আড়ং এ একদিন। ১০% লাজুক শেয়ালের জন্য।
কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত মৌসুমকে বিয়ের মৌসুমও বলা যেতে পারে। আমার মনে হয় সবচেয়ে বেশি বিয়ে হয় এই মৌসুমেই। এমনি এক বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম আড়ং এ।
অনেকদিন পর গেলাম আড়ংএ । আড়ং এর চাকচিক্যতায় অবাক হয়ে যাই। পরিপাটি,ছিমছাম পরিবেশ এবং ভালো মানের জন্য আমি আড়ং এর উপরে সবসময় আস্থা রাখি। কোনটা রেখে কোনটা নিব এটা নিয়েই ঘটলো যত বিপত্তি। যাক অবশেষে পেরেছিলাম।
বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরঙ্গ বাসে করে রওনা দিলাম আড়ংএ। ২০ মিনিট পর পৌঁছে গেলাম আড়ং এর সায়েন্স ল্যাবরেটরী শাখায়। ঢুকেই আমি প্রথম তলা থেকে একদম চারতলা পর্যন্ত সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। বলাবাহুল্য এখানে সবকিছুই ক্যাটালগ অনুযায়ী সাজানো থাকে যাতে গ্রাহক খুব সহজেই তার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পায়। আমার মনে হয় আমাদের সবার একটা কমন সমস্যা গিফট কিনতে গিয়ে হয় সেটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভোগা। আমার ক্ষেত্রেও এর ব্যতয় ঘটেনি। কোনটা রেখে কোনটা নিবো এটা নিয়ে সবচেয়ে বড় ঝামেলায় পড়তে হয়। প্রথমে গেলাম কাপড়ের করিডোরে। সেখানে সাজানো আছে বাহারি রকমের শাড়ি। কোনটি
বা হাতের কারুকাজ করা আবার কোনো টি তাঁতের শাড়ি আবার কোনোটি টাঙ্গাইলের শাড়ি। এরপর গেলাম ওয়ালমেটের করিডোরে। অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট সাজিয়ে রেখেছে। যেমন সুন্দর তেমন ভালো মানের
ঘুরতে ঘুরতে চোখ আটকে গেল একটি লাইটবক্সে। কৌতূহলবশত আমি সেটি ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে লাগলাম যতই দেখতে লাগলাম ততই মায়া পড়ে গেলাম। শেষে লোভ সংবরণ করতে না পেরে কিনে নিলাম।
এরপর নববধূর জিনিস কেনার পালা।এর আগে কখনো আমি বিয়ের কেনাকাটা করিনি। আর এটা সম্পর্কে আমার পূর্ব কোনো অভিজ্ঞতাও নেই। অবশেষে স্থির করলাম শাড়ী গিফট করবো।যেই ভাবা সেই কাজ। যেহেতু বিয়ের শাড়ী সেহেতু লাল দেখে একটা শাড়ী সিলেক্ট করলাম। এরপর সুন্দর দেখে কয়েকটা অর্নামেন্ট বক্স কিনলাম।
কিছু ওয়ালমেট কিনলাম। এরপর আবার সবকিছু ঘুরে ফিরে দেখলাম।
সবশেষে ক্যাশ কাউন্টারে গিয়ে ক্যাশ ইন করে বেড়িয়ে পড়লাম। ততক্ষণ সন্ধ্যা নেমে গেছে। একটা রিক্সা নিয়ে রওনা হলাম।
তো এই ছিলো আমার আড়ংয়ের একদিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
বিষয় | আড়ংয়ে একদিন |
---|---|
ডিভাইস | নোটফাইভ |
লোকেশন | w3w |
আপনি আড়ং এগিয়ে দারুণ সময় কাটিয়েছেন। আপনি ওখানে গিয়ে আপনার পছন্দমত একটা লাল শাড়ি এবং ওয়ালমেট এবং কয়েকটা অর্নামেন্ট বক্স কিনলেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হল ওখানে সব দারুন দারুন জিনিস পাওয়া যায়, আপনি আপনার পোস্টটি অনেক গুছিয়ে এবং ডিজাইন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ ।
ভাই এই ধরনের জেনারেল পোস্টে চেষ্টা করবেন আরো বেশী ছবি দিতে। মাত্র তিনটি ছবিতে পোস্ট শেষ করেছেন। আর এই ধরনের পোস্টে অবশ্যই লোকেশন কোড ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দাদা। আমি ঠিক করেছি।