ভয় ব্যর্থতার কারণ||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

rope-gd0a1ee391_1280.jpg

ছবির উৎস
আজকে আমি যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি,সেটা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।আসলে ভয় শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত।তবে কারো মধ্যে এটা খুব বেশি প্রভাব বিস্তার করে।আবার কারো মধ্যে এর বিস্তার খুবই সামান্য।সাধারণত মেয়েরা এই সমস্যায় বেশি ভুক্তভুগী হয়ে থাকেন ছেলেদের তুলনায়।ভয় মানুষকে সবসময় নেগেটিভ চিন্তায় ধাবিত করে থাকে। যার ফলে একজন ব্যক্তি নিজের লক্ষ্যে পৌঁছাতে অনেকটাই বাধাগ্রস্ত হয়ে থাকেন।একজন ব্যাক্তির মধ্যে যখন অতিরিক্ত মাত্রায় নেগেটিভ চিন্তা আসে, তাকে সবসময় ব্যর্থতা গ্রাস করে থাকে।

নেগেটিভ চিন্তার সৃষ্টি হয় ভয় থেকে।আমরা যখন কোনো বিষয়ে খুব বেশি ভয় পাই।আমাদের সাথে কিন্তু সেই বিষয়টায় বারবার ঘটে। মনোবিজ্ঞানীদের মতে,এই ভয় বেশি মাত্রায় যখন পৌঁছায়,তখন তাকে মানসিক সমস্যা হিসেবে ধরা হয়।এই ভয়কে মনের মধ্যে যত বেশি পুষে রাখা যায়,মানুষ ততোটাই সমস্যার সম্মুখীন হয়। ভয় থেকে বেরোতে চেষ্টা করলে একসময় পরিত্রাণ পাওয়া সম্ভব।তবে ভয়কে সঙ্গী করে রেখে দিলে জীবনে বড় বিপর্যয় পর্যন্ত নেমে আসতে পারে। যার ফলে,একদিন এটা হতাশার চূড়ান্ত পর্যায় পৌঁছে যায়।

কেননা যখন একজন ব্যক্তি সবকিছুতে মন গড়া ভয় পেয়ে কোনো কাজকে সামনের দিকে অগ্রসর না করে,সর্বদা পিছু হাঁটবে ব্যক্তির জীবনে সব ধরনের ব্যর্থতা বিরাজ করবে।এই ব্যর্থতা থেকেই ট্রমার সৃষ্টি হবে একপর্যায়ে।আর ট্রমা থেকে ব্যক্তি আত্মহত্যার দিকে ধাবিত হবে কোনো একসময়।তাই শুরু থেকেই ভয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে।এজন্য যেকোনো কাজকে সহজ মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্যর্থতা সফলতার হিসাব না করে কাজ করে যেতে হবে প্রতিনিয়ত।সবসময় মনের মধ্যে পজেটিভ চিন্তা রাখতে হবে।হ্যা,আমি পারবো। কাজটি খুব বেশি কঠিন নয়,অন্যরা যখন ঠিকভাবে কাজটি পারছে আমিও পারবো।এভাবে করে ছেলে মেয়ে উভয়েই ভয় থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে সবসময় পজেটিভ চিন্তার মাধ্যমে।সর্বোপরি,একজন মেয়ে হিসেবে নিজেকে দুর্বল না ভেবে প্রতিনিয়ত কাজ করে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্য পূরণের দিকে।এভাবে করে ছোট ছোট পদক্ষেপ নিতে নিতে একসময় অহেতুক ভয় নামক শব্দ আমাদের জীবন থেকে ছুটি নিবে।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

কথায় আছে প্রথমে ভয়কে জয় করতে শেখো। আসলে এই কথার গভীরতা অনেক বেশি। আমরা যদি ভয়কে জয় করতে না পারি তাহলে কখনো সফলতা আসবে না। আমরা মেয়েরা যদি সব বিষয়ে এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই ভয়কে জয় করতে হবে এবং নিজের জীবন নিজেকে করতে হবে। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপু।

 last year 

আসলে ভয় জিনিসটা এমন, যেটা মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়। তাই কোনো কিছু অর্জন করতে হলে, ভয় না পেয়ে আত্নবিশ্বাসী হতে হবে। তাহলে যেকোনো কিছু অর্জন করা অনেকটাই সহজ হয়ে যায়। আর পজিটিভ চিন্তা করলে অনেক কিছুই পজিটিভ হয়। তাই নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে, পজিটিভ চিন্তা করা উচিত। দারুণ একটি টপিক নিয়ে পোস্ট করেছেন আপু। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপনি ঠিক বলেছেন ভাইয়া একদম।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

ভয়কে জয় করলে সবকিছুই জয় করা যায়।আমাদের যেকোনো কাজে ভয় না পেয়ে নিজের প্রতি কাজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে।আত্মবিশ্বাসী হলে সব কাজেই সফল হওয়া যায়। অনেক ভালো লাগলো আপু আপনার লেখাগুলো পড়ে। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আসলে এটা কিন্তু সত্যি ভয় হচ্ছে ব্যর্থতার অনেক বড় একটা কারণ। ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি ভয় পায় বিভিন্ন কারণ গুলোতে। আর এরকম ভয় পেলে আমরা কিন্তু নিজেদের লক্ষ্য থেকে অনেক পিছিয়ে নেমে যাই। আমাদের সবার উচিত এই ভয়টাকে দূর করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। তবেই তো আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। অনেক সুন্দর একটা টপিক নিয়ে পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আসলে ভয় এমন একটা জিনিস যা আমাদের জীবনটাকে অনেক বেশি নষ্ট করে দেয়। আমরা অনেকেই অনেক কিছু ভয় পাই। কিন্তু আমরা কেউই এটা বুঝতে পারি না যে, এই ভয়টা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই এইসব ভয় ভীতি দূর করতে হবে। ভয়কে পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আমরা সফলতা অর্জন করতে পারব। খুব সুন্দর হয়েছে আপনার পোস্ট।

 last year 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28