অবচেতন মন||

in আমার বাংলা ব্লগ2 years ago

||আজ-৪ ঠা মাঘ||১৪২৯বঙ্গাব্দ,শীতকাল||


আসসালামুআলাইকুম/আদব। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে আরও একটি লেখা নিয়ে উপস্থিত হলাম। আশা করছি আমার আজকের লেখাটি আপনাদের ভালোই লাগবে।

perception-3110813_1920.jpg

সোর্স

মানবদেহে দুই ধরনের মন রয়েছে।একটা চেতন মন একটা অবচেতন মন।চেতন মন ভালো মন্দের পার্থক্য টা করতে পারে।কিন্তু অবচেতন মন শুধু অভ্যাস টাই মনে রাখে। আচ্ছা বন্ধুরা আপনাদের অবচেতন মন আপনাদের নিয়ন্ত্রণে আছে কি?কি অদ্ভুত একটি প্রশ্ন করেছি আমি তাইনা। কেমন অদ্ভুত প্রশ্ন এটা?হ্যা বন্ধুরা প্রশ্নটি অদ্ভুত মনে হলেও,পুরোটা উড়িয়ে দেওয়া যায়না।আমরা বেশিরভাগ মানুষই আমাদের নিজের অবচেতন মনের কাছে পরাজিত।এই ব্যাপারটা নিয়ে আমি অনেকদিন যাবৎ লক্ষ্য করছি।যে আমিও আমার অবচেতন মনের কাছে পরাজিত।তো চলুন একটি উদাহরণ দিই,আমরা যখন কোনো কিছুতে প্রচুর ব্যর্থ হই,আমাদের প্রচুর হতাশা কাজ করে।তখন আমাদের চেতন মন বলে ঘুরে দাড়াতে হবে এখানেই সব শেষ হয়ে যেতে পারেনা।কিন্তু আমাদের অবচেতন মন পুরোনো অভ্যাসটাই ফলো করে যায়।যার ফলে ব্যর্থ মানুষটি আর ঘুরে দাড়াতে পারেন না।

psychology-2706899_1920.jpg

সোর্স

অবচেতন মন সর্বদাই তার অতীতে এবং কল্পনাতেই আটকে থাকতে পছন্দ করে।এই অবচেতন মন চেতন মনের থেকে কয়েক গুণ শক্তিশালী।যখন আমাদের চেতন মন জাগ্রত হয় তখনই আমরা বর্তমানের অভ্যাসগুলো পরিবর্তনের চেষ্টা করি।চেতন মন সর্বদাই ভালো মন্দের পার্থক্য টা বুঝতে পারে যেসকল ব্যাক্তিরা তাদের ব্যক্তিজীবনে যত বেশি সফল,তারা তাদের অবচেতন মনকে ততটাই পরাজিত করতে পেরেছে বলে ধারনা করা হয়।অবচেতন মন যার যত বেশি প্রখর সে ততো বেশি একা।চেতন মন স্মৃতি ভুলে থাকার ক্ষমতা রেখে সামনের দিকে অগ্রসর হতে পারে।যখন আমরা আলাদা কোনো পরিবেশে বা সমাজে যায় তখন সেখানকার কোনো বিষয় যদি আমাদের পুরনো দুঃখ হতাশাকে মনে করিয়ে দেয়,ঠিক তখনই আমাদের অবচেতন মন জাগ্রত হয়ে পড়ে এবং দুঃখ কষ্টের পুনরাবৃত্তি ঘটায়।স্বাভাবিক ভাবে চেতন মন তার বর্তমানেই থাকতে ভালবাসে।এই অবচেতন মন নিয়ে আরও লেখা নিয়ে পরবর্তীতে উপস্থিত হবো বন্ধুরা।আজকের মতো এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য।আমার লেখাটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোন লেখা নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

আমার কাছে মনে হয় আমাদের ভেতরে দুটি সত্তা আছে। কখনো কখনো নিজের নিয়ন্ত্রণ নিজের কাছেই থাকে না। আসলে ভিতরের মন আর বাহিরের মন সম্পূর্ণ আলাদা। অবচেতন মন কখন যে নিয়ন্ত্রণ হারিয়ে যায় বুঝতেই পারি না। ভিন্ন ধরনের একটি লেখা পড়ে ভালো লাগলো আপু।

 2 years ago 

আমার লেখাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকেও আপু।

 2 years ago 

আপনি কিন্তু আজকের এই পোস্ট খুবই ভালো একটি টপিক নিয়ে করেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে। আসলে আমার কাছে এরকম পোস্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। যেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে এবং বুঝতে পারি তার সাথে শিখতেও পারি। আসলেই অবচেতন মন আমাদেরকে সেই অতীতে এবং কল্পনাতেই আটকে রাখতে চায়। অনেক কিছুই বুঝলাম আপনার আজকের এ পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি এই অবচেতন মন এর কারণে আমরা অনেক লক্ষ থেকে পিছিয়ে আসি। আমরা আর ঘুরে তাকাতে চাই না এই অবচেতন মন এর কারণে। আপনি ঠিকই বলেছেন চেতন মন আমাদেরকে সব সময় ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেয়। পোস্ট এর টপিক কিন্তু খুবই ভালো ছিল। এরকম বিষয়গুলো বুঝলে আমাদের জন্যই অনেক ভালো। আমরা যদি চেতন মনের সাহায্যে ভালো মন্দের পার্থক্য বুঝি তাহলে আমাদের জন্য তা ভালো। পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। আপনার কথা একেবারে বাস্তব আমাদের মাঝে দুই ধরনের মন বিরাজ করে। আমরা যখন অবচেতন মনে থাকি তখন আমাদের মাঝে হিতাহিত জ্ঞান থাকে না। আমরা তখন ভালো-মন্দ বিচার করার ক্ষমতা রাখি না। চেতন মনের মাঝে আমরা আমাদের মনুষত্ববোধ ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা খুঁজে পাই। এত চমৎকার বিষয় আলোকপাত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

আজকের পোস্টের টপিক খুব ভাল লাগলো। চেতন ও অবচেতন মন।আমাদের চেতন মন আমাদেরকে ভাল কাজ করায় আর অবচেতন মন পুরনো কিছুর মাঝে আটকে রাখে।আপনার পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে পারলাম। খুব ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আপু আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63277.26
ETH 2570.12
USDT 1.00
SBD 2.82