কালিকট থেকে পলাশী, বুক রিভিউ। ১০% লাজুক শেয়ালের জন্য

IMG_20220205_115753.jpg

আসসালামু আলাইকুম /আদাব,

কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা সবাই ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন এবং তাদের ব্যবসা-বাণিজ্য এবং নবাবদের সাথে তাদের সম্পর্ক এগুলো কমবেশি আমরা জানি। আজকে আমি এ বিষয়ে একটি বই রিভিউ করবো সেটি হচ্ছে " কালিকট থেকে পলাশী"।বইটি লিখেছেন শ্রী সতীশচন্দ্রমোহন চট্টোপাধ্যায়। তাহলে শুরু করা যাক।

ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের শাসন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, তাদের সংস্কৃতি ইত্যাদি নিয়ে শ্রী সতীশচন্দ্রমোহন চট্টোপাধ্যায় এই বইটি লিখেছেন। বইটির নাম কালিকট থেকে পলাশী রাখার কারনটা ও বেশ চমকপ্রদ।১৪৯৮ সালে পর্তুগালের নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষের কালিকট নামক জায়গায় প্রথম আসেন। সেখান থেকে কালিকট নামটি এসেছে এবং সর্বশেষ ইংরেজদের সাথে সংঘটিত পলাশীর যুদ্ধ দিয়ে বইটি শেষ করেছেন। এজন্য বইটির নাম রেখেছেন কালিকট থেকে পলাশী।১৪৯৮ সালে পর্তুগিজরা আসার পর থেকে একে একে দিনেমার, ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজরা আসা শুরু করে দেন। সবার মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই প্রতিযোগিতায় সবাই টিকতে না পেরে উপমহাদেশ ছেড়ে চলে যায় শুধু থেকে যায় চতুর ইংরেজরা। ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার ২৩ জুন ১৭৫৭ সালের ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। যারা ইতিহাস নিয়ে কাজ করছেন ইতিহাস নিয়ে বেশি জানতে চান তারা চাইলে এই বইটি একবার চোখ বুলিয়ে নিতে পারেন।

IMG_20220205_115700.jpg

পর্তুগালের নাবিক ভাস্কো দা গামা এবং তার সাথে আসা বণিকরা ভারতে মুসলিম পট্টম, পান্ডিচেরি, কোচিন এসব জায়গায় মসলার ব্যবসা শুরু করে। ভারতীয় উপমহাদেশের জলপথ আবিষ্কার হওয়াতে ইউরোপীয়দের মধ্যে একটা শোরগোল পড়ে যায়। এরই ধারাবাহিকতায় দিনেমার, ডাচ বা ওলন্দাজ ফরাসি এবং সবশেষে ইংরেজরা আসে। এদের মধ্যে কেউ মসলার ব্যবসা কেউবা কাপড়ের ব্যবসা শুরু করে। এ প্রতিযোগিতায় অন্যরা টিকতে না পেরে ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায় শুধুমাত্র ইংরেজি ছাড়া। ইংরেজরা সুকৌশলে এদেশে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং যেটা পরে সাংঘর্ষিক পর্যায়ে চলে যায়। নবাবের সাথে ইংরেজদের মনোমালিন্য শুরু হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে নবাব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রাথমিকভাবে নবাব সফলও হন। কিন্তু চতুর ইংরেজরা বুঝতে পারলো শক্তিতে নবাব কে কখনো হারানো যাবেনা তাই তারা ষড়যন্ত্র শুরু করলো।

IMG_20220205_115807.jpg

যেটা ইতিহাসে প্রসাদ ষড়যন্ত্র নামে পরিচিত। রায়দুর্লভ, ঘষেটি বেগম, এবং মীর জাফর এরা নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে পলাশীর প্রান্তরে নবাব কে হারিয়ে দেয় এবং ভারতবর্ষে 200 বছরের জন্য স্বাধীনতার সূর্য স্তিমিত হয়ে যায়।

বিষয়বুক রিভিউ
নামকালিকট থেকে পলাশী
লেখকশ্রী সতীশচন্দ্রমোহন চট্টোপাধ্যায়
প্রকাশকাল২০১৭
প্রকাশনীদিব্য প্রকাশ
মুল্য২৫০
প্রচ্ছদমোবারক হোসেন লিটন
পৃষ্ঠা১৫২
ডিভাইসনোটফাইভ
বর্ণনাrahman44

IMG_20211219_150308.jpg

আমি @rahaman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62507.39
ETH 2451.91
USDT 1.00
SBD 2.64