বাংলাদেশের প্রকৃতির সাথে বিজয়ী পতাকার চিত্র অঙ্কন||

in আমার বাংলা ব্লগ2 years ago

||১৬ই ফাল্গুন||১৪২৯বঙ্গাব্দ,বসন্তকাল||


হ্যালো বন্ধুরা,

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?কেমন আছেন সবাই?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশের প্রকৃতির সাথে বিজয়ী পতাকার চিত্র অঙ্কন করে দেখাবো।১৯৭১ সালের সংগ্রামের পরে আমরা অর্জন করেছিলাম এই বিজয়ী পতাকা।হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত সম্পদ।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আর্টটি।আপনাদের সাথে আর্ট এর ধাপগুলো নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।।

বাংলাদেশের প্রকৃতির সাথে বিজয়ী পতাকার চিত্র

IMG20230301224714.jpg

উপকরণসমূহ-

  • সাদা অফসেট কাগজ
  • পেন্সিল 2B
  • রবার
  • কাটার
  • স্কেল
  • রং পেন্সিল

IMG20230225121110.jpg

আমি বাংলাদেশের প্রকৃতির সাথে বিজয়ী পতাকার চিত্রের আর্টটি যেভাবে করেছি,নিম্নে সবগুলো ধাপ শেয়ার করছি।

ধাপ-১

প্রথমে আমি স্কেল দিয়ে চারপাশে দাগ টেনে নিয়েছি।তারপর নিচের দিক থেকে বাঁকা ডিজাইন করে নিয়েছি অর্থাৎ জমিনের ঘাসের ডিজাইন টুকু।

IMG20230301215730.jpg

IMG20230301215842.jpg

ধাপ-২

এবার বাতাসের বেগে উড়ন্ত জাতীয় পতাকা এঁকে নিয়েছি।
IMG20230301215938.jpg

IMG20230301220117.jpg

ধাপ-৩

এবার ঝাউগাছ গুলো এবং সূর্য এঁকে নিয়েছি ছবির মতো করে।তারপর উপরের ঢেউ এর মতো করে আকাশ এঁকে নিয়েছি।
IMG20230301220413.jpg

IMG20230301220508.jpg

IMG20230301220524.jpg

ধাপ-৪

এবার রং করে নিয়েছি ক্রমান্বয়ে প্রথমে আকাশ,সূর্য,পতাকা এবং ঝাউগাছ জমিনের ঘাসের অংশ।
IMG20230301220911.jpg

IMG20230301221036.jpg

IMG20230301221252.jpg

IMG20230301222716.jpg

ধাপ-৫

আমার বাংলাদেশের প্রকৃতির সাথে বিজয়ী পতাকার চিত্র অঙ্কন প্রস্তুত।

IMG20230301224718.jpg

IMG20230301224717.jpg

IMG20230301224716.jpg

IMG20230301224714.jpg

IMG20230301224713.jpg

আর্টটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং আর্টিস্ট@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
আজকের মতো এখানেই শেষ করছি।আমার আর্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোন আর্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️ আল্লাহ হাফেজ❤️

Sort:  

এই দুটো জিনিসের কম্বিনেশন টাই অসাধারণ। এক তো দেশের জাতীয় পতাকা এবং তার সাথে সবুজ প্রকৃতি। বেশ সুন্দর এঁকেছেন কিন্তু আপনি আপু। বিশেষ করে এই কনসেপ্টাই ইউনিক এবং যথেষ্ট সুন্দর। আপনার উপস্থাপনা এবং হাতের কাজ দুটোরই প্রশংসা করতে হয়। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপু আপনার অঙ্কিত চিত্র টা অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশের প্রকৃতির সাথে যেমন বাংলাদেশের পতাকার অনেক মিল রয়েছে। তেমনি আপনার অঙ্কিত চিত্রের মধ্যেও বাংলাদেশের সেই প্রাকৃতিক চিত্র ফুটে উঠেছে। দেখে বুকটা ভরে গেল। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাংলাদেশের প্রকৃতির সাথে বিজয়ী পতাকা অঙ্কন মিশে যেন একাকার হয়ে গিয়েছে। আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

বাংলাদেশের প্রকৃতির সাথে বিজয়ী পতাকার চিত্র অঙ্কন করা টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কালার কম্বিনেশন টা বেশ ফুটে উঠেছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

চিত্র অংকন করতে আমার খুব ভাল লাগে। আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন। চিত্রে ঘাস, পতাকা, গাছ, আকাশ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাংলাদেশের জীবন বৈচিত্র দেখতে অনেক সুন্দর সাথে সবুজ গাছ-গাছালি এবং সারিসারি পাহাড় অনেক সুন্দর দেখতে লাগে। সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন সাথে জাতীয় পতাকা ও এঁকেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

 2 years ago 

৩০ লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছিলাম আমাদের এই লাল সবুজের পতাকা। অপরূপ সৌন্দর্যের এই দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি বাংলাদেশের পতাকা অংকন করেছেন। আপনার চিত্র অংকনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। দেশের চোখটা জুড়িয়ে গেল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এখন মার্চ মাস,আমি মনে করি এই সময়ে জাতীয় পতাকার দৃশ্য অঙ্কন করা নিজের জাতিকে আরো উঁচু স্থানে প্রতিষ্ঠা করা। তাই আমিও চেষ্টা করব এভাবে বিশেষ কিছুর দৃশ্য অংকন করার জন্য। আপনি অনেক সুন্দর ভাবে জাতীয় পতাকা সহ দারুন একটা দৃশ্য অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুন্দর প্রকৃতির সাথে বাংলাদেশের জাতীয় পতাকা এমন দৃশ্যের চিত্রাংকনটি দেখে অনেক ভালো লাগলো আপু । আপনি চিত্রটি খুব সুন্দর করে করেছেন এবং স্টেপ বাই স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি দৃশ্যের চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64778.13
ETH 2531.77
USDT 1.00
SBD 2.68