You are viewing a single comment's thread from:
RE: স্বরচিত কবিতাঃ"বুঝে নিতে শিখো" এবং নিজস্ব অভিব্যক্তি।
বাবা এবং মেয়ের মাঝে এমনই হয়।যারা অত্যন্ত সহজ সরল তারা আসলে এমনই।আমিও আমার বাবাকে দেখেছি,কে কি করছে,অর্থাৎ অন্যায় করলো না করলো তার সাথে তার দেখার সময় নেই,তার এক কথা যে যতটুকু সে ঠিক এতটুকুই পাবে।ভালো করলে ভালো পাবে,আর মন্দ করলে মন্দটাও পাবে।আমি খুব কাজ থেকে দেখেছি, তার নিকটতম আত্নীয় রা কিভাবে ঠকাচ্ছে, আবার বিপদে তিনিই আগে এগিয়ে যাচ্ছে। যাই হোক
কবিতাটা বেশ সুন্দর।
ভালোবাসা প্রকাশে নুইতে চাইনা,
চোখের ভাষা বুঝতে শিখো প্রিয়।
তোমার অপমানে যে অপমানিত,
তার মর্ম বুঝতে শিখো।
লাইনগুলো বেশ সুন্দর। ধন্যবাদ