হ্যালো ,,
আমি @rahimakhatun
আজ রোজ শনিবার
২১ই- মার্চ ২০২২ খৃস্টাব্দ
৭ ই জৈষ্ঠ্য, ১৪২৯বঙ্গাব্দ
আমি আজকে একেবারে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সিজন -২ এ স্টিম পাওয়ার বৃদ্ধিতে অংশগ্রহন করবো। এর আগে এই কনটেস্ট এ অংশগ্রহণ করেছি । আমরা সকলে জানি পাওয়ার মানি শক্তি। তাই আইডি এর শক্তি বৃদ্ধির জন্য পাওয়ার আপ করতে হয়। যত বেশি পাওয়ার ঠিক ততই বেশি শক্তি। আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছি। সামনে আরও যদি সুযোগ পাই ,তাহলে আরো পাওয়ার বৃদ্ধি করবো। তো চলেন কথা না বারিয়ে যাওয়া যাক।

পাওয়ার বৃদ্ধির করার প্রক্রিয়া |
পূর্বের এবং পরের স্টিম পাওয়ার |
আমার পূর্বের স্টিম পাওয়ার ছিল ( 806.636steem)। পরে যখন (402.402) স্টিমের এর 10 স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি ,তখন আমার স্টিম পাওয়ার হলো (816.636 steem)।
আমার আগের টোটাল402.402স্টিম ছিল। এবং স্টিম পাওয়ার ছিল 806.636স্টিম পাওয়ার।
স্টিম থেকে পাওয়ার আপ এ যাবো।
আমি এমাউন্ট এ10 স্টিম লিখে দিলাম।
হয়ে গেলো আমার পাওয়ার আপ 806.666 পাওয়ার বৃদ্ধি। অর্থাৎ 10 স্টিম পাওয়ার আপ।
সারকথা :
আপনারা পাওয়ার আপ করবেন ,এবং অন্যকে উৎসাহিত করবেন। তাহলে আপনার আইডির শক্তি পাবে। পাওয়ার আপ করলে ভোট দিয়ে বেশি পরিমান কিউরেশন পাওয়া যায়। অন্যদেরকে ভোট দিয়ে লাভবান হওয়া যায়। যত বেশি পাওয়ার আপ করবো ততো বেশি ক্ষমতা বৃদ্ধি পাবে।
আজকে আর নয়। প্ররবর্তীতে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন। সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় ।
সবাইকে ধন্যবাদ
device | samsung SM-A217F |
Location | Dhaka |
photograpy | screenshot |

বিকল্প হিন কাজ হচ্ছে পাওয়ার বৃদ্ধি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি কাজ করতে হলে প্রতিনিয়তই পাওয়ার বৃদ্ধির চালিয়ে যেতে হবে ধন্যবাদ আপনাকে পাওয়ার বৃদ্ধির পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য
ঠিক বলেছেন বিকল্প হীন কাজ হচ্ছে পাওয়ার আপ করা।ধন্যবাদ।শুভ কামনা রইল।
নিজের আইডির সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করছেন জেনে খুব ভালো লাগল। আসলে স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে চাইলে আমাদের নিয়মিত পাওয়ার আপ অত্যন্ত জরুরী। পাওয়ার আপের মাধ্যমে একদিকে যেমন আমাদের আইডি সক্ষমতা বৃদ্ধি পায় অন্যদিকে আমাদের ভোটিং ভ্যালুও বৃদ্ধি পাবে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন। পাওয়ার আপ করলে আইডির সক্ষমতা বৃদ্ধি পায়।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
কমিউনিটিতে পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের অবস্থান শক্ত করে আর আপনি নিজের অবস্থান শক্ত করার জন্য পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে ভালো লাগলো। এভাবে কন্টিনিউ পাওয়ার বৃদ্ধি করতে থাকলে খুব দ্রুতই লক্ষ্যে পৌঁছে যাবেন ।শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে,আসলে এখানে কাজ করতে হলে একাউন্টের তো সক্ষমতা বৃদ্ধি তো করতেই হবে।তাই করে নিলাম।ধন্যবাদ
আপনার এই পাওয়ার আপ পোস্ট দেখে আমার অনেক ভালো লাগলো। আপনি পোস্টটি অনেক ভালো ভাবে সাজিয়েছেন। এভাবে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান এই কামনা করি।
পাওয়ার আপের পোস্ট দেখে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আমরা সকলে পাওয়া আপকে ভালোবাসি। আপনিও পাওয়া আপ করবেন।ধন্যবাদ
ঠিক বলেছেন আপু মনি, যত বেশি তাকে আপ তত বেশি ক্ষমতা বৃদ্ধি, আর এছাড়াও এই প্লাটফর্মে দীর্ঘ মেয়াদি কাজ করতে হলে, পাওয়ার আপ খুবই জরুরী, আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমার খুবই ভালো লেগেছে, এভাবেই আপনি আপনার ধারাবাহিকতা চালু রাখুন, শুভকামনা রইলো আপনার জন্য।
কাজ করতে হলে তো ধারাবাহিকতা চালু রাখতেই হবে।যাই হোক আপনার জন্যও শুভ কামনা রইল। দোয়া করবেন। ধন্যবাদ
পাওয়ার আপের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখে খুবই ভালো লাগলো, এবং আশা করি এই ভাবে এগোতে এগোতে একটা সময় আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। ধন্যবাদ আপনাকে।
পাওয়ার আপের মাধ্যমে তো এগিয়ে যেতেই হবে,কাজ করতে হলে।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।
সেটাই দেখছি প্রতিনিয়ত নিজেকে এগিয়ে যাচ্ছেন, এবং আশা করি খুব শীঘ্রই গন্তব্যে পৌঁছাবে ধন্যবাদ।
পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবারই প্রতিনিয়ত পাওয়ার আপ করা প্রয়োজন। আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে আমি উৎসাহিত হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি করার জন্য।
আমার ১০ স্টিম পাওয়ার আপ দেখে আপনি উৎসাহিত হয়েছেন জেনে ভালো লাগলো।আপনিও পাওয়ার আপের পোস্ট করবেন।ধন্যবাদ
আসলে আমরা জানি যে পাওয়ার আপ ছাড়া সামনের দিকে আগানো সম্ভব না। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। নিজের সবথেকে বড় না। দীর্ঘমেয়াদী কাজের জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। এভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।
সামনে আগাতে হলে,আসলেই পাওয়ার আপ করা জরুরি। আপনি ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইল
পাওয়ার আপ করার জন্য প্রথমেই আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ।১০ স্টিম পাওয়ার করেছেন ।পাওয়ার এর পরিমাণ কিন্তু মুখ্য না ধারাবাহিকতা অব্যাহত রাখা আমার কাছে মুখ্য বিষয়।আপনার টার্গেট খুব তাড়াতাড়ি পূর্ন হোক এই কামনা করি।
ইনশাআল্লাহ আপু।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।🌹🌹
পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা আর তাই নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আপনি 10 স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপনার জন্য ও শুভ কামনা রইল ভাই।নিজের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপের বিকল্প নাই। ধন্যবাদ