।মেয়েটির নাম নূপুর।ভর্তি পরীক্ষা দিতে ঢাকা যাচ্ছে।কিন্তু নূপুর খুবই চিন্তিত তার বয়ফ্রেন্ড তার ফোন ধরছে না আজ তার জন্মদিন।প্রতিবার জন্মদিনে সারপ্রাইজ দেন নুপুরকে তিনি আর সব সারপ্রাইজ নূপুর আন্দাজ করতে পারে এবারের সারপ্রাইজ আন্দাজ করতে পারছে না।ভদ্র মহিলাকে নূপুর তাদের প্রেমের গল্প শোনাতে থাকে।

IMG_20240321_120709.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

প্রথমে ইমরান এই শহরে এসে মেস টি তে ওঠেন ।মেসে একজন লোক থাকেন তিনি বড্ড জ্বালাতন করেন ।অফিস যাওয়ার প্রথম দিন নুপুরকে দেখতে পেয়ে ভালো লাগে ।এখানে নূপুর তার মাকে আইস্ক্রিম কিনে দিতে বায়না করছিল। কিন্তু ঠান্ডার সমস্যার জন্য আইস্ক্রিম দিতে চাচ্ছিল না নূপুরের মা।অবশেষে আইস্ক্রিম দিতেই হলো নুপুরকে তার মায়ের কেননা রাস্তায় বসে পড়েছিল নূপুর।

IMG_20240321_121222.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নুপুরকে তার কলেজের এক বন্ধু তাকে ভালোবাসার কথা বলে। পরে নুপুর বলে এভাবে বললে কোনো মেয়ে রাজি হয় ভালো করে প্রপোজ করবি নায়ক দের মত।এটা একটা প্ল্যান ছিল নূপুরের ঐভাবে প্রপোজ করল যাতে ছেলেটির মা কে ডেকে নিয়ে জুতার বাড়ি খাওয়াতে পারে।তাদের প্ল্যান অবশেষে সফল হয়। পরে নূপুর আর তার বান্ধবী অনেক খুশি হয় ঘটনাটির জন্য।

Screenshot_2024-03-21-12-17-24-25.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

মেসের বড় ভাই মদ আর চিকেন ফ্রাই নিয়ে এসে খেতে বলছে।কিন্তু ইমরান ভালো ছেলে মদ খেতে না জানায়।

IMG_20240321_122024.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

ইমরান নুপুরকে প্রপোজ করে প্রথম দিনে একটি গিফট বক্স দেয় কিন্তু সেখানে শুধু ফুল ছিল আর চিঠি ফাঁকা কোনো লেখায় তাতে ছিল না।নূপুর ভেবে দেখে কলেজের দারওয়ান মামা তাকে প্রপোজ করেছেন তাই মামাকে হুমকি দিতে যায় পরের দিন।দারোয়ান মামা নুপুরকে দ্বিতীয় গিফট বক্স টি দেন এবং নূপুর সেটা নিয়ে এসে চিঠিটি পড়ে।সেখানে তাদের দেখা করার জন্য একটা জায়গার কথা বলে ইমরান।অনেক ভেবে চিন্তে নূপুর দেখা করতে যায়।

Screenshot_2024-03-21-12-23-59-54.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নূপুর দেখা করতে গিয়ে ভয় পেয়ে দৌড় দেয় সেখান থেকে।কিন্তু তারপর নূপুর চিন্তায় পড়ে যায়।বাড়িতে বাবা মায়ের কাছে বকা খায়,কলেজে স্যারদের কাছে পড়াশুনায় মনোযোগ নেই,অস্থির লাগে ইমরানের কথা মাথায় মধ্যে ঘুরতে থাকে। পরে ইমরান নুপুরকে বলে সে প্রেমে পড়ে গেছে এজন্য এই অবস্থা।তারপর তাদের প্রেম শুরু হয়।

IMG_20240321_122717.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

বেশ কয়েক বছর তাদের প্রেম বেশ ভালো চলে।তারপর নূপুরের ইন্টার পরীক্ষার রেজাল্ট হয় এ প্লাস পায় নূপুর।তারপর নূপুর বাড়িতে ইমরানের কথা জানায়।কিন্ত ইমরান এতিম খানায় বড় হয়েছে তার পিতৃ পরিচয় নেই এজন্য তার বাবা মন থেকে মেনে নিতে পারেনা তাই ইমরানেরর স্কুলের ম্যাডাম স্যারকে এডমিশান টেস্ট এর কথা বলে বিয়ের ডেট পিছিয়ে দেয়।

IMG_20240321_122934.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

এই গল্প বলতে বলতে নূপুরের বাস একটি রেস্টুরেন্ট এ ২০ মিনিটের জন্য দাড়ায় নুপুরকে সারপ্রাইজ দিতে তার বয়ফ্রেন্ড সেখানে বার্থডে সেলিব্রেট করার আয়োজন করেন।ভদ্র মহিলা তাদের বিয়ের দাওয়াত না পেলে কষ্ট পাবে জানায়।তারপর টাইম শেষ হয়ে যায় নূপুর বাসে করে গন্তব্যে পৌঁছায়।

IMG_20240321_123610.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

কিন্তু ইমরানের ফোন আবার সুইচ অফ তাকে আর ফোন এ পাওয়া যায়না।ইমরানের মেসে গিয়ে খোঁজ করলেও কোনো খবর পাওয়া যায়না সেখানে।ইমরান আর নূপুরের সাথে কোনো যোগাযোগ করেনা তারপর নূপুরের অন্যত্র বিয়ে হয়ে যায় ।তারপর একদিন নূপুরের বান্ধবী ফোন করে স্কুলের এক প্রোগ্রামে যেতে বলে সেখানে নূপুর প্রথমে যেতে অস্বীকার করে কিন্তু একপর্যায়ে যায়।আর সেখানে গিয়ে এক সত্যের সম্মুখীন হয়।

IMG_20240321_123806.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নূপুর এক পাগলকে তার নাম লিখতে দেখে সেখানে দাড়ায় এবং গিয়ে দেখে তার ইমরান।তারপরে সে বুঝতে পারে তার ভালোবাসা সেদিন তাকে ঠকায় নি।নূপুরের মা সব সত্যি কথা বলে তার বাবা ইমরানকে লোক দিয়ে পিটিয়ে পাগল হওয়ার মেডিসিন দেন।তখন নূপুর অনেক কান্নাকাটি করে এবং এখানেই নাটক শেষ হয়।


ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভালো লেগেছে।এখানে দুজন মানুষের পবিত্র ভালোবাসা শেষ করে দিয়েছে মেয়েটির বাবা মা।শুধুমাত্র ছেলেটির পিতৃ পরিচয় ছিলনা এজন্য। মেয়েকে সুখী দেখতে একজন বাবা খুব অন্যায় করে ফেলেছে কিন্তু একপর্যায় গিয়ে সব সত্যি জেনে তার মেয়ে আর সুখী থাকতে পারেনা। যেকোন বাবা মায়ের কাছেই এটা একটা দুঃখের কারণ তার মেয়ে পিতৃ পরিচয়হীন এক ছেলে কে ভালোবাসে।কিন্তু ছেলেটিকে মেরে পাগল বানিয়ে দেওয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৯/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক



ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-21th March,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 months ago 

তুমি আছো হৃদয়ে নাটকটি আমার কাছে খুবই ভালো লাগেছে আপু। নাটক টি আমি অনেকবার। নায়ক যখন প্রথম নায়িকাকে লুকিয়ে গিফট দিয়েছিল না তখন খুব ভালো লেগেছিল। নাটকটি মূলত একটি গল্প নায়িকা যেটা রাস্তায় বলতে বলতে অর্ধেকের বেশি শেষ হয়ে যায় নাটকটি। শেষে নায়ক যখন পাগল হয়ে যায় এই দৃশ্যটি একটু খারাপ লেগেছিল। যাইহোক আপনার শেয়ার করার নাটকটি অনেক ভালো লাগলো ধন্যবাদ।

নাটকের গল্প ভালো ছিল,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এই নাটকটি আমিও দেখেছিলাম এবং রিভিউ শেয়ার করেছিলাম। নাটকটি দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিলো। পাশাপাশি নূপূরের বাবা মায়ের উপর রাগও হচ্ছিলো ভীষণ। আপনি খুব সুন্দর করে পুরো নাটকটির রিভিউ শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ও আচ্ছা,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এই নাটকটি আমিও কিছুদিন আগে দেখেছিলাম। শেষের অংশটায় গিয়ে সত্যি অনেক খারাপ লেগেছে। ছেলেটার এই নির্মম পরিণতি দেখে সত্যিই অনেক খারাপ লেগেছে। আপু আপনি অনেক সুন্দর করে নাটক রিভিউ তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

শেষের অংশ টা আসলেই খারাপ লাগার মতো ছিল,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আজকে আপনি অনেক সুন্দর করে একটা নাটকের রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তুমি আছো হৃদয়ে নাটকটার রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। শুধুমাত্র মেয়েদের সুখের জন্য তার বাবা-মা ছেলে মেয়ে দুজনের জীবনটাই নষ্ট করে ফেলেছে। তাদের ভালোবাসাটাই ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ছেলেটা তো পাগল হয়ে গিয়েছে ঠিক আর মেয়েটাও অনেক বেশি কষ্ট পেয়েছে। এই নাটকটার কাহিনী অনেক ভালো লেগেছে। সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করব আমি।

জি ভাইয়া দেখবেন ভালোই লাগবে,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

তুমি আছো হৃদয়ে নাটকটি প্রথমের দিক ভীষণ ভালো লাগে। তবে শেষের দিকে গিয়ে খুব খারাপ লাগে। এধরনের নাটক গুলো থেকে আমাদের সমাজের শিক্ষা নেওয়া উচিত। একটি ভুল সিদ্ধান্তের কারনে অনেক বড় ক্ষতি হতে পারে। আপনার রিভিউ দেখে অনেক ভালো লাগলো। নাটকটি আমি বেশ কিছু দিন আগে দেখেছিলাম।

জি প্রথম দিকে ভাবতেই পারিনি শেষে এরকম কিছু হতে পারে,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

নাটক দেখতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি ৷ নাটকের রিভিউও আমার অনেক ভালো লাগে৷ যখনই আমাদের এই কমিউনিটির সকলে খুব সুন্দর সুন্দর নাটক এর রিভিউ শেয়ার করেন ত আমি দেখার চেষ্টা করি৷ আজকে আপনি সেরকম একটি সুন্দর নাটক শেয়ার করেছেন৷ খুব সুন্দর ভাবে এই নাটকটি আপনি এখানে ফুটিয়ে তুলেছেন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে৷ অসংখ্য ধন্যবাদ৷

আমারও এই নাটকটি ভালো লেগেছে,ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61562.85
ETH 2891.34
USDT 1.00
SBD 3.43