আর্টিফিশিয়াল ফুলের কিছু ফোটোগ্রাফি। । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৯ ই পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

৩ রা জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ মঙ্গল বার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



323997214_643538217547122_3232155653281148471_n.jpg

captured by @rahimakhatun
Device- Galaxy A13


সকাল সকাল ঘুম থেকে উঠা এই শীতে অনেক কষ্টকর। আমি তো গলা ব্যথায় কথাই বলতে পারছি না।কাশিটাও ভালো হচ্ছে না। যাই হোক সকালে উঠে কিছু কাজবাজ শেষ করে কেবল লিখতে বসলাম। আজকে মোটামুটি সারাদিন অনেক কাজ জমে গিয়েছে। যেদিন কাজ থাকে সব দিক থেকেই কাজ পরে ,আর যেদিন কাজ না থাকে একেবারে কাজ নেই।ছেলেকে কিন্ডারগার্ডেন এ ভর্তি করতে নিতে হবে। কখন যে ফিরতে পারবো কে জানে তাই ,ভেবেছিলাম কালকে পোস্ট লিখে এগিয়ে রাখবো ,কিন্তু ঘুম জন্য আর পারলাম না। যাই হোক কি পোস্ট করবো ভেবেই পাচ্ছিলাম না ,পরে ফোন ঘেটে কিছু আর্টিফ্যাসিয়াল ফুলের কিছু ছবি পেলাম। সেইদিন মার্কেটে যেয়ে দোকানদারের পারমিশন নিয়ে কিছু আর্টিফ্যাসিয়াল ফুলের ছবি তোলেছিলাম। আমার কাছে ফুলগুলো বেশ ভালো লেগেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

323539537_1305053277017333_8583909995724905559_n.jpg

এই হচ্ছে আর্টিফ্যাসিয়াল গোলাপ ফুল। লাল হলুদ কালার। দেখতে বেশ ভালোই লাগে। বেড রুম ,কিংবা ড্রয়িং রুমে সাজালে ভালোই লাগবে।

322161249_3369621036700084_3864460148428416298_n.jpg

এই হচ্ছে অর্কিড ফুল। আমার কাছে খুব ভালো লেগেছে। দামে মিলেনি বিদায় কিনতে পারিনি।

322492737_558700479184051_1893132408949506927_n.jpg

এইটাও অর্কিড ফুল।হলুদ কালারের।

322143314_1137691147107740_7302932040326663815_n.jpg

এইটা খুব সম্ভবত সাকুলেন্ট। ভালোই লাগছে দেখতে।

321769492_1321932708629021_5981260421129567638_n.jpg

এইটাও সম্ভবত সাকুলেন্ট।একটু হলুদ কালার টাইপ ।

323539072_911013843401685_5705588330548933485_n.jpg

কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে। পানি কিংবা নষ্ট হওয়ার কোন ঝামেলা নেই।

322600151_1230702250883916_8641579495258967595_n.jpg

321987439_495116989429457_2248378647196460443_n (1).jpg

321613860_1320595372112688_7524268059740286252_n.jpg

এই হচ্ছে আরেকটা লাল গোলাপ গাছ। আসলে আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে ভালোই লাগে। ঘর সাজানোর জন্য পারফেক্ট। পানি দেওয়া যত্ন করার কোন ঝামেলা নেই। শুধু মাত্র কিছুদিন পর পর ধুলাবালি পরিষ্কার করলেই হয়। 😍😍

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

কৃত্রিম ফুলের সৌন্দর্যগুলো তো বেশ সুন্দরভাবে ক্যাপচার করেছেন। অর্কিড ফুল এটা আমার কাছে একদম নতুন মনে হয়েছে হয়তোবা দেখেছি তবে বাস্তবে সেটা ভিন্ন রকম হতে পারে কিন্তু আমার মনে নেই। সুন্দরভাবে উপস্থাপন করেছেন প্রতিটা ছবি। সেই সাথে নিচে নাম উল্লেখ করে দিয়েছেন যার মাধ্যমে সবার বুঝতে সুবিধা হবে।

 2 years ago 

বাস্তবে অর্কিডফুল গুলো এমনই দেখতে বেশ ভালোই লাগে।অনেক গুলো কালারের হয়।আমি দেখেছি বৃক্ষমেলায়।ধন্যবাদ

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলের তোলা ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিলো। অর্কিড ফুল গুলো বিশেষ করে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যদিও আপনি জানালেন এর দাম একটু বেশি থাকায় কিনতে পারেননি। পরে কোন এক সময় সুযোগ বুঝে কিনে নেবেন, ঘর সাজানোয় এই ফুল ব্যবহার করলে বেশ সুন্দর লাগে আপু।

 2 years ago 

আসলেই পরে এক সময় সুযোগ করে কিনে নিতে হবে,আসলে সব কিছুর দামই বাড়ছে দিন দিন। ঘর সাজালে বেশ ভালোই লাগে দেখতে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু যেদিন কাজ পরে সেদিন আসলে চারদিক থেকেই কাজ আসে। আগের দিন পোস্ট এর কিছু অংশ রেডি করে রাখলে ভালো হয় কাজের চাপ কমে। ঘুম আসলেই আমাদেরকে মাঝে মাঝে অনেক ডিস্টার্ব করে। ছেলেকে স্কুলে ভর্তি করানো তো বিরাট কাজ। দারুন সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ছবিগুলো তুলেছেন । এসব ফুল গুলো দেখলে বোঝারই উপায় নেই যে এগুলো আর্টিফিশিয়াল সত্যিকারের ফুল মনে হয়। ভালো লাগছে ফুল গুলো দেখতে। দোকানদারের পারমিশন নিয়ে তুলে ভালোই করেছেন আমরা একটু দেখলাম।

 2 years ago 

কাজ থাকলে সব কাজ একসাথে পরে।আসলে চাইলেও অনেক সময় পোস্ট রেডি রাখতে পারি না।আসলে পারমিশন না নিয়ে ছবি তোলতে অনেক সময় দোকানদাররা রেগে যায়।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে অরিজিনাল থেকে কোনো অংশে কম না।খুব দারুন লাগছে। আসলেই আপু কাজের চাপে সব এলো মেলো হয়ে যায়।

ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থপনা করার জন্য।

 2 years ago 

হুম দূর থেকে একেবারে আসল মনে হয়।কাজ আর কাজ যেখানে যাই সেখানেই কাজ।

 2 years ago 

আর্টিফিশিয়াল এই ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে না এগুলো আর্টিফিশিয়াল। দেখে মনে হচ্ছে একদম অরজিনাল ফুল। ফটো গুলো খুবই ভালো লেগেছে আমার।

 2 years ago 

আসলে আর্টিফেসিয়াল ফুল গাছেই অনেক ফুল থাকে এক রকম থাকে 😜।

 2 years ago 

একদম ঠিক বলেছেন যেদিন কাজ পরে সেদিন অনেক পরে। আর যেদিন কাজ কম সেদিন কমই থাকে। আমি সব সময় কিছু লিখে পোস্ট এগিয়ে রাখি। আসলে বলা তো যায় না, পরের দিন আমার জন্য কি অপেক্ষা করছে??😅
যাই হোক, আপু আপনার মোবাইলে তো দেখছি বেশকিছু আর্টিফিশিয়াল ফুলের ছবি তুলে রেখেছিলেন, বেশ সুন্দর লাগলো। সত্যি বলেছেন,এই ফুলের যত্ন ও পানি দেয়ার কোন ঝামেলা নেই, শুধু ধুলা ঝেড়ে নিলেই হলো।অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা খুব ভালো করেন আগ থেকে লিখে রেখে আমার আবার সব সময় হয়ে উঠে না,আসলে এই কাজ সেই কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়।ধন্যবাদ

 2 years ago 

বাহ্ আপনার নকল ফুলের ছবিগুলো ভীষণ ভালো লাগলো আমার কাছে। মনে হচ্ছে একদম আসল ফুলের মতো। এগুলো ঘরে রাখলে সত্যিই সৌন্দর্য বৃদ্ধি পাবে।
আপনার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করুন আর সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি।

 2 years ago 

আসলে ভাইয়া এগুলা ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। পানি দেওয়ার ঝামেলা নেই। দোয়া করবেন আমার ছেলের জন্য।ধন্যবাদ

আমাদের এখানেও আজ খুব ঠাণ্ডা পড়েছে। দুপুর ১১ টার দিকে মনে হয় সূর্যের মুখ দেখলাম। তার আগে পুরো কুয়াশা ছিল।

আর ফুল গুলো খুব ভালো করে খেয়াল না করলে অরজিনাল এর মত মনে হচ্ছে, তবে ফল গুলো আর্টিফিশিয়াল মনে হচ্ছে। ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে।

 2 years ago 

যাক দেরি করে হলেপ সূর্যের মুখ দেখেছেন।আহা গরমকালের সূর্য টা কই গেলো😜

আহা গরমকালের সূর্য টা কই গেলো😜

মামার বাড়ি রসের পিঠে খেতে গেছে মনে হয়।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি হলেও ফুল গুলো দেখতে খুব সুন্দর। এই ফুলগুলো ঘরে সাজালে ঘরের সৌন্দর্য্য আরও বেড়ে যাবে।আর আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।আপনার কাছে আর্টিফিশিয়াল ফুল গুলো ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44