পরিবেশের বিপর্যয়। ১০% লাজুক শেয়ালের জন্য

IMG_20220210_194451.jpg

আসসালামুআলাইকুম/আদাব,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বাংলাদেশ কে বলা হয় ষড়ঋতুর দেশ একেক ঋতুতে একেক রুপ ধারন করে। এবং একেক ভাবে আমরা সৌন্দর্য উপভোগ করি। প্রকৃতির এই বৈচিত্র্যতা আমাদেরকে যেমন বিমোহিত করে তেমন প্রকৃতির নিরাময়তা আমাদেরকে বিপর্যস্ত করে। যার দরুন আজকে টের পেলাম।

IMG_20220210_194511.jpg

অনেক আগেই একটা রিপোর্ট দেখছিলাম ঢাকা শহরের পরিবেশ নিয়ে। সেটা দেখে ত আমার গা শিউরে ওঠার মতো অবস্থা। ঢাকার বাতাসে সীসার পরিমান এতটাই বেড়ে গিয়েছে যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। পরিবেশের যে একটা বিপর্যয় ঘটেছে সেটা আমরা হারে হারে টের পাচ্ছি।
আজকে ঘুম থেকে উঠলাম সকাল ৯ঃ০০ টায়। উঠে বাইরে এসে ভাবলাম আজকে মনে হয় তুষার পড়ছে। অনেক কষ্টে ফ্রেশ হয়ে মধুর ক্যান্টিনে গেলাম বড়ভাইদের সাথে সাক্ষাৎ করে রুমে চলে আসলাম।সূর্যের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি সারাদিন।

IMG_20220210_152710.jpg

প্রচন্ড শীত সেই সাথে কুয়াশা। ঢাকা শহরে এর আগে এমন শীত কখনো দেখিনি।পরে আর সাহস পাইনি রুম থেকে বেরুনোর। আমরা পরিবেশের যতটা ক্ষতি করেছি সেটা প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমরা নিজেও জানিনা।

IMG_20220210_220635.jpg

অলরেডি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে জমানো বরফ গুলো গলা শুরু করছে। এর ফলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের নিম্নাঞ্চলের ১৩০ কোটি মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হবে।বিশেষ করে মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া সহ দ্বীপরাষ্ট্র গুলো নিমজ্জিত হবে। সুতরাং আমাদের এখনোই সাবধান হওয়া উচিত তানা হলে আমাদের এর জন্য চড়া মুল্য দিতে হবে। যেটা আমাদের জন্য মোটেও কল্যানকর হবেনা।

বিষয়পরিবেশের বিপর্যয়
লোকেশনW3w
ডিভাইসনোটফাইভ
বর্ণনাrahman44

IMG_20211219_150308.jpg

@rahaman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আসলে আজকের আবহাওয়া কেমন জানি।এই রকম আবহাওয়া আমার একেবারেই ভালো লাগে না।সূর্যের কোন দেখা নাই। আপনার ছবিগুলো বেশ ভালোই হয়েছে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য আপু

বেশ কয়েকদিন হল আবহাওয়া টা একটু খারাপ মনে হচ্ছে। এমন আবহাওয়া আমার জীবনে আগে কখনো দেখিনি আমি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

কালকে সত্যি প্রচন্ড শীত পড়েছে আর কুয়াশায় তো চারিদিকে অন্ধকার ছিল সেই সাথে টিপ টিপ বৃষ্টি ও পড়েছে।

আমরা পরিবেশের যতটা ক্ষতি করেছি সেটা প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমরা নিজেও জানিনা।

ঠিক বলেছেন ভাই। যুগের পরিবর্তনের সাথে পরিবেশের ওপর নির্যাতন বেড়ে গিয়েছে একথা সত্য।

আসলেই চরম সত্যি কথা

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56