বুক রিভিউ, পরকীয়া । ১০% লাজুক শেয়ালের জন্য

আসসালামুয়ালাইকুম /আদাপ,

কেমন আছেন বন্ধুরা। আশাকরি পরিবার-পরিজন নিয়ে
আপনারা ভালোই আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো
আছি। খবরের কাগজের পাতায় একটি জিনিস দেখে চোখ
আটকে গেল আমার। শিরোনামটা এমন ছিল,

"পরকীয়ার বলি হলেন স্বামী এবং সন্তান"

পরকীয়া বর্তমানে সংক্রামক রোগের মত সামাজিক ব্যাধি হয়ে ছড়িয়ে পড়ছে। এই ব্যাধির বলি হচ্ছে নারী ,পুরুষ এবং ছেলেমেয়েরা। অনেকের ভেঙ্গে যাচ্ছে দাম্পত্য জীবন ,অনেকের কেড়ে নিচ্ছে জীবন। বলাবাহুল্য ২০১৯ এর বই মেলায় লেখক ফারজানা মিতু তার লেখা " পরকীয়া "
উপন্যাস টি আমাকে উপহার দিয়েছিলো। খবরের কাগজের শিরোনাম দেখে বইটি পড়তে ইচ্ছে করছিলো। ভাবতে লাগলাম পরকীয়ার আসল কারণ কি। বইটি পড়ার পর আমার চোখ রীতিমতো কপালে উঠলো। তাহলে শুরু করা যাক।

উপন্যাসঃপরকীয়া

IMG_20220107_140058.jpg

লেখক ফারজানা মিতু পরকীয়া উপন্যাসে তিনটি দম্পতির বর্ণনা দিয়েছেন।

প্রজ্ঞা উচ্ছ্বাস দম্পতি

কৌশিক জয়া দম্পতি

রায়হান পারমিতা দম্পতি

এ পর্বে আমি আলোচনা করব প্রজ্ঞা উচ্ছ্বাস দম্পতি

উচ্ছ্বাস উচ্চবিত্ত পরিবারের ছেলে । সব সময় অভিজাত্যের মধ্যে বড় হয়েছে। বড়লোক বাপ তাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি ।বাবার অসুস্থতায় উচ্ছ্বাস তার বাবার বিজনেসের হাল ধরেন। উচ্ছ্বাসকে বিয়ে করানোর জন্য তার বাবা উঠে পড়ে লেগে যায়। শেষমেষ অনেক জোরাজুরিতে তার বাবা বন্ধুর মেয়ের সাথে উচ্ছ্বাসের বিয়ে দেয়। বিয়ের প্রথম রাত থেকেই উচ্ছ্বাস কখনো প্রজ্ঞাকে বউ হিসেবে মেনে নেয়নি । সব সময় বাসার কাজের মেয়ের মতো আচরণ করেছে । উচ্ছ্বাস তার অফিসের ব্যক্তিগত সহকারি রুমকির প্রেমে পড়ে। রুমকির দুর্বলতার সুযোগ নিয়ে উচ্ছ্বাস তাকে অনেক অনৈতিক কাজ করাতে বাধ্য করে। এমন এভাবেই চলতে থাকে উচ্ছ্বাস এবং রুমকির প্রেমের গল্প।

IMG_20220107_140116.jpg

প্রজ্ঞা একসময় উচ্ছ্বাসের এই ব্যাপারটা জানতে পারে। প্রজ্ঞা নিজেকে খুব অসহায় ভাবে। সে ভাবল উচ্ছ্বাস যদি তাকে না পছন্দ করে তাহলে বিয়ে করলো কেনো। কেন তার জীবনটা নষ্ট করলো। একজনের জীবন নষ্ট করার অধিকার অন্য কারোর নেই। তাদের মধ্যে শুরু হয়ে গেল দাম্পত্য কলহ। প্রতিদিন অশান্তি ঝগড়াঝাঁটি লেগেই থাকে। একসময় তাদের মধ্যে দূরত্ব তৈরী হয়ে যায়। এভাবেই ভেঙে গেল একটি স্বপ্নের। পরকীয়ার কাছে হেরে গেলো একটি মানুষের ভালবাসার স্বপ্ন, সুন্দরভাবে বাঁচার স্বপ্ন। একটি মেয়ে যে স্বপ্ন নিয়ে তার স্বামীর বাড়িতে আসে তার কোন ছিটেফোঁটাও পায়নি প্রজ্ঞা। পেয়েছে তার উল্টোটা। ভালবাসার পরিবর্তে পেয়েছে অবহেলা ,শারীরিক নির্যাতন ,মানসিক নির্যাতন এবং একাকীত্ব। একাকীত্ব প্রজ্ঞাকে কুড়ে কুড়ে খেয়েছে। আর এসবের মূলে ছিল একটাই সেটি হলো পরকীয়া।

IMG_20220107_140031.jpg

বাকি দুটি পর্ব আসছে পরকীয়া পার্ট- ২ এবং পরকীয়া পার্ট- ৩ এ। পরকীয়া ব্যাধির মতো যেভাবে সংক্রমিত হচ্ছে সেটা অনেক উদ্বেগজনক। সমাজের রন্ধ্রে রন্ধ্রে সংক্রামক রোগের মত ছড়িয়ে পড়ছে। খবরের কাগজে, টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে পরকীয়ার খবরে সয়লাব হয়ে যায়। এর থেকে কি বাঁচার কোন উপায় নেই? হ্যাঁ আছে উপায়। জানবো পরকীয়া পর্ব- 2 এবং পরকীয়া পর্ব -৩ এ।

বুক রিভিউপরকীয়া
লেখকফারজানা মিতু
চরিত্ররায়হান,পারমিতা,কৌশিক,জয়া,উচ্ছ্বাস,প্রজ্ঞা
প্রকাশনীদেশ পাবলিকেশন
প্রচ্ছদধ্রুব এষ
মুল্য৩৬০ টাকা
রিভিউ করেছেন@rahman44
ডিভাইসনোটফাইভ

জীবনের মানে বলতে বুঝি নিজেকে নতুনভাবে আবিষ্কার
করা। নিজেকে জানা।@amarbanglablogআমাকে সেই
সুযোগ করে করে দিয়েছে এজন্য আমি কৃতজ্ঞ।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনার বই এর রিভিউটি অনেক ভালো হয়েছে। সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। প্রথম গল্পটা পরলাম। আশা করি বাকি পর্ব গুলো নিয়ে পোস্ট করবেন সামনে। আর হ্যা পরকীয়া আসলেই একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। অনেক সম্পর্ক ভেংগে যাচ্ছে এর জন্য। এই ব্যাধি থেকে পরিত্রান পেতে আমাদের অনেক সময় লাগবে।

ধন্যবাদ ভাই

 3 years ago 

সমাজের একটি মারত্মক সংক্রমন হচ্ছে পরকীয়া।যার বলি হচ্ছে নারী-পুরুষসহ আমাদের সন্তান আর গোছালো সংসার। প্রথম পর্বটি পড়ে খুবই ভাল লাগলো তাই পরবর্তি পর্বের অপেক্ষায় থাকলাম। অসাধারন উপস্থাপনার জন্য ধন্যবাদ ;

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64