সময় অনন্ত দুর্লভ ঐশ্বর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৪ ই মার্চ ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন।



clock-gb91494ee4_1920.jpg

(Source)

সময় অনন্ত এক দুর্লভ ঐশ্বর্য। মানুষের জীবনে শ্রেষ্ট সম্পদ হল নিজ জীবন,আর জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল সময়।সময় সকলের জন্য মূল্যবান সম্পদ।সময় কারো জন্য অপেক্ষা করে না।

যে সময় চলে যায় তা কখনো ফিরে পাওয়া যায় না।জীবনের প্রতিটি সময় মহামূল্যবান।জীবন থেকে একটি মিনিট চলে যাওয়া মানেই একটা মিনিট জীবন থেকে ঝরে যাওয়া।তাই সময় নষ্ট করার অবসর নেই। সময়ের কাজ সময়ে করা উচিত।যখন এক মিনিটের জন্য ট্রেন ধরতে পারে না তখন সেই ব্যক্তিই বুঝে ১ মিনিট তার জন্য কত দামি ছিলো।


সময়ের সদ্ব্যবহার করাতে অনেক লোক প্রতিষ্ঠিত হয়েছে আর অনেক লোক সময়ের অপব্যবহার করার জন্য কতশত প্রতিভাবান মানুষও পিছিয়ে গিয়েছে। তাই মানবজীবনে সময়ের গুরুত্ব অপরিসীম।


সময় একবার চলে গেলে তা ফিরে পাওয়া সম্ভব নয়।জীবনে অর্থ সম্পদ কিংবা স্বাস্থ্য চলে গেলে তা ফিরে পাওয়া সম্ভব কিন্তু সময় কে কখন চলে গেলে তা পাওয়া যায় না।


তবে একটা কথা বলা বাহুল্য আমরা সময় সম্পকে খুব কমই সচেতন।কিন্তু উন্নত রাষ্ট্র সময় সম্পর্কে অনেক সচেতন তাই তো তারা অনেক এগিয়ে গিয়েছে। আমাদের দেশে কোন কিছুই নিদিষ্ট সময় অনুযায়ী হয় না।একমাএ বাঙালিরা সময় সচেতনায় অনেক পিছিয়ে রয়েছে।



আমরা যদি কাজের পরিমানকে সময় দিয়ে ভাগ করে ফেলি তাহলে সাফল্য অর্জন করা সম্ভব।কিন্তু আমরা অলস জাতি আমরা কম সময়ে বিনা পরিশ্রমে সাফল্য অর্জন করতে চায় যার জন্য আমরা পিছিয়ে পরি।আজকের কাজ কালকের জন্য ফেলে না রেখে আজকের কাজ আজকেই করা উচিত।

আমাদের এক রসায়নের ম্যাডাম একটা কথা সবসময়ই বলতেন সময়ের এক ফোঁড় যা অসময়ের দশ ফোঁড়।অর্থাৎ আজকে অল্প সময় নিয়ে পড়াশুনা শেষ করলে পরে জমিয়ে রেখে অনেক সময় পড়লে সময়ের টা সময় মত হয় না।


তাই ছাএজীবনে সময়ের মূল্য দেওয়া উচিত। সমাজের যারা বরনীয় তারা শুরুতেই সময় সম্পর্কে সচেতন ছিলেন।খন্ড কালের জীবনেই তারা রেখে যান তাদের মৃত্যন্জ্ঞয়ী মূল্যবান স্বাক্ষর।বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) জীবনী আলোচনা করে দেখা তিঁনি তার জীবনে প্রতিটি সময় কাজে লাগিয়ে গিয়েছেন।এক মুহূর্তের জন্য ও তিনি সময়কে নষ্ট করে যান নি।এভাবে সময়ের মুল্যায়নের মাধ্যমেই তারা বিখ্যাত হয়েছেন।


যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় না কিংবা সময়ের মূল্য দেয় না জীবনাকাশ ঘনকালো মেঘ আচ্ছন্ন। সময়-জ্ঞান মানুষের সার্বিক উন্নতির চাবিকাঠি। সময় কিংবা স্রোত একবার চলে গেলে তা আর কখনও ফিরে আসে না।


সুতরাং সময়ই হচ্ছে সকল সম্পদের শেষ্ট সম্পদ।তাই আমাদের সকলের উচিত সময় কে সঠিকভাবে কাজে লাগানো।

আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

device Galaxy A13
LocationDhaka

Sort:  
 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু সময়ও সময় কারো জন্য অপেক্ষা করে না। যে সময় একবার চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। তাই সময়ের কাজ সময়ে করা উচিত সবার। কথায় আছে সময় ও স্রোত কাহারো জন্য অপেক্ষা করে না। তাই সময়ের প্রতি সবারই সচেতন হওয়া উচিত। সময়ের মূল্য সবার বোঝা উচিত তাহলেই জীবনে উন্নতি করতে পারবে। আপনার লেখাগুলো পড়ে সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় আর স্রোত কখনোই ফিরে আসে না,যা একবার চেলে যায়।তাই সময়ের সঠিক মূল্য দেওয়া উচিত।ধন্যবাদ

 2 years ago 

সত্যি জীবনে সময়ের মূল্য অপরিসীম। আপনাদের ম্যাডাম ঠিক কথাই বলতো সময়ের এক ফোঁড় অসমায়ের দশ ফোঁড়। জীবনে ভালো কিছু করতে হলে এই মূল্যবান সময়ের মূল্য দিতে হবে। অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হুম তখন হয়ত বুঝতাম না ম্যাডামের কথাটা এখন হারে হারে টের পাচ্ছি সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়

 2 years ago 

সময় নিয়ে আপনি চমৎকার লিখেছেন, আসলে আপু আমাদের সবারই উচিত সময় সম্পর্কে সচেতন হওয়া। আমরা অনেক সময় কাজ কালকের জন্য ফেলে রাখি।সত্যি কাল যে কাজটি করতে পারবো এটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি না। এই কারণে আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে।বিঙ্গানীরা ঠিক বলেছেন সময়ের এক ফোড় আর অসময়ের দশ ফোড়।সময়ই হচ্ছে সকল সম্পদের শেষ্ট সম্পদ । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আজকের কাজ আজকেই করা উচিত।আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত না।

 2 years ago 

সময় নিজের গতিতে বয়ে চলে। শুধু আমরাই বসে থাকি। হয়তো অলস জাতি হিসেবে নিজের স্বীকৃতি ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। সময়ের সাথে পাল্লা দিয়ে যে এগিয়ে যাবে সেই সফলতা অর্জন করতে পারবে। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেন কিছু নিয়ে তো স্বীকৃতি পেতে হবে তাই আমরা বাঙালিরা পজেটিভ না হোক নেগেটিভে রই।

 2 years ago 

সময়ের সদ্ব্যবহার করাতে অনেক লোক প্রতিষ্ঠিত হয়েছে আর অনেক লোক সময়ের অপব্যবহার করার জন্য কতশত প্রতিভাবান মানুষও পিছিয়ে গিয়েছে। তাই মানবজীবনে সময়ের গুরুত্ব অপরিসীম।

এজন্যই কোথায় আছে সময় এবং নদীর স্রোত কারো জন্য কখনোই অপেক্ষা করে না।
সময়ের সদ্ব্যবহার করতে হবে।।
চেষ্টা করতে হবে সময় থাকতে ভালো কাজগুলো করা এবং বদ অভ্যাসগুলো বাদ দেওয়া।। দেখা যাবে এমন একটা সময় আসছে যে আপনি সময়ের অভাবে ভালো কাজগুলো করার সময়ই পাচ্ছেন না।।
অনেক সুন্দর ভাবে গুছিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

জীবনে সাফল্য অর্জন করতে হলে সময়ের মূল্য দিতে হবে।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

হুম আপু একদম যর্থাথ বলেছেন ৷ সময় অনন্ত এক দুর্লভ ঐশ্বর্য ৷ সত্যি যেন তাই সময় জীবনের খাতা থেকে একবার চলে গেলে ৷ তাকে পাওয়ার সার্থ আর নেই ৷ আর সময় মানব জীবনের সাথে গভীর সম্পর্ক৷ আর এই সম্পর্ক যে কাজে লাগিয়েছে সে স্বার্থক৷

তাই প্রতিটা মানুষের উচিত ৷ সময়ের মুল্য বুঝে কাজ করা ৷ যা হোক আপু অনেক সুন্দর একটি টপিক তুলে ধরেছেন আজ ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আসলেই সময় অনন্ত দুর্লভ ঐশ্বর্য।

 2 years ago 

সময় কে নিয়ে বেশ সুন্দর আর বাস্তব মুখি একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। কথায় বলে সময়ে না নোয়ালে বাশঁ পাকলে করে টুস টাস। তাই সময় কে মূ্ল্য দিয়ে আমাদের অবশ্যই আজকের কাজ আজকেই করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করলে সময়ও একদিন আমাদের সাথে বন্ধুত্ব করবে।

 2 years ago 

দারুন বলেছেন তো আপু, সময়ে না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে সময় নিয়ে বেশ দারুণ কিছু কথা লিখে শেয়ার করেছেন। সত্যি আপু আপনার পোস্টটি পড়ার পরে আমি মুগ্ধ। ঠিক বলেছেন আপু আপনি সময় সব সময় তার গতি মতোই চলতে থাকে কারো জন্য অপেক্ষা করে না। আসলে আমাদের এই ছোট্ট জীবনে ভালো কিছু করতে হলে মূল্যবান সময়কে কাজে লাগাতে হবে। আসলে আপু আপনাকে পোস্টে পড়ার পরে আমার কাছে মনে হল সময় অতি মূল্যবান একটি জিনিস। যা কখনো টাকা পয়সা দিয়ে কিনে নেয়া সম্ভব না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আমার পোস্ট পড়ে মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাই আপনাকে।পাশেই থাকবেন

 2 years ago 

আপু আজকে দারুন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের বাঙালি জাতির দারুন একটি দিক তুলে ধরেছেন আর সেটি হলো আমরা হলাম পৃথিবীর সবথেকে বেশি অলস জাতি। যারা পরিশ্রম ছাড়াই সফলতা অর্জন করতে চাই। আর এটাই আমাদের পিছনে পড়ার একমাত্র কারণ। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে আমরা বাঙালিরা কখনোই সময়ের সঠিক মূল্য দেই না,তাই তো উন্নতি করতে পারি না।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.29
ETH 2435.35
USDT 1.00
SBD 2.33