বাল্বের পেন্সিল আর্ট||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?কেমন আছেন সবাই?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।বেশ অনেকদিন পর আপনাদের মাঝে পেন্সিল আর্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আশা করছি আমার আজকের বাল্বের পেন্সিল আর্টটি আপনাদের ভালো লাগবে।আমি খুব সহজেই আর্টটি করেছি। এ ধরনের পেন্সিল আর্ট দেখতে বেশ ভালো লাগে।নিম্নে আমি আপনাদের মাঝে আর্ট এর সমস্ত ধাপ তুলে ধরার চেষ্টা করেছি।
বাল্বের পেন্সিল আর্ট
উপকরণসমূহ-
- অফসেট কাগজ
- পেন্সিল
- রবার
- কম্পাস
- সাদা রং
আমি খুব সহজেই অর্টটি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।
ধাপ-১
প্রথমে আমি উপরের দিকে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং নিচের দিকে বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-২
এবার বাল্বের উপরের অংশ এবং নিচের বাল্বের আকৃতি এঁকে নিয়েছি পেন্সিলের সাহায্যে।
ধাপ-৩
এবার বল্বের উপরের ডিজাইন এবং ভিতরের প্রজাপতি ডিজাইন এঁকে নিয়েছি।তারপর পেন্সিলের সাহায্যে ঘষে নিয়েছি বাল্বের ভিতরের অংশে।
ধাপ-৪
ফুলের নকশাটি কেমন হলো দেখার জন্য একটি একটি করে ভাজ খুলে নিব।ভাজ খুললেই আমার কাঙ্খিত ফুলের নকশা প্রস্তুত হয়ে যাবে।
ধাপ-৫
এবার টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ভিতরের অংশ।বাল্বের ভিতরের বাকি ডিজাইন করে নিয়েছি এবং রঙের সাহায্যে ফোঁটা দিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার আমার আর্ট শেষ করেছি নিজের সাইনের মাধ্যমে।
বিভাগ | আর্ট |
---|---|
ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | নিজ বাসভবন,সুলতানপুর,রাজবাড়ি। |
VOTE @bangla.witness as witness
OR
বাহ খুব দুর্দান্ত আর্ট করছে আপনি। আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো । আসলে এ ধরনের আর্ট দেখতে খুবই ভালো লাগে। আপনার আর্ট করার প্রক্রিয়া সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। বাল্বের পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।
আপু আপনি আজ একটি বাল্বের মধ্যে পেন্সিলের আর্ট শেয়ার করলেন। খুব সুন্দর হয়েছে আপু। আপনি খুব সুন্দরভাবে ধাপগুলো তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।
বাল্বের খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
প্রতিনিয়ত সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
বাহ দেখতে তো অনেক ভালো লাগলো খুব সিম্পল করে আপনি বাল্বের ভিতরে পেন্সিল আর্ট করেছেন দেখতে অসাধারণ দেখাচ্ছে। এই ধরনের সাদামাটা পেন্সিল আর্ট গুলো দেখতে অসাধারণ ভালো লাগে। অনেক দিন পরে আবারো খুব সুন্দর একটি আর্ট শেয়ার করলেন আপনি আমাদের সাথে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখেছি ভালো লাগলো।
ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্যের জন্য।
বাহ আপু আপনি দারুন ভাবে বাল্বের পেন্সিল আট করেছেন। আপনার তৈরি আর্ট দেখে বেশ ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে সত্যিকারের কারেন্টের বাল্ব। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে এটি তৈরি করেছেন। খুব সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।
খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন। এরকম চিত্র দেখতে অনেক বেশি ভালো লাগে। বাল্বের ভিতরে এই সুন্দর চিত্র অংকনটি দেখে আমার খুবই ভালো লাগলো। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ।
ধন্যবাদ ভাইয়া।
আপনি খুব চমৎকারভাবে বাল্বের পেন্সিল আর্ট করেছেন। আপনি পেন্সিল দিয়ে খুব চমৎকার করে বাল্বের আর্ট করেছেন। তবে বাল্বের মধ্যে ছোট ছোট প্রজাপতিগুলো আর্ট করার কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপনি পেন্সিল দিয়ে বাল্বের আর্ট করেছেন। আপনার বাল্বের পেন্সিল আর্ট দেখে অনেক ভালো লাগলো। তবে বিশেষ করে বাল্বের মধ্যে ছোট ছোট প্রজাপতিগুলো আর্ট করার কারণে দেখতেও খুব অসাধারণ লাগতেছে। সত্যি আপনার প্রশংসা করতে হয়। বাল্বের পেন্সিল আর্ট অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্যের জন্য।