খাসির মাংস দিয়ে হালিমের রেসিপি || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রস্তুত প্রণালীর ছবি

274014181_490550119294032_4470726343666676620_n.jpg

made by @rahimakhatun
খাসির মাংসের দিয়ে হালিম তৈরির প্রস্তুত প্রণালীর ছবি।

Device- samsung SM-A217F


আজ অনেক ব্যস্ততার ছিলাম। আমি আগেই বলেছিলাম আমার একটি ড্রেস এর পেইজ আছে। বেশ কিছু অর্ডার ছিল ,তাই ড্রেস গুলা তৈরি করতে প্রায় আমার সারা দিন লেগে গিয়েছে। যাই হোক আসা যাক মূল আলোচনায় ,আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংসের হালিম। আমার হালির খেতে ভালোই লাগে। বিভিন্ন প্রকারের ডাল দিয়ে এবং চাল ও গম দিয়ে তৈরি করা হয়। আমি নিজেও হালিম মিক্স এবং হালিমের মশলা তৈরি করতে পারি এবং করি কিন্তু আজকে আমি কিনে আনা হালিম মিক্স তৈরি করে দেখাবো।

274899707_295167966038543_3416433472667434867_n.jpg

made by @rahimakhatun

খাসির মাংসের দিয়ে হালিমের ছবি।

Device- samsung SM-A217F

অনেকগুলা ডালের সমন্বয়ে তৈরি হালিম মিক্স। এতে প্রোটিন ফ্যাট ,ও ফ্যাটি এসিড রয়েছে। এইটি উচ্চ ক্যালোরি যুক্ত। এতে প্রচুর পরিমান ভিটামিন বিদ্যমান। বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। বিকাল কিংবা সন্ধ্যা জন্য একেবারে পারফেক্ট। ভালো লাগে মাঝে মাঝে হালিম খেতে।

খাসির মাংসের ছবি

274025557_282061794031561_1184850204032286568_n.jpg

খাসির মাংসের স্বাস্থ্য উপকারিতা অনেক। খাসির মাংসে প্রচুর পরিমান প্রোটিন থাকে। এতে চর্বি পরিমান কিছুটা কম থাকে। ছোট বড় এবং সব ধর্মের মানুষ খেতে পারে। সোডিয়াম এর পরিমান কম এবং পটাসিয়ামের পরিমান বেশি। তবে খাসির মাংস কম খাওয়াই ভালো।


প্রয়োজনীয় উপকরণ

273963365_732593664393656_7304084058852257492_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরন পরিমান
খাসির মাংস ৪০০ গ্রাম
tতেল হাফ কাপ
হালিম মিক্স ১প্যাকেট
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
পেঁয়াজ পরিমান মতো
উপকরণগুলা লিখে দেওয়া হলো।

প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻

274246518_1007645216506912_2626895228927379344_n.jpg

একটি হাড়িতে পরিমান মতো তেল গরম করে নিবো।


♻♻♻২য় ধাপ ♻♻♻

273855228_1004614420139094_4751494835844717587_n.jpg

তারপর তাতে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিবো।


♻♻♻৩ য় ধাপ ♻♻♻

274298513_420080866541735_3785783364064379569_n.jpg

তারপর তাতে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিবো।
তারপর তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিবো।
ভালো করে কষিয়ে তাতে খাসির মাংস টুকরা করে ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিবো।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

274173375_259623016357820_6682408693000441592_n.jpg

তারপর একটু ভেজে তাতে লবন এবং প্যাকেটের মসলা দিয়ে দিবো।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

274111382_280424154166097_7347799531476359794_n (1).jpg

তারপর অন্য দিকে পানি গরম করে নিবো। তারপর প্যাকেটের শস্যদানা গুলা দিয়ে একটি হাড়িতে ঢেলে তাতে গরম পানি দিয়ে দিবো।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

274094970_281121794164568_1625975800740249205_n.jpg

আস্তে আস্তে করে মিশিয়ে নিবো।


♻♻♻৭তম ধাপ ♻♻♻

274046658_380739426803262_1942463856321290822_n.jpg

এই দিকে মাংস কষানো হচ্ছে।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

274528567_910463209649321_7371203935084187451_n.jpg

সামান্য পানি দিয়ে দিয়ে ঢেকে দিবো।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

274637534_1010804919518064_1361781153901821012_n.jpg

তারপর ভিজিয়ে রাখা শস্যদানা গুলা দিয়ে দিবো।


♻♻♻৯ম ধাপ ♻♻♻

273818581_691802598679752_8382025414970840655_n.jpg

তারপর উল্টিয়ে পাল্টিয়ে নিবো।


♻♻♻১০ম ধাপ ♻♻♻

275117404_289128113307591_3124346889470322587_n.jpg

পানি দিয়ে দিবো। সিদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করবো। খেয়াল করে একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে।


♻♻♻১১ত ম ধাপ ♻♻♻

274976350_688678378985087_342579221156402959_n (1).jpg

লবন চেখে দেখবো। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উঠিয়ে নিবো।


♻♻♻১২ তম ধাপ ♻♻♻

274753700_643464776923197_691222489863518530_n.jpg

তারপর তেলে পেঁয়াজ। শুকনো মরিচ ও রসুন ভেজে নিবো।


♻♻♻১৩ত ম ধাপ ♻♻♻
![274177485_662113098539014_8036167678470745038_n.jpg]()

ডালের উপর দিয়ে দিবো।

274650964_257653263223946_2250248734467443972_n (1).jpg

274899707_295167966038543_3416433472667434867_n.jpg

তারপর শসা কুচি ,মরিচ কুচি ,ধনে পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করবো। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

image.png

image.png

Sort:  
 2 years ago 

হালিম আমার অন্যতম প্রিয় একটি খাবারের মধ্যে। যদি কারো সাথে থাকে তান্দুরি রুটি তাহলে তো কথাই নেই। তবে খাসির মাংস দিয়ে আপনার তৈরীকৃত হালিম অসাধারণ ছিল এবং আপনার উপস্থাপনা ও দারুন ছিল।

 2 years ago 

ভাইয়া,আপনি এখানেও একই প্রোফাইল ছবি দিলেন।🤪🤪।যাই হোক আসলেই তান্দুরি রুটি দিয়ে খেতে আমার ও ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি করবো আপু খুব ভালো লেগেছে এই ছবিটি আমার😁😍

 2 years ago 

আহা বেশ লোভনীয় । আমার হালিম খেতে ভালই লাগে , বিশেষ করে রুটি বা পরোটার দিয়ে । আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

হ্যা,ভাইয়া আমি মনে হয় কোন একটা পোস্টে দেখেছি আমি হালিম দিয়ে পরোটা দিয়ে খাচ্ছেন।ধন্যবাদ ভাইয়া সত্যিই মজার ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু খাসির মাংস দিয়ে আপনি হালিমের রেসিপি অনেক সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আমার কাছে আপনার রেসিপির অষ্টম ধাপটি অনেক সুন্দর লেগেছে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যা,অনেক সুস্বাদু হয়েছে। বাসায় একদিন তৈরি করে দেখবেন। খেতে খুব ভালো লাগবে।কেন ৮ম ধাপ ভালো লেগেছে🤔🤔? ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও খাসির মাংস দিয়ে হালিমের রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপু। দেখতে অনেক লোভনীয় লাগতাছে, মনে হয় খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম শহর একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,

 2 years ago 

আসলেই সুস্বাদু ছিলো।আমি ও শেয়ার করতে পেরে ভালো লাগছে।আপনার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খাসির মাংস দিয়ে খুব সুন্দর করে হালিম প্রস্তুত করেছেন। খাসির মাংসের হালিম খুবই সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। নিজের হাতে বানানো হালিম অনেকটাই স্বাস্থ্যসম্মত। প্রতিটি ধাপ আপনার সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার তৈরি হালিম আমাকে শিখতে সহায়ক হবে।

 2 years ago 

নিজেরা তৈরি করলেতো স্বাস্থ্যসম্মত হবেই।নিজেরা খাবো বলে কথা।🤪🤪 হা হা।খাসির মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে।ধন্যবাদ আপানাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

চমৎকার এমন রেসিপির উপস্থাপনা ছিল খুবই দারুণ। এত সুন্দর করে রেসিপি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খাসির মাংস দিয়ে হালিম এর অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই খাসির মাংস দিয়ে হালিম রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল সেই সাথে অনেক লোভনীয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে রেসিপিটি শেয়ার করেছেন। এরকম রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টদায়ক। যাইহোক এত মজাদার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কন্ট্রোল না রাখতে পারলে তো, ঝামেলা,😉😉 হা হা।আর যদি লোভ সামলাতে না পারলে,তাহলে বাসায় বানিয়ে ফেলুন।তাহলে মজা করে খেতে পারবেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হালিম খেতে খুবই ভালোবাসি সময়-সুযোগ পেলেই চলে যায় রাস্তার মোড়ে খাওয়ার জন্য।।
তবে আপনার মত করে বাড়িতে কখনো প্রস্তুত করে খাওয়া হয়নি।।
আপনার প্রস্তুত পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।।
দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল।।

 2 years ago 

কেন জানি বাহিরের হালিম টা খেতে ভালো লাগে ন।বাসায় একদিন প্রস্তুত করে দেখবেন।আশা করি খারাপ লাগবে না।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

খাসির মাংস দিয়ে হালিমের রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে আপু। খাসির মাংস দিয়ে হালিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে হালিম রেসিপি তৈরি করেছেন। হালিম রান্নার প্রসেস দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক মজার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে শেয়ার করেছেন এবং সকলকে শেখার সুযোগ করে দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হালিম আমি অনেক খেয়েছি কিন্তু আমি কখনো হালিম বানানো দেখি নি। আপনার এই পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম এবং শিখতে পারলাম। আমি নিজেই একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

হালিম রেসিপি খেতে আমি অনেক ভালোবাসি ।আপনি তো দেখছি আমাদের মাঝে খাসির মাংস দিয়ে খুবই সুস্বাদু করে হালিমের রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার রেসিপি টা দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে। মনে এই রেসিপিটা হচ্ছে খেতে অনেক সুস্বাদু লাগবে । ধন্যবাদ আপনাকে আপু এমন একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হালিম খেতে আমারো খুব ভালো লাগে।আসলে অনেক সুস্বাদু ছিল। আপনাকেও ধন্যবাদ আমার তৈরি রেসিপিটি দেখে মতামত দেওয়ার জন্য।শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43