ছোটবেলার শবেবরাত।

in আমার বাংলা ব্লগ5 months ago
১২ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ

২৫ই ফেব্রুয়ারি ২০২৪ খৃস্টাব্দ ।


আজ রোজ রবিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



bread-6713579_1280.jpg

source

আজ মুসলমানদের পবিত্র একটি ধর্মীয় দিন।আজ পবিএ শবেবরাত।এই রাতে যত খুশি নফল ইবাদত করার দিন।আসলে যদিও আগের মত এত আমেজ নেই। আগে এই দিনের জন্য অনেক অপেক্ষায় থাকতাম।এই দিনে প্রতিটি ঘরে ঘরে হালুয়া রুটি তৈরি করা হতো।
তারপর একজন আরেকজনের বাসায় দিয়ে আসতো।তারপর সারারাত ধরে ইবাদত করতো তারপরের দিন ছুটি থাকতো।আগে যখন অনেক রকমের হালুয়া তৈরি করতো তারপর যখন প্লেট সাজাতো বেশ ভালো লাগতো।বেশ খুশি মনেই প্রতিবেশীদের বাসায় দিয়ে আসতাম। একবার এক প্রতিবেশী বাসায় দিয়ে আসার সময় কুকুর বেশ তারা করেছিলো, সেই দিনগুলোর কথা আজও মনে পরে।তারপর দৌড় দিয়ে যেয়ে আচার খেয়ে পরেও গিয়েছিলাম।এই কথাটাগুলো এখন মনে পরলে বেশ হাসি পায়।

সবে মেরাজ থেকেও বেশ জাঁকজমকপূর্ণ হয় এই দিন আর রাত।তাছাড়া এই দিনে অনেকে অনেক অপকর্ম ও করে বেশি।এই সময় বাসায় বাসায় যেয়ে বিভিন্ন কিছু চুড়ি করে নিয়ে তারপর বন্ধুরা মিলে খেতে অথচ বাসায় বলে যেত

আরো কত কি অনেক বছর আগে বন্ধুরা মিলে এমন একটা আয়োজন করতে যেয়ে মারা গিয়েছিলো কয়েকটা বন্ধু আমার ঠিকমত এত খেয়াল নেই।


একবার আমার বাসায় থাকতো আমার সমবয়সী একটা ফ্রেন্ড।ও আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সারারাত আমরা একসাথে নামাজ পরবো আর কোরআন শরিফ পরবো কিসের কি আমরা গল্প করতে করতে রাত পার করেছি মনে হয়। আসলে ফ্রেন্ডরা একসাথে থাকলে যা হয় আরকি।আসলে পরের দিন ছুটির দিন বিদায় বেশ মজা করতাম আমরা।আসলে শবেবরাত মানেই তো রোজা আসার আমেজ।আসলে আরবি মাসের শাবান মাসের এক তারিখে হয় শবে মেরাজ তার পনেরো দিন পরে হয় শবে বরাত তারপর তারপরই শুরু হয় রমজান মাস।


আমার মধ্যে এই দিনে আবার সমবয়সী আত্নীয় স্বজন একজন আরেকজনের বাসায় যায় অনেক সময় একজন আরেকজনের বাসায় ইবাদত ও করে।একবার আমার ভাই আর তার সমবয়সীকাজিন রা একসাথে হয়।তারা একবার মসজিদের নামাজ শেষ করে তারপর তারা সারারাত ধরে সে কি দুষ্টামি আসলে সমবয়সী থাকলে যা হয়।এখন আর তেমন সময় পায় না একজন আরেকজন।যে যার কাজে ব্যস্ত।
বছরে একবারও দেখা হয় না।


তবে শবেবরাত আগে মনে করতাম এইদিনে ভাগ্য গননা করা হয়, তাই রাতে সৃষ্টিকর্তার কাছে অনেক কিছু চাইতাম।আমাদেরকে বলা হতো সারাবছর কি করবে না করবে তা সবটাই এই দিনে লিখে তাই ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে অনেক কিছু দেন।


আসলে এই দিনে রাতে সৃষ্টিকর্তা বান্দার খুব নিকটে আসে।বান্দার আমল দেখে বেশ খুশি হন,তাই সৃষ্টিকর্তা তার বান্দাকে ক্ষমা করে দেন।এবং বান্দার মহৎ ইচ্ছে গুলো পূরন করেন।

আসলে আমাদের সকলেরই উচিত যার যার ধর্মগুলো ঠিকমত পালন করা।আসলে ধর্মগুলো পালন করলেই সফল মানুষ হওয়া যায়।


আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

Sort:  
 5 months ago 

ছোটবেলার শবে বরাত ছিল সবার জন্যই অনেক বেশি সুন্দর। ছোটবেলার শবে বরাতের কথা মনে পড়লে সত্যি অন্যরকম আনন্দ লাগে। সবাই খুব ভালো ইবাদত করত ওই দিনটাতে একে অপরের জন্য। সারারাত নামাজ পড়া হতো আল্লাহর ইবাদত করা হতো। ছোটবেলায় সবাই যখন একসাথে নামাজ পড়তাম সেই মুহূর্তটা বেশি সুন্দর ছিল। অনেক রকমের খাবার যখন তৈরি করা হতো, তখন সেই খাবারগুলো একসাথে সবাই মিলে খেতে অনেক ভালো লাগতো। আসলে ধর্মগুলো ঠিকভাবে পালন করা উচিত প্রত্যেকটা মানুষের।

 5 months ago 

ছোটবেলার শবে বরাত নিয়ে যত বলব, ততই কম হবে। বলে শেষ করা যাবে না ছোটবেলার শবে বরাতকে নিয়ে। কারণ ছোটবেলার শবেবরাত ছিল সবথেকে আলাদা এবং অনেক বেশি সুন্দর। ছোটবেলায় শবে বরাত আসলেই ঈদের একটা গন্ধ পাওয়া যেত। সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করতাম, কারণ শবে বরাতে ভালো মন্দ রান্না করা হতো। আর মসজিদে গিয়ে নামাজ পড়তাম অনেক বেশি ভালো লাগতো সেই সময়টাতে। বড় হওয়ার পাশাপাশি যেন আনন্দঘন সেই মুহূর্তগুলো আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আর এগুলো কখনোই আমরা ফিরে পাবো না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50