মজাদার ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সন্ধ্যা


হ্যালো বন্ধুরা,,

আমি রাহিমা খাতুন নেভি।কেমন আছেন সবাই ? আমি ভালো আছি। আজ রোজ বুধবার ১৭ নভেম্বর ২০২১,২ ই অগ্রহায়ন ১৪২৮।আজ আমি এসেছি প্রতিবারেরমত নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি এসেছি ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তার রেসিপি নিয়ে ।আমাদের জাতীয় মাছ ইলিশ। বাংলাদেশীদের ইলিশ মাছ অনেক প্রিয় তাই ইলিশ দিয়ে অনেক রকম রেসিপি আছে। আজকে আমি ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি দিবো। মাওয়া ঘাটে এই ইলিশ মাছের লেজ ভর্তা অনেক ফেমাস।এইখানে গেলে ইলিশ মাছ ও ভর্তা খাবে না,এমন মানুষ খুব কম আছে। তাছাড়া আমরা বাঙালিদের ভর্তা মোটামুটি প্রায় সবার প্রিয়। আর যদি হয়,মাছের ভর্তা তাহলে তো কোন কথাই নাই। যদিও ইলিশ মাছে অনেক কাঁটা থাকে , লেজে আরও অনেক কাঁটা থাকে । তাতে কি কাঁটা বেছে হলেও আমার ঘরে এই ভর্তা অনেক প্রিয়। ভর্তা বানাতে একটু ঝামেলা,কাঁটাএ জন্য। তারপরও যেহেতু সবার প্রিয় তাই বানাতে হয়। গরম ভাতের সাথে ইলিশ মাছ,বেগুন ভাঁজি,আর ভর্তা হলে আর কিছুই লাগে না। অনায়সে পেট ভরে ভাত খাওয়া যাই ।

vorta.jpg

মজাদার ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা

চলেন দেখে নেওয়া যাক ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তার রেসিপিটি

257651926_591884008811646_3330286950914798243_n.jpg

উপকরণ সমূহঃ

(১) ইলিশ মাছের লেজ 
(২) সরিষার তেল 
(৩) লবন
(৪) পেঁয়াজ 
(৫) কাঁচা ও ভাজা  মরিচ 
(৬) ধনেপাতা। 

প্রস্তুত প্রনালীঃ

১ম ধাপ

254119051_483357332924260_1349353184530380151_n.jpg

লেজগুলা ধুয়ে মাজখানে একটু চিরে নিয়ে লবন,হলুদ ও মরিচ দিয়ে মেখে নিতে হবে।


২য় ধাপ

256821817_1020698731830535_538120856918026952_n.jpg

257955883_1252926268448692_6275371253691495546_n.jpg

একটি কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করতে ,একে একে মাছের লেজগুলা দিয়ে দিতে হবে।

৩য় ধাপ

258414224_948001069135314_299953012845929029_n.jpg

ভাঁজা হয়ে গেলে নামিয়ে,আস্তে আস্তে কাঁটা বেঁছে নিতে হবে।

৪র্থ ধাপ

254077298_473914910702473_7799577544196153002_n.jpg

পেঁয়াজগুলা একটু ভেজে নিতে হবে।

৫ম ধাপ

257316753_453977039483280_6434293260622135894_n (1).jpg

পেঁয়াজ ও মরিচ একসাথে মাখতে হবে


৬ষ্ট ধাপ

248253300_452727789609558_1098330789331524671_n (1).jpg

এরপর ধনেপাতা দিয়ে দিতে হবে।

৭ম ধাপ

253748783_235526655316015_4346251891549814053_n (1).jpg

বেছে রাখা লেজগুলা দিয়ে দিতে হবে।


৮ম ধাপ

258507156_324784162369217_919649780314034511_n (1).jpg

সবগুলা এক সাথে মিশেয়ে মাখতে হবে।

হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা।গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। মনে হয়না খারাপ লাগবে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনিতো ইলিশ মাছের লেজের কাঁটা বেছে সবার কষ্ট লাঘব করে দিলেন। সবার কষ্ট একা নিজেই করে নিলেন। আর এখন তো সবাই মজা করে খালি খাবে আর খাবে। অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ইলিশ মাছ খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু কখনোই এইভাবে ভর্তা করে খাওয়া হয়নি এই রেসিপিটি খুবই ইউনিক লাগলো আমার কাছে । আপনার এই ইলিশ মাছের ভর্তা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়ে ছিল খেতে । আপনি রেসিপিটির প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। সত্যি অনেক ভালো লাগলো আপনার ইলিশের রেসিপি। ইলিশ আমার অনেক পছন্দের একটা মাছ। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন ও শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে যা স্বাভাবিক ভাবে খাওয়া যায় না। যা দিয়ে বিভিন্ন ধরনের ঘন্টো করা হয়। আপনি ভর্তা করে ফেলেছেন খুব সুস্বাদু হবে বুঝি। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

ইলিশ মাছের লেজ যে আলাদা করে ভর্তা করা যায় এটি আমার জানা ছিল না ।আপনার রেসিপি দেখে বুঝতে পারলাম। এটিও খুবই সুস্বাদু হতে পারে ।আপনার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। এত সুন্দর রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভর্তা দেখলে এমনিতেই অনেক লোভ লাগে। সেটা যদি হয় আবার ইলিশ মাছের লেজ ভর্তা তাতে আরও মজার আপনার ভর্তা টা সত্যিই অনেক লোভনীয় দেখতে। আর এটা অনেক মজা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম লোভনীয় ভর্তা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এই রেসিপিটা আমার কাছে একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি ।আমি এর আগে কখনো এমন রেসিপি দেখিনি। আসলে রেসিপি শেয়ার করার মাধ্যমে এমন অনেক অজানা অজানা জিনিস আমরা জানতে পারছি এতে করে আমি মনে করি সবাই উপকৃত হচ্ছি।

 3 years ago 

এটি একটি সুস্বাদু মাছের খাবার, আমাদের সাথে একটি সুস্বাদু রান্নার পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সম্পূর্ণ রেসিপি, আমি আপনার রান্না পছন্দ করি, মনে হচ্ছে এই খাবারটির স্বাদ খুব ভাল, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনার পুরো রেসিপি টিই আমার খুব ভালো লেগেছে। আর পুরো রেসিপির সব গুলো ধাপ ও আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন।তবে আমি আপনার পোস্টের মান উন্নয়নের জন্য একটি সাজেশন দিতে পারি।তা হলো পোস্টের শেষের দিকেও রেসিপির ফাইনাল লুকের একটি ছবি দিবেন।তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে।

 3 years ago 

আপু আমি প্রথমে দিয়েছি,তাই পরে আর দেইনি।আর আমি ঠিক জানিনা,এক রকম ছবি একই পোস্টে ২ বার দেওয়া যায় কিনা,যদি যায়,তাহলে আপু একটু বলিয়েন।ধন্যবাদ আপু আপনাকে, আমাকে ভালো একটা সাজেশনের দেওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 62853.43
ETH 3013.11
USDT 1.00
SBD 2.50