DIY- এসো নিজে করি :ফুলের নকশা । ||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]
আসসালামু আলাইকুম
আমি @rahimakhatun
আজ রোজ রবিবার ৬ই- মার্চ ২০২২ খৃস্টাব্দ
২১ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। এখন ষড়ঋতুরবসন্ত কাল। ।
জ রোজ রবিবার ৬ই- মার্চ ২০২২ খৃস্টাব্দ
২১ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। এখন ষড়ঋতুরবসন্ত কাল। ।
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে জামার নকশা নিয়ে হাজির হয়েছি। এক সময় মানুষ হাতের কাজের বিভিন্ন ড্রেস বানাতো। বিভিন্ন কালারের সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করতো। এখনো আমি দেখিছি ,উত্তর অঞ্চলের মানুষ হাতের কাজের জামা বানিয়ে ,বিভিন্ন শোরুমে দেওয়া হয়।
|
---|
art by @rahimakhatun
Device- samsung SM-A217F
যদিও আমি এই ব্যাপারে একেবারে নতুন। তারপর ও সবার দেখাদেখি আমি ও চেষ্টা করেছি।আমি আজকে নতুন করে আঁকার চেষ্টা করেছি। আর আগে ছোট বেলায় আঁকাআঁকি করতাম। অনেক দিন ধরে আঁকাআঁকি থেকে দূরে ছিলাম। আমি জানি এই খানে অনেক ভালো ভালো শিল্পী আসে। আমার কিছু ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রায় ৩ ঘন্টা দরে আঁকার চেষ্টা করি। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন দেখে নেওয়া যাক।
|
---|
art by @rahimakhatun
Device- samsung SM-A217F
আমি আজকে পুরো নকশাটা এঁকেছি শুধু মাত্র পেন্সিল দিয়ে। কোনো রং করা হয় নি। আমার আসলে মাঝে মাঝে পেন্সিলে আঁকা দেখতে ভালো লাগে। আমার পেন্সিলের কলার টা খুবই পছন্দের। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে। আমার হঠাৎ কেন জানি আঁকাআঁকি করতে ইচ্ছা হলো তাই ,দেরি না করে বসে পড়লাম পেন্সিল আর খাতা নিয়ে। কথা না বারিয়ে দেখা যাক।
|
---|
art by @rahimakhatun
Device- samsung SM-A217F
আমি আজকে এঁকেছি জামার নকশা । আমি অনেক সহজ করে ধাপে ধাপে এঁকে দেখিয়েছি।আমি নিজেও একটা সময় নিজের জামা নিজেই হাতের কাজ করে পড়েছি। আপনারা চেষ্টা করলে আপনিও পারবেন।
প্রয়োজনীয় উপকরণ |
---|
উপকরণঃ
🔶১. খাতা 🔶২. 3B ও 4B পেন্সিল
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে পেইজটাকে চারদিকে দাগ টেনে নিবো।,আমি 3Bপেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।
মাঝে গোল দিয়ে সুন্দর করে ফুল এঁকে নিবো।
আমি একটি ফুল এঁকে নিয়েছি।
পাপড়ি এঁকে নিবো।
পাতা ও ডাল এঁকে নিবো।
তারপর ডালের উপরে আরেকটি ফুল এঁকে নিবো।
পাপড়ি এঁকে নিবো।
|
---|
কলি আঁকার চেষ্টা করছি।
|
---|
পাতা ও ডাল এঁকে নিবো।
|
---|
ওপর পাশে এই ভাবে এঁকে নিবো।
তারপর পেন্সিল দিয়ে রং করে নিবো।
শেষ হয়ে গেলো আমার নকশা। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
photograpy | diy |
আপনার ফুলের নকশা দেখে আমার খুবই ভালো লেগেছে। এ ধরনের নকশা গুলো আপনার কাছ থেকে সব সময় আশা করি। আমার খুবই ভালো লাগে এ ধরনের নকশা দেখতে। ধাপে ধাপে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া,আশা করার জন্য।আপনাদের ভালো লাগলে,আমারও ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
বাহহ আপু দারুন একটি ফুলের নকশা বানিয়েছেন অনেক সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করে গুছিয়ে প্রতিটা ধাপ আপনি উপস্থাপন করেছেন আমার খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু
সুন্দর কি না জানি না, তবে মনে হচ্ছে। এভাবে জামা কিংবা চেয়ারের কাভারে সুতি দিয়ে কাজ করলে ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইল
এক কথায় অসাধারণ আপনি খুব চমৎকারভাবে ফুলের নকশা তৈরি করেছেন যা ছিল প্রশংসার যোগ্য, বরাবরই চমৎকার জিনিস আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আরে না একটু বেশিই বলে ফেললেন😉😉😉 আসলে আমার এ রকম নকশা করতে ভালোই লাগে।আপনি প্রশংসা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
অসাধারন একটি ফুলের নকশা শেয়ার করেছেন আপু। খুব ভালো লেগেছে আপনার আঁকা ফুলের নকশা টি। ধাপে ধাপে কতো সুন্দর করেতুলেছেন নকশা টাকে। খুব ভালো লেগেছে আপনার আঁকা এই নকশা। এভাবেই এগিয়ে যান। দোয়া রইলো।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি,আমার পোস্ট দেখার জন্য।আসলে আপনাদের ভালো লাগা মানেই আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি ফুলের নকশা করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফুলের নকশা টি দেখে আমি মুগ্ধ। সত্যিই আমি জানতাম না যে আপনি এত সুন্দর নকশা করে থাকেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে ফুলের এই নকশা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
তাই ভাইয়া আপনি মুগ্ধ। ভালো তো আপনাকে অনন্ত মুগ্ধ করতে পেরেছি।ধন্যবাদ আপনাকে সুন্দর মুগ্ধ হওয়া মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য
আপু আপনি নিজে দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলের নকশা টি আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি অসাধারণ হয়েছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি ফুলের নকশা তৈরি করে আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমি ও নকশা করি সবার সাথে ভাগ করার জন্য,হা হা।আমার তেমন দক্ষতা নাই, তবে মাঝে মাঝে চেষ্টা করি এই আর কি।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
আপনিও উত্তরা হয়ে যান।নতুন হলেও ভালর দিকটাই বেশি ছিল। হাত পাতলা আছে। আপনার দ্বারাই এমন অনেক কিছু করা সম্ভব। সুন্দর ধারনা থেকে সুন্দর কিছু উপহার দিলেন।
ধন্যবাদ আপনাকে,শুভেচ্ছা রইলো।
খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করে করেছেন আপু। আপনার ফুলের নকশার ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। চিত্র অংকন করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
মানতে হবে আপু আপনার অঙ্কনের হাত খুবই দারুণ। খুবই সুন্দর একেছেন আপনি।আসলে যখন আর্ট গুলো দেখি খুবই ভালো লাগে ভাবি তারা কত কষ্ট করে এসেছে কত ধৈর্য নিয়ে তৈরি করেছে এই অঙ্কন গুলো। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। এভাবেই সামনের দিকে এগিয়ে চলুন আপু শুভকামনা রইল আপনার জন্য।
মানামানি দরকার নাই। আমার অংকনের হাত তেমন ভালো না।আপনারা অনেক ধৈর্য নিয়ে দেখেছেন।আমি মাঝে মাঝে ট্রাই করি নতুন কিছু করার । ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
আসলেই আপনি নিজের মনের ভেতর থেকে একটি ফুলের নকশা আমাদের মাঝে তুলে ধরেছেন। আমরা দেখে শিখতে পারলাম এবং বেশ ভালো লাগছে। প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত আপনি তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।