কয়েকটি রেনডম আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

২৩ই জুলাই ,২০২৩ খ্রিষ্টাব্দ ।


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

362703828_585293430466607_1245996216385765254_n.jpg
বেশ গরম পড়েছে ,তার উপর মশার উপদ্রপ বেড়েছে। কত বৃষ্টি এর দেখা পাই না। ভেবেছিলাম বৃষ্টি ফোটোগ্রাফি করবো কিন্তু বৃষ্টি আসার কোন নাম গন্ধ নেই। চারদিকে কেমন জানি গরম। তার উপর কোথায় বের পারছি না সারাদিন ঘরে শুয়ে বসে যাচ্ছে। বেশ কিছু দিন আগে ইনজেকশন নিয়েছিলাম সেই যে হাত ফুলে গিয়াছে তা কমার নাম নেই। সব মিলে না। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার মাঝে মাঝে কিছু কিছু জিনিসের ফোটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। যদিও আগে তেমন ফোটোগ্রাফি করতাম না,কিন্তু এখন সুযোগ পেলে হাত ছাড়া করি না। যদিও তেমন ভালো ভাবে পারি না অন্যান সবার মত ,তবে চেষ্টা করি। আমাদের এই কমিউনিটিতে অনেকে অনেক ভালো ফোটোগ্রাফি করে ,যা দেখতে আমার খুব ভালো লাগে।এখন বাহিরে বের হলে একটা জিনিস মাথায় থাকে ভালো কিছু দেখলেই ফোটোগ্রাফি করবো। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে পোস্ট করতে নিলে অনেক্ষন ভাবতে হয় কি পোস্ট করবো। পরে ভাবলাম কিছু ফোটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে।। যদিও আমি সব ফুলের নাম জানি না। তবে ফুলের কালার গুলো অনেক সুন্দর। মিস্টি কালার , লাল কালার ,গোলাপি কালার,বেগুনি কালার ইত্যাদি।

362971353_1228287561204458_8856244637604828249_n.jpg

এইটাকে কাটা মুকুট বলা হয়। আর অনেক কালার হয়। এই গাছে সম্পূর্ণ কাটা থাকে। দেখতে খুব সুন্দর। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Euphorbia milii.

362634300_829273552108384_3285581035975613408_n.jpg

এই ছবিগুলো তুলেছিলাম রাজশাহী থেকে। একদিন বিকালে ঘুরতে গিয়েছিলাম তখন টি বাথ এর এখান থেকে তুলা। ভালোই লাগে দেখতে।

271374673_522212592602458_1925809076841774536_n.jpg

বেশ সুন্দর একটি গোলাপ। কালার টা ও বেশ সুন্দর। রাজশাহীতে একটি বাসার সামনে থেকে এই গোলাপের ছবিটি তুলেছি।

362661573_954318739170802_882047038184394102_n.jpg

বেশ সুন্দর একটি গোলাপ। কালার টা ও বেশ সুন্দর ,সাদা রঙের । রাজশাহীতে একটি বাসার সামনে থেকে এই গোলাপের ছবিটি তুলেছি।

362895571_661613012529009_1098426249804947906_n.jpg

সাদা জবা। মাঝখানে আবার লাল দেখতে বেশ সুন্দর।

362857770_3167936930167037_2831974261693671521_n.jpg
এই ফুল গাছটার নাম আমি জানি না। তবে ভালোই লাগে।

362708621_1713204452529011_3294179021156025173_n.jpg

362964490_789736379474005_6056023833111465182_n.jpg
আজ আর লিখবো না। আবার আসবো অন্য কোনোদিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

সবাইকে ধন্যবাদ

sourch
capture by [Samsung SM-A217F]

কয়েকটি ফটোগ্রাফি এক সাথে

devicesamsung SM-A217F
LocationDhaka/rajshahi

Sort:  
 last year 

ফটোগ্রাফি পোস্ট ভিজিট করতে আমার খুব ভালো লাগে।
আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো সৌন্দর্য উপভোগ করলাম।
বিশেষ করে জবা গোলাপ কাটা মুকুট এবং বাগান বিলাস অসাধারণ ছিল।

 last year 

আপু আপনার অসুস্থতার কথা জেনে সত্যিই খারাপ লাগলো। আসলে হাত দিয়ে আমরা সব কাজ করার চেষ্টা করি। আর সেই হাতে সমস্যা হলে তাহলে তো কিছুই করা যায় না। যাইহোক আপু আপনি আপনার অসুস্থ শরীর নিয়েও দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

 last year 

আসলে আপু বৃষ্টির জন্য অপেক্ষা করে লাভ নেই বৃষ্টির যখন ইচ্ছে হবে তখনই মাঝে মাঝে দেখা দিবে। যাই হোক আপনার ফুলের ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে । আরো কাছ থেকে ফটোগ্রাফি গুলো করলে মনে হয় আরো বেশি ভালো লাগতো ।ধন্যবাদ আপনাকে

 last year 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করি। আসলে শরীর ও মন যদি সুস্থ না থাকে তাহলে কোন কাজেই মন বসে না। বেশ সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

আপনার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ ছিল। সত্যি বলতে ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার অনেক ভালো লাগে আর আপনার ফটোগ্রাফি গুলো মনে হচ্ছিল যেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে এত সুন্দর ছিল শুভকামনা রইল।

 last year 

ঠিকই বলেছেন আপু প্রচন্ড গরম পরছে আর বৃষ্টির দেখা তো অনেকদিন মিলেনা যার কারণে গরমের প্রভাবটা আরো বেড়ে যাচ্ছে। এই বৃষ্টির সময় এত পরিমাণে গরম আর সহ্য হচ্ছে না। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছে আপু বিশেষ করে যদি লাল টকটকে গোলাপ ফুলটার কথা বলি সেটা সবচেয়ে বেশি সুন্দর ছিল।

 last year 

আপু আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গোলাপ,সাদা জবা আর নাম না জানা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এমন সুন্দর ফুল চোখের সামনে দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছে তো করবেই। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66599.39
ETH 3336.69
USDT 1.00
SBD 2.70