ডায়বেটিস পরিমাপক যন্ত্র ক্রয়||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

GridArt_20230825_205651991.jpg

কয়েকদিন আগে একটি লেখায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম্মুর ডায়বেটিস রোগ ধরা পড়েছে।ডায়বেটিস থাকলে তো নিয়মিত ব্লাড সুগার চেকিং এর মধ্যে রাখতে হয়।যেহেতু আব্বুর ও ডায়বেটিস আছে।তাই বাসায় নতুন ডায়বেটিস পরিমাপক যন্ত্র কিনে নেওয়া আরকি।কিন্তু আব্বু খুব স্বাস্থ্য সচেতন হওয়ায় নিয়মিত সকালে হাঁটেন এবং ওষুধ সেবন করেন তাই ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে সবসময়। কিন্তু আম্মুর হাঁটার সুযোগ নেই, বাসার কাজ কর্ম করতে হয় সকালের দিকে।সারাদিনের কাজের জন্য অনেকটা ব্যায়াম হয়ে যায়।এজন্য প্রথমে একসপ্তাহ ডায়বেটিস নিয়ন্ত্রণের ওষুধ খেয়েছিলেন।তারপর বাদ দিয়ে দিয়েছেন।আম্মুর প্রেসারের ওষুধ নিয়মিত খেতে হয়,তাই ওষুধ খেতে ভালো লাগেনা নাকি এজন্য।ডায়বেটিস পরিমাপক মেশিনটি কোরিয়ান ছিল,১৪৫০ টাকা লেগেছে নিতে।মেশিনটি ভালোই যতদূর মনে হচ্ছে।তবে ইলেকট্রনিক্সের জিনিস দেখা যাক কতোদিন ঠিক থাকে।

গতকাল সকালে মেশিনটি আনার পর,আব্বু আম্মু দুজনেই ব্লাড সুগার চেক করে দেখতে পায়।দুজনেরই ব্লাড সুগারের মাত্রা৫.৭, মানে ডায়বেটিস নেই।ডায়বেটিস তো একেবারে বিদায় হয়না।তাই নিয়ন্ত্রণে আছে বলা যায় দুজনেরই।তো আমাকে আব্বু আবার চেক করার কথা বললে,আমিও চেক করে নিলাম।আসলে শারীরিক পরিশ্রম, হাঁটা চলা তো নেই বললেই চলে আমার।সারাদিন বাসায় থাকা।এজন্য বলতেই চেক করতে রাজি হলাম।আর চেক করে পয়েন্ট দেখে তো বেজায় খুশি আমি।এজন্য যে আমারটা মাত্র ৩.৯ ছিল।তারপর চেক করার পর গতকাল শুক্রবার থাকায় নিশ্চিন্তে একটি ঘুম দিলাম। সবসময় ঘুম আসলে আর কিছু খেয়াল থাকেনা,তারপরেও যেটুকু চিন্তা ছিল ডায়বেটিসের সেটাও আর ছিলনা।আর ঘুমের জন্য গতকাল সকাল ৯ টার অনলাইন ক্লাসটাও মিস করলাম ।তাই আফসোস হচ্ছিল এজন্য , কখনো একাডেমিক টিউশন ক্লাসগুলো মিস করিনা আমি।আর শেষের দিকের একটা ক্লাস মিস হয়ে গেল তাও আবার ঘুমের জন্য।সেই ছোটবেলা থেকেই আমার এটা অভ্যাস ,পড়া করি আর না করি টিউশন পড়তে ঠিকই যায়, হাহা। কারণ একদিন ক্লাস না করলে পরের দিন আবার সবকিছু নতুন লাগে আমার।তবে অনলাইন ক্লাসগুলোর সুবিধাই আসলে এটা ,ভিডিও ক্লাস দেখে নেওয়া যায়।তাই পড়া নতুন লাগার কোনো সুযোগ নেই।তাই এখন পুরোটা অনলাইন নির্ভর হয়ে গিয়েছি।সবশেষে বলবো,যাদের ডায়বেটিস আছে তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।কারণ ভালো থাকার মূলমন্ত্র হচ্ছে সুস্থ দেহ,সুন্দর মন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশননিজ বাসস্থান,সুলতানপুর,রাজবাড়ী

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

আংকেল, আন্টি এবং আপনার তিন জনেরই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে জেনে ভালোই লাগলো। তবে যেহেতু আংকেল আন্টি দুজনেরই ডায়াবেটিস ধরা পরেছে, আপনিও সাবধানে থাকবেন। আর আরেকটা কথা বলি আপু, বাসার কাজে ছোটাছুটি অনেক হয় এটা সত্য, তবে এতে আসলে টানা ৪০-৪৫ মিনিট হাটার সমান কাজটা হয় না। তাই চেষ্টা করবেন আংকেল আর আন্টিকে একসাথে হাটতে পাঠাতে। সময় না থাকলে ৩০ মিনিট ই হাটুক, তবে টানা হাটুক। উনাদের জন্য শুভকামনা।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

অনেকদিন পর আপনার পোস্ট সামনে আসল।ডায়াবেটিস শুনলেই ভয় লাগে।আঙ্কেল স্বাস্থ্য সচেতন যা ডায়াবেটিস রোগীদের হওয়া উচিত।আন্টিকেও একটু সময় বের করে হাটাহাটি করতে বলবেন। ঠিকই বলেছেন যন্ত্রের ভরসা নাই,টিকলে টিকল না টিকলে গেল।ধন্যবাদ পোস্টটির জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

ডায়াবেটিস এখন প্রতিটি বাসায় দেখা যাচ্ছে। তার প্রধান কারন খাদ্যাভ্যাস ও কায়িক পরিশ্রম না করা। তবে ভালো লাগার বিষয় হলো আঙ্কেল,আন্টির ডায়বেটিস নিয়ন্ত্রনে আছে। তবে ডাক্তারে্র উপদেশ মেনে চলে আন্টির নিয়মিত ঔষধ খাওয়া দরকার। আর আপনি বেশ ভালো কাজ করেছেন ডায়াবেটিস মাপার যন্ত্র কিনে। বাসায় ডায়াবেটিস রোগী থাকলে এ যন্ত্রটা বেশ জরুরী।

 last year 

জি আপু ঠিক বলেছেন একদম।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ডায়বেটিস এর সব থেকে মুখ্য ওশুধ নিয়মিত শরির চর্চা করা যেহেতু আপনার আম্মুকে সকালে কাজ করতে হয়। তাই তিনি সময় পাননা এমন অবস্থায় মেশিনটা কিনেছেন খুব ভাল হয়েছে।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া।ধন্যবাদ আপনাকে।একটু ভুল হয়েছে বানানে ঠিক করে নিন।

 last year 

যাক অবশেষে ডায়াবেটিস পরিমাপক যন্ত্রটি ক্রয় করলেন বেশ ভালো হয়েছে আপু। বর্তমান সময়ে প্রেসার মাপার মেশিন থাকা ভাল। এবং ডায়াবেটিস পরিমাপক যন্ত্র ঘরে থাকলে আরো ভালো। হুটহাট আসলে বাসা থেকে নেমে গিয়ে মাপা যায় না। ঘরে যদি কেনা থাকে তাহলে সুবিধার হয়। যখন তখন সময় সুযোগ করে কাজটি করে নেওয়া যায়।

 last year 

জি আপু বাইরে যেতে হবেনা এখন।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডায়বেটিস পরিমাপক যন্ত্র ক্রয় করে। আপনাদের পরিবারের আপনার মা-বাবার এবং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে জেনে বেশ ভালো লাগলো। আঙ্কেল এবং আন্টির যেহেতু ডায়াবেটিস ধরা পড়েছে মেশিনটি কিনে বেশ ভালই করেছেন। আসলে ইলেকট্রনিক জিনিসের কোন বিশ্বাস নেই কোরিয়ান হলেও কতদিন টিকবে কোন নির্ধারণে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জি এজন্যই কেনা আরকি।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আপু ডায়বেটিস পরিমাপক যন্ত্র ক্রয় করে খুব ভাল একটি কাজ করেছেন। ডায়বেটিস এমন একটি রোগ যেটা ভাল হয় না। সতর্ক থেকে নিয়ন্ত্রনে রাখতে হয়। আপনার তো আর ডায়বেটিস হয়নি আপনার বাবা মায়ের ডায়বেটিসটা মাঝে মাঝে চেক করবেন। ধন্যবাদ।

 last year 

জি ভাইয়া ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

টুকটাক চিকিৎসার জিনিসপত্র ঘরে রাখলে আমাদের সুবিধা হয়। সময় অসময়ে ডাক্তারের কাছে দৌড়াতে হয় না। আপনার মা বাবার ডায়াবেটিস ধরা পড়েছে আর নিয়মিত ব্লাড সুগার চেক করতে হয় এজন্য ভালো করেছেন ডায়াবেটিস পরিমাপক যন্ত্রটি কিনে। আশা করছি নিয়ম কানুন মেনে চললে ওনারা দ্রুত সুস্থ হবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42