শপিং||

in আমার বাংলা ব্লগ2 years ago

||আজ- ৫ই,পৌষ||১৪২৯বঙ্গাব্দ,শীতকাল||


হ্যালো বন্ধুরা,

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।

InCollage_20221219_214032196.jpg

আজকে শুধু মাত্র নিজের একটু কেনাকাটা ছিল তাই শহরে গিয়েছিলাম।আমার বাসা থেকে শহরের দূরত্ব ১৫ কিলোমিটার।কেনাকাটা আমরা নিউ মার্কেট থেকেই করে থাকি।যেহেতু শীতকাল এসে গিয়েছে,তাই ভাবলাম এবার একটি কাশ্মীরি শাল কিনবো।তো যেমনি ভাবা,তেমনি কাজ।মার্কেটে চলে গেলাম সোজা কাশ্মীরি শাল কিনতে।তবে আজকে যেহেতু কোনো কাজ নেই শুধু একটি শাল কিনবো।তাই আগে আড়ং এর শপিংমল দেখতে গেলাম।আপনারা হয়তো অনেকেই জানেন আড়ং সম্পর্কে।বাংলাদেশের সবারই মোটামুটি পরিচিত ব্র্যান্ড এটি।কিন্তু আড়ং এর কোনো আউটলেট ফরিদপুরে ছিলনা।এই ডিসেম্বরে ২৬ নম্বর আউটলেট এর উদ্বোধন হয় ফরিদপুর শাখায়। তাই যেহেতু ফরিদপুরে নতুন, তাই শপিংমল টি দেখতে গেলাম।

InCollage_20221219_213846273.jpg

InCollage_20221219_213738658.jpg

IMG20221215114125.jpg

আড়ং এর কাপড়ের মান এবং দাম সম্পর্কে আপনারা সবাই জানেন।আমি যেহেতু শুধু শাল কিনবো তাই আর ড্রেসের সাইডে যাই নি।শুধু কিছু ছবি তুলেছিলাম।আপনাদের সাথে শেয়ার করছি ছবিগুলো,আশা করি আপনাদের ভালোই লাগবে।ছবিগুলো নিচতলা এবং উপরতলা থেকে নিয়েছিলাম।আপনারা জানেন হয়তো ইউটিউবে বেশ সাড়া পড়েছে আড়ং আর্থ এর নতুন কিছু বিউটি প্রোডাক্ট।তাই আমি জাস্ট ট্রাই করার জন্য শুধুমাত্র একটি ফেস প্যাক নিয়েছিলাম আড়ং থেকে। ফেসপ্যাকটির দাম ছিল ৮০ টাকা। একটি নিলাম ৮৪ টাকা দিয়ে।৪ টাকা ভ্যাট প্রযোজ্য ছিল।আড়ং এর প্রতিটি পণ্যেই ভ্যাট থাকে কিনা সঠিক জানা নেই আমার।বিউটি প্রোডাক্ট গুলোতে ভ্যাট আছে,আর এগুলো রিটার্ন দেওয়ার সুযোগ নেই।সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে আমার আউটলেট টি।

IMG20221215113606.jpg

IMG20221215113506.jpg

IMG20221215113447.jpg

InCollage_20221219_213217315.jpg

তারপর মার্কেটে গিয়ে একটি ইন্ডিয়ান কাশ্মীরি শাল কিনলাম ১২০০ টাকা নিল।দোকানদার বলছিল অরিজিনাল কাশ্মীরি।আসলে অরিজিনাল কিনা তারাই ভালো বলতে পারবে।আমি প্রথমে কয়েকটি দোকান দেখলাম,মোটামুটি সব দোকানেই একই দাম বলছিল।শর্ট শালগুলো ১২০০-১৬০০ এর মধ্যে।আমি যেহেতু বেশ কয়েকটি দোকান দেখেছিলাম।সব দোকান থেকে এই দোকানের শালগুলোই ভালো লেগেছিল এবং দামও ঠিক মনে হয়েছিল।অন্য দোকানে এই একই শাল বেশি দাম চেয়েছিল।তাই এই দোকান থেকে নিয়ে নিলাম,দোকানটিএকদরের দোকান ছিল।তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

InCollage_20221219_213706672.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি। আমার লেখাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোনো পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যাবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
লোকেশনফরিদপুর
তারিখ২০-১২-২০২২
সময়সলাক ১১:০০টা
বারমঙ্গলবার
ফটোগ্রাফার@rahnumanurdisha

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️❤️ আল্লাহ হাফেজ❤️❤️

Sort:  
 2 years ago 

শপিং করতে অনেক ভালো লাগে আমার, কিছু কি আর নাই কিনি প্রতিটি দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতেও অনেক ভালো লাগে। আপনাদের ওখানে আড়ংয়ের আউটলেট হয়েছে জেনে ভালো লাগলো। আড়ংয়ের প্রতিটি জিনিস বেশ মানসম্মত হয়,দামটা তুলনামূলক ভাবে বেশি রাখে কিন্তু জিনিসের মান ভালো হয়।আড়ংয়ের ফেসপ্যাক গুলো অনেক ভালো হয়, আমি আগে অনেক ব্যবহার করেছি এবং বেশ ভালো ফল পেয়েছিলাম। শাল টি দেখতে সুন্দর হয়েছে আর দামটাও খুব বেশি নয়। ওদের ওখানে সবকিছুর ভ্যাট থাকে। শপিং করার মুহুর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি বলতে আড়ংয়ের জিনিসগুলো যেমন টেকসই তেমনি কোয়ালিটি ফুল সম্পন্ন। একটু দাম বেশি হলেও এটি কিন্তু পড়তে এবং ব্যবহার করতে অনেক বেশি আরামদায়ক। অনেক ধন্যবাদ আপনাকে শপিংমলে শপিং করার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

শীতকালে শালের খুবই প্রয়োজন। আর তাই আপনি একটি কাশ্মীরি শাল কিনার জন্য নিউমার্কেটে চলে গেছেন। এমনকি অবশেষে একটি বারোশো টাকা দামের সাল কিনেছেন।ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে মার্কেটটি খুবই চমৎকার।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আড়ং প্রোডাক্টগুলো সম্পর্কে কিছু বলার নেই। তাদের সবকিছু কোয়ালিটি দারুন হয়ে থাকে।আর প্রতিটি প্রোডাক্ট এ ভ্যাট যুক্ত আছে।দাম একটু বেশি হলেও কোয়ালিটি হচ্ছে ১০০%। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ শপিং মলে থেকে শপিং করার মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতমতের জন্য।

 2 years ago 

কাশ্মীরি শাল গুলো দেখতে যেমন সুন্দর হয় তেমন একটু দামি ও হয়। আমার কাছে কাশ্মীরি শালগুলো বেশ ভালো লাগে। আড়ংগের জিনিস আমার বেশ পছন্দ। আড়ংগের জিনিসগুলো হাতের কাজ করা থাকে তাই বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু শপিং এর সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যাক আপনার আজকের পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে, ফরিদপুরে আড়ং এর ২৬ নং আউটলেট উদ্ধোধন হয়েছে। আসলে আড়ং এর পণ্য সব সময় গুনে ও মানে ভালই হয়। আপনি আড়ং থেকে ৮৪ টাকায় একটি ফেসপ্যাকও কিনলেন । তারপর বাহির থেকে আপনার জন্য একটি কাশমেরী চাদর কিনলেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

প্রয়োজনীয় কেনাকাটা করতে হলে তো শহরে যেতেই হবে।জেনে ভাল লাগলো ফরিদপুর আড়ং এর একটি শাখা হয়েছে।ভালই হয়েছে এখন আর কষ্ট করে আড়ং এর জিনিস কেনার জন্য ঢাকা আসতে হবেনা।আর হে আপু কাশ্মীরি শালগুলোর দাম এমন ই ।শালটি দেখতে বেশ সুন্দর হয়েছে।আশাকরি পরেও আরাম পাবেন।কেনাকাটার অনুভুতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য এবং মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58664.80
ETH 2569.75
USDT 1.00
SBD 2.42