ফটোশপ দিয়ে একটি ল্যান্ডস্কেপ আর্ট ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৯ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

landscap 4.jpg

made by-@rahimakhatun

Device- Adobe photoshop

কাল রাতে দেখি কাল ভালই ঠান্ডা পরেছে। মনে হচ্ছে শৈত প্রবাহ চলে এসেছে। সকাল সকাল কম্বলের নিচে বসে বসে পোস্ট লিখেছি। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট শেয়ার করবো। আসলে আমি তিন বছর আগে গ্রাফিক্স এর কোর্স করেছিলাম। পরে বেশ কিছু দিন কাজ ও করেছিলাম। পরে বাবুর জন্য কাজ টা আর কন্টিনিউ করতে পারি নি। পরে মোটামুটি সব ভুলে গিয়েছি ,পরে দাদার লোগো কনটেস্টে লোগো তৈরি করতে যেয়ে ইউটিউবে ঘেটে আবার সব টুলস এর ব্যবহার মনে করি। তারপর আজ একটা ল্যান্ডক্যাস্প ডিজাইন করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

99.jpg

আমি মোটামুটি অনেক সময় নিয়ে এই আর্ট করেছি ,আসলে অনেক দিন করা হয়না তাই হাতে জ্যাম লাগে গিয়েছে ,আশা করি আস্তে আস্তে হাত ফ্রি হলে খুব কম সময়ে কাজ তা সম্পূর্ণ করতে পারবো।

প্রয়োজনীয় উপকরণ

এডোবি ফটোশপ সফটওয়্যার ।

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

Screenshot (56).png

প্রথমে এডোবি ফটোশপ সফটওয়্যার ওপেন করবো তারপর একটা সাইজ নিবো তারপর ক্রিয়েট করবো।

২য় ধাপ

Screenshot (77).png

তারপর এমন একটা ইন্টারফেস আসবে।

৩য় ধাপ

Screenshot (80).png
প্রথমে একটি লেয়ার নিয়ে অর্ধেকের বেশি রেকটেঙ্গুলার টুলস নিবো। এবার আমি গ্রেডিয়েন্ট কালার নিব।

৪র্থ ধাপ

Screenshot (82).png

তারপর বাকিটুকু কালার করে নিবো।

৫ম ধাপ

Screenshot (83).png
তারপর ব্রাশ টুলস দিয়ে সাদা রঙ নিয়ে চাঁদ দিব।

৬ষ্ঠ ধাপ


Screenshot (84).png

তারপর আরো ছোট করে আরেকটা চাঁদ নিবো ,তারপর অপাসিটি কমিয়ে নিয়েছে।

৭ম ধাপ

Screenshot (87).png

তারপর লেসো টুল দিয়ে এঁকে নিলাম।

৮ম ধাপ

Screenshot (89).png

তারপর কপি করে উল্টা করে দিব। তারপর অপসিটি কমিয়ে দিবো ,তাহলে পানিতে ছায়ার মত হবে।

৯ম ধাপ

Screenshot (91).png
একই ভাবে গাছ দিয়ে দিব।

১০ম ধাপ

Screenshot (93).png

তারপর ছোট ছোট তারা দিয়ে দিব। ডি সিলেক্ট করে নিলাম।

landscap 4.jpg

হয়ে গেলো আমার ডিজিটাল ল্যান্ডস্ক্যাপ আর্ট । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

device adobe photoshop
LocationDhaka
photograpy art

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP
Sort:  
 2 years ago 

আপু,দারুণ হয়েছে।আর হাতে যেহেতু জ্যাম ধরেছে তাহলে একটু ঘষে নিন ঠিক হয়ে যাবে,হাহাহা।আমারও খুব ইচ্ছা এরকম কাজ করার,তবে ২জনের ব্যস্ততায় কোনো কাজ ঠিকমত করা যায় না।আরও দেখবো এরকম ডিজিটাল ল্যান্ডস্কেপ আর্ট গুলো।

 2 years ago 

হা হা,ঘষতে পারলে ভালোই হতো😉।আসলেই ব্যস্ততার জন্য কোন বাড়তি কাজ করা যায় না।ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপু হাতের জ্যাম ছাড়ানোর জন্য ট্রাফিক পুলিশ নিয়ে আসেন হা হা হা। ছোট বাচ্চা থাকলে অনেক সময় নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে নিতে হয়। তখন আমরা জানা কাজও অনেক সময় ভুলে যাই। আপনি লোগো কনটেস্টে লোগো তৈরি করতে গিয়ে গ্রাফিক্স এর কাজ মনে করতে পেরেছেন জেনে খুব ভালো লাগলো। যাই হোক ফটোশপ দিয়ে ল্যান্ডস্কেপ আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। আমার কাছে এই আর্ট অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকাল ট্রাফিক পুলিশ রা জ্যাম ছাড়ায় না বরং জ্যাম আরো লাগায়😜😜।যাএাবাড়ির ট্রাফিক পুলিশ গুলাকে দেখলে অনেক মেজাজ খারাপ হয়ে যায়। 😄

 2 years ago 

তিন বছর আগে ফটোশপের কাজ শিখিয়েছিলেন এবার কিন্তু বেশ কাজে লেগেছে। যদিও ফটোশপের কাজ আমার কখনো শেখা হয়নি। তাই এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। অনেক সুন্দর ভাবে আপনি এই ডিজিটাল আর্ট করেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে।

 2 years ago 

আপু আপনি এমনেই অলরাউন্ডার, এটা চাইলেই শিখতে পারবেন।ডিজিটাল আর্টগুলো করতে ভালোই লাগে। ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

স্বাভাবিক বিষয় অনেক দিন কোন বিষয় চর্চা না করলে সেটা তো ভুলেই যাবেন। যাক অবশেষে ইউটিউব মামার সাহায্য নিয়ে নিয়ে শীতের কম্বলের ভিতর বসে আপনি আপনার সত্যিকারের ক্রেয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করলেন। ফটোশপ দিয়ে যে সুন্দর করে আপনি একটি চিত্র অঙ্কন করলেন বাপরে অনেক কঠিন। ‍আপনার উপস্থাপনাও ছিল বেশ।

 2 years ago 

হুম আপু দিন শেষে আমাদের ইউটিউব এর সাহায্য নিতেই হয়।হুম কম্বলের নিচে না বসে কি আর উপায় আছে,বেশ শীত বলে কথা।😉

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58647.58
ETH 2550.58
USDT 1.00
SBD 2.50