লেভেল-৩ হতে আমার অর্জন by @rahman44। ১০% লাজুক শেয়ালের জন্য।

IMG_20220215_133309.jpg

আসসালামু আলাইকুম /আদাব,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।@amarbanglablog পরিবারের সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি অনেক আগেই লেভেল-২ অর্জন করেছিলাম। আমার ফোন নষ্ট হবার কারনে অনেকদিন আমার প্রিয় @amarbanglablog এ থাকতে পারিনি। আমি ইতোমধ্যে লেভেল-৩ এর ভাইভা দিয়েছি গতকাল রাতে। তারই ধারাবাহিকতায় আমি আজকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। @abb-school এর মাধ্যমে লেভেল-৩ এ আমি যা শিখেছি তা পরীক্ষার মাধ্যমে তুলে ধরছি।

প্রশ্ন এবং উত্তর

মার্কডাউন কোড কি?

উত্তরঃ

একটি পোস্ট কে দৃষ্টি নন্দন করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে মার্ক ডাউন বলে।
অর্থাৎ লিখা কি ছোট করা, বড় করা, ইটালিক করা, বোল্ড করা, কোড করা, টেবিল আকারে সাজানো এবং সৃজনশীলতার বৃদ্ধির জন্য বা পাঠকের কাছে আকর্ষণীয় করার জন্য আমরা মার্কডাউন কোডগুলো ব্যবহার করি।

মার্কডাউন কোড এর ব্যবহার কেন গুরুত্বপূর্ণ

উত্তরঃ

একটি পোস্ট কে আকর্ষণীয় করার জন্য আমরা মার্কডাউন কোড ব্যবহার করি। মার্কডাউন কোড ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কেনোনা মার্কডাউন কোড ব্যবহার না করলে পোস্ট টি তার জৌলুসতা এবং আকর্ষনীয়তা হারায়। পাঠকের কাছে সেটা একঘেয়েমি লাগে। আবার কোনটি অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ সেই তথ্য খুব সহজে বুঝতে পারেনা। মার্কডাউন কোড গুলো ব্যবহারের কারনে সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং পাঠকের কাছে পোস্টটি গ্রহনযোগ্যতা পায় তাই মার্কডাউন কোডের ব্যবহার গুরুত্বপূর্ণ।

পোস্টের মাধ্যমে মার্কডাউনের কোডগুলোর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান রাখা যায়?

উত্তরঃ

পোস্টের মাধ্যমে মার্কডাউন কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে ২ ভাবে দৃশ্যমান রাখতে পারি

  • কোড গুলোর আগে চারটি স্পেস দিয়ে
  • কোডের আগে (ব্যাক স্ল্যাশ/) দিয়ে

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

ইনপুট

User| post| Steem power

-----|-------|-------

User 1| 10| 500

User2| 20|9000

আউটপুট
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyzLcmZsuME6QS8gYNPoJbZaGeLeSir5LS6sUEcd6u7LtAyd67Ey26wNjun12ykoYo1mBjdMty1XBpmubibLmfobLFXca.jpeg

সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ

প্রথমে তৃতীয় বন্ধনীর ভিতরে সোর্স লিখে তৃতীয় বন্ধনী ক্লোজ করে দিতে হবে। এরপর সোর্সের সাথেই প্রথম বন্ধনী দিয়ে লিংক দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ করে দিতে হবে

সোর্স

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃ

ইনপুট

IMG_20220215_123145.jpg

উদাহরনঃ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তরঃ

< div class="text justify"> < /div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ

কনটেন্টের টপিকস নির্বাচনে জ্ঞাণ অভিজ্ঞতা এবং সৃজনশীলতা এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেয়া উচিত।

কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরি কেন?

উত্তরঃ

কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর জ্ঞান থাকা জরুরি। যেই বিষয়ে ব্লগ লিখবো সেই বিষয় নিয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তানা হলে সেই টপিকস সম্পকে পূর্নাঙ্গ ভাবে তথ্য দিতে পারবোনা।টপিকস টি তার গ্রহনযোগ্যতা হারাবে। আর সে কারনেই যে টপিকসে ব্লগ লিখবো সেই টপিকস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে।

ধরুন প্রতি Steem কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 ডলার ভোট দিলেন। তাহলে আপনি কত $(usd) ডিউরেশন রেওয়ার্ড পাবেন?

উত্তরঃ তাহলে $3.5 সমমুল্যের Sbd পাবো বা ৭ স্টিম পাওয়ার রেওয়ার্ড পাবো

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ

  • পোস্ট করার ৫ মিনিট পর ভোট দিতে হবে
  • ৬ দিন ১২ ঘন্টা আগে ভোট দিতে হবে
  • ট্রেন্ড পোস্টে ভোট দিতে হবে

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ

নিজে কিউরেশন করার চেয়ে @heroism কে ডেলিগেশন করলে আর্ন বেশি হবে। কারন @heroism এর কিউরেশনে অভিজ্ঞ টিম কাজ করে। তারা কোয়ালিটি সম্পন্ন পোস্ট এবং ভালো সৃজনশীল পোস্টে ভোট দেয়। @heroism কে ডেলিগেশন করলে প্রতিদিন নির্দিষ্ট একটা রিওয়ার্ড পাওয়া যায়। কিন্তু আমি নিজে কিউরেশন করলে খুব বেশি রিওয়ার্ড পাবোনা। তাই নিজে কিউরেশন করার চেয়ে @heroism কে ডিলেগেশন করলে বেশি আর্ন হবে।
cc : @alsarzimsiam
by: @rahman44

Sort:  
 2 years ago 

আপনার লেভেল ৩ এর প্রশ্নের উত্তর খুব ভালো লিখেছেন। আশা করি পরবর্তী ধাপগুলো সুন্দর করে পার হবেন। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

ধন্যবাদ

 2 years ago 

আমি মনে করি ভাইয়া আপনি লেভেল ৩ এর প্লাস করে অনেক কিছু শিখতে পারছেন। লেবেল তিন এর প্রশ্ন সমূহ গুলো ভালো ভাবে উত্তর দিয়েছেন। খুবেই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ

 2 years ago 

আপনি লেভেল 3 এর পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়েছেন। মনে হচ্ছে এ লেভেল থেকে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। আমরা যত বেশি শিখতে পারব তা আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আপনি এই লেবেলগুলো একটু একটু করে পার করে ফেলুন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ

 2 years ago 

Level3 থেকে আপনি অনেক কিছু শিখেছেন। আমিও লেভেল 3 ক্লাস করেছিলাম। প্রতিটি বিষয়ে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু

লেভেল-৩ হতে অনেক কিছু অর্জন করেছেন দেখছি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন তা বুঝতে অনেকটা সুবিধা হয়েছে সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পড়ে আবার সব কিছু নতুন ভাবে জানা হলো। আশাকরি ট্যাগ পেয়ে যাবেন।

ধন্যবাদ

 2 years ago 

লেবেল 3 প্রশ্ন উত্তর গুলো তো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। দেখে তো মনে হচ্ছে আপনি অনেক কিছুই বুঝতে পেরেছেন। আশা করব পরবর্তী ক্লাসগুলো করে আরো অনেক কিছু শিখতে পারবেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60699.39
ETH 2655.06
USDT 1.00
SBD 2.59