এক কাটিং এ সহজেই স্টার তৈরি
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকেও আপনাদের মাঝে ডাই পোস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা।
আজকে আপনাদের মাঝে এক কাটিং এ কিভাবে স্টার তৈরি সম্ভব সেটি শেয়ার করব।যেকোনো অরিগামি পেপার কাটিং রঙিন কাগজ দিয়ে তৈরি করলে দেখতে ভালো লাগে।আর খুব একটা সময়ের প্রয়োজন পড়েনা এধরনের ডাই তৈরি করতে।আজকে সারাদিন অনেকটা চিন্তা হচ্ছিল একটা বিষয়ের জন্য আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চিন্তার অবসান হবে।আর এই মুহূর্তে কোনো ধরনের রাইটিং পোস্ট মাথায় আসছেনা যে আপনাদের সাথে শেয়ার করব।তাই ডাই পোস্টটি আজকে শেয়ার করা। অস্থিরতার মাঝে কোনো আইডিয়াই যেন মাথায় আসেনা।তাই ভাবলাম আগে আগেই শেয়ার করি যেটা সহজেই সম্ভব হয় এখন আমাকে দিয়ে।তো চলুন বন্ধুরা দেখে নিই আমার স্টার তৈরির প্রক্রিয়া।
উপকরণসমূহ-
- রঙিন কাগজ
- কেচি
ধাপ-১
প্রথমে রঙিন কাগজ ছবির মত করে দুইটি ভাঁজ দিয়ে নিব।
ধাপ-২
এবার উপরের অংশ ছবির মত করে টেনে নিয়ে আসব কোনাকুনি।তারপর একইদিক থেকে ভাঁজ দিয়ে নিব।
ধাপ-৩
এবার ছবির মত ভাঁজ দিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার উপরের অংশ কেটে নিয়েছি কোনাকুনি ভাবে।
ধাপ-৫
এবার ভাঁজ খুললে কাঙ্খিত স্টার পেয়েছি।
ধাপ-৬
একইভাবে আমি অন্য রঙের কাগজ ব্যবহার করে আরও একটি স্টার তৈরি করেছি।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | সুলতানপুর,রাজবাড়ি |
ইংরেজি তারিখ | ০৬/১০/২০২৪ |
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর করে স্টার তৈরি করেছেন আপু। এই ধরনের কাজগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। দারুন হয়েছে আপু।
বাহ! বেশ সুন্দর স্টার হয়ে গেল শেষ পর্যন্ত। ভাজগুলো মনে রাখা অতোটা সহজ মনে হচ্ছে না!
ধন্যবাদ আপনাকে এই সুন্দর ডাই এর পদ্ধতি শেখানোর জন্যে!
পাকস্থলীতে ঘা/আলসার/ক্ষত (stomach ulcer) এবং কিছু কিছু ক্ষেত্রে ক্ষুদ্রান্তে ঘা/ক্ষত (duodenal ulcer) এর জন্যে ধুমপান (smoking) একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে বিবেচিত হয়।
যাদের অলরেডি ঘা/ক্ষত আছে, তারা যদি ধুমপান চালিয়েই যায়, তাহলে সেই ঘা/ক্ষত/আলসার সঠিক ভাবে সারে না, বরং বিভিন্ন জটিলতা (complications) হওয়ার সম্ভাবনা বেড়ে যায়!
https://x.com/Disha1023548501/status/1842917443683107235?t=2a-1wB6N6XxQ3Zzexe5Mug&s=19
কোন রাইটিং পোস্ট মাথায় না আসার কারণে আপনি কালার পেপার দিয়ে অনেক সুন্দর ভাবে স্টার তৈরি করেছেন। আপনার স্টার তৈরির পদ্ধতিটি আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
কাগজ কাটিং দেখতে খুব ভালো লাগে আমার। আজকে আপনি অনেক সুন্দরভাবে স্টার তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। অনেক সুন্দর হয়েছে কিন্তু। আকৃতি কোন আঁকাবাঁকা হয়নি। যাই হোক ভালো লাগলো সুন্দর একটা অভিজ্ঞতা দেখে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কাগজ ভাজ করে এবং কাঁচির সাহায্যে কেটে দারুন দুইটি স্টার তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা স্টার দুইটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁত ভাবে তৈরি করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে যে এত সহজে স্টার তৈরি করা যায় তা আগে জানতাম না। রঙিন কাগজ দিয়ে তৈরি স্টার গুলো সত্যিই অনেক সুন্দর লাগছে । আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রঙিন কাগজ দিয়ে তৈরি স্টারগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর স্টার তৈরি করেছেন। তৈরির ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
রঙিন কাগজ এবং কাঁচি দিয়ে তো খুব সুন্দর দুটি স্টার তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো জিনিস দেখতে খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।