ডাই প্রজেক্ট||রঙিন কাগজ দিয়ে তৈরি ঘুড়ি অরিগামি||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ আছি।তবে আজকে আবহাওয়া বেশ উত্তপ্ত।প্রচন্ড খরা,সাথে লোডশেডিং সব মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিবেশ বলা যায় আমাদের এদিকে। বর্ষাকালে প্রকৃতির এমন অবস্থা হলে জীবনধারণ বিপর্যয় হয়ে পড়ে সাধারণ জনগণের জন্য।বাসার বাইরে যারা কাজ করেন তাদের বেশি কষ্ট হয়ে যায় এরকম অবস্থায়।যাইহোক এরকম অবস্থা দ্রুত হঠাৎ করে কেটে যাক এমনটাই প্রত্যাশা আমাদের।প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।আমার আজকের পোস্টের বিষয় রঙিন কাগজের তৈরি ঘুড়ি অরিগামি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।এছাড়াও পোস্টে ভিন্নতা আনতে এসকল অরিগামি প্রজেক্টের জুড়ি নেই।তাই আমার আজকের প্রচেষ্টা।আশা করছি ভালো লাগবে আপনাদের পোস্টটি।আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে ঘুড়ি অরিগামিটি তৈরি করেছি, নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

❤️ ঘুড়ি❤️

GridArt_20230829_134359455.jpg


উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • মার্কার পেন

ধাপ-১

প্রথমে একটি রঙিন কাগজ চতুর্ভুজ আকৃতি করে কেটে নিয়েছি।তারপর মাঝ বরাবর দুই দিক থেকে দুইবার ভাজ করে নিয়েছি।

IMG20230829130623.jpg

IMG20230829130717.jpg

IMG20230829130745.jpg

ধাপ-২

ভাজ খুললে ছবির মতো দেখতে হবে।

IMG20230829130806.jpg

IMG20230829131106.jpg

IMG20230829131042.jpg

ধাপ-৩

এবার ঘুড়ির উপরের অংশের ভাজ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

IMG20230829131226.jpg

IMG20230829131325.jpg

ধাপ-৪

এবার ঘুড়ির নিচের অংশের ভাজটি দিয়ে নিয়েছি ছবির মতো।

IMG20230829131513.jpg

IMG20230829131720.jpg

ধাপ-৫

আমার ঘুড়ি অরিগামিটি প্রস্তুত হয়ে গেল এভাবেই।তারপর মার্কার পেন দিয়ে নিজের মতো ডিজাইন করে নিয়েছি।

IMG20230829131811.jpg

IMG20230829131817.jpg

IMG20230829134102.jpg

IMG20230829134104.jpg

IMG20230829134106.jpg

IMG20230829134107.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি ঘুড়ি অরিগামি। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া ।

 last year 

কয়েকদিন বৃষ্টির পর হঠাৎই এমন প্রচন্ড গরম আসলে অসহ্যকর আপু। গরমে অসুস্থ হয়ে পড়েছি আমি।যাই হোক আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ঘুড়িটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বৃষ্টি সাথে রোদ মোটামোটি জনগণের অবস্থা দূর্ভোগের মধ্যে দিয়েই যাচ্ছে! তবে বর্ষার সময়ও শেষ! এখন প্রকৃতির রূপটাও পরিবর্তন হবে! যাক, আপনার ঘুড়ির অরিগ্যমিটি সুন্দর হয়েছে আপু। ছোটবেলায় পলিথিন দিয়ে ঘুড়ি বানিয়ে উড়াতাম! কাগজের ঘুড়ি দেখতেও সুন্দর! ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঠিক বলেছেন আপু গ্রামের চারপাশে এবারে প্রচুর বৃষ্টি হয়েছে। তার কারণে মানুষ ঘর থেকে ঠিকভাবে দেরি হতে পারতেছে না। প্রথমদিকে বৃষ্টি না দিয়ে গরমে মানুষকে কষ্ট দিয়েছে। আর এখন বৃষ্টিও কষ্ট দিচ্ছে। যাইহোক আশা করব এই সবকিছুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আপনিও অসাধারণ ঘড়ি তৈরি করেছেন দেখে ভালো লাগে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু।ঠিক বলেছেন একদম।

 last year 

কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং দেখতে ভালই লাগে।আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ঘুড়ি তৈরি করেছেন।যা দেখতে খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে কাগজ ব্যবহার করে ঘুরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ঘুড়ি তৈরি করেছেন। ঘুড়িটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। এত সুন্দর একটি ঘুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

এত বেশি রোদ আর এত বেশি গরমে সত্যিই বাইরে যেয়ে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। বেশ কদিন বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডায় ছিল কিন্তু এখন আবার ভীষণ গরম পড়ছে আর লোডশেডিং হচ্ছে। সব মিলিয়ে খুবই বিরক্তিকর পরিবেশ বর্তমানে। তবে যাই হোক,রঙিন কাগজ দিয়ে ঘুড়ির অরিগামি তৈরি খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে ঘুড়িটার সাথে সুতো বেঁধে দিলে আকাশে উড়ে যাবে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

জি,ধন্যবাদ ভাইয়া আপনাকে মূল্যবান মতামতের জন্য।

 last year 

আসলে কয়েকদিন বেশ ভালই বৃষ্টি ছিল ।আবার হঠাৎ করে প্রচন্ড গরম শুরু হয়ে গেল যার কারণে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেল ।যাইহোক আপনার আজকের রঙিন কাগজের ঘুড়িটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

অনেক সুন্দরভাবে আপনি আমাদের মাঝে ঘুড়ি তৈরী করে দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লেগেছে আপনার এই অসাধারণ একটি ঘুড়ি তৈরি করা দেখে। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে যেন বেশি ভালো লাগে।

 last year 

ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46