যদিও শীতকাল আমার তেমন পছন্দ না তবে শীতকালে শীত না পরলেও উপভোগ করা যায় না।তবে হ্যা রাত শেষে তো যার যার কর্মস্থলে যেতে হয়,যদিও ব্যপারটা বেশ কষ্টের।আসলে শীতের প্রকোপ মোটামুটি সব জায়গা।আসলেই কৃষকদের জন্য বেশ কষ্টের তবে বেশি শীত পরলে কিছু কিছু সবজি বেশ ভালোই হয়।
আসলেই শীত কাল আমারও তেমন একটা পছন্দ নাহ ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷