আমের পিউরি আচার রেসিপি।
আমি @rahimakhatun
from Bangladesh
১ লা ভাদ্র ১৪৩১
বঙ্গাব্দ ।
১৬ আগস্ট ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
অনেক দিন পোস্ট করতে বসেছি,আসলে আমার বাবুটা বেশ কয়েকদিন যাবত বেশ অসুস্হ।যেমন জ্বর, তেমন বমি আর গায়ে ছোট ছোট কি যেন উঠেছে। কিছু খেতে চায় না সারাক্ষণ কান্না করে।আমাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না।তাই এতদিন পোস্ট করতে পারি নি।আজকে সামান্য একটু ভালো তবে শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে। যাই হোক আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।যদিও রেসিপিটা অনেক আগের।বেশ কিছুদিন আগে গ্রাম থেকে কিছু পাকা আম আনা হয়েছিলো।আমগুলো বেশ মিষ্টি কিন্তু একটু কেমন জানি গন্ধ গন্ধ তবে পচা না।তাই ভাবলাম এগুলো দিয়ে আচার বানানো যায় কিনা।যদিও পাকা আম দিয়ে কখনও আচার বানানো হয়নি তবুও চেষ্টা করে দেখার ইচ্ছে ছিলো তাই বানিয়ে নিলাম।চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি।
|
---|
উপকরন | পরিমান | |||
---|---|---|---|---|
আমের পিউরি | প্রয়োজনমতো | |||
পাঁচফোড়ন | ১ টেবিল চামচ | |||
লবন | সামান্য | তেল | ১/২ কাপ | |
চিনি | পরিমান মতো | |||
শুকনো মরিচ | ১/২ টি চামচ | |||
তেঁতুল | ১/২ কাপ |
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
আমের পিউরি গুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব।
২য় ধাপ |
---|
৩য় ধাপ |
---|
মসলা গুলো মিশিয়ে নিব।
৪ র্থ ধাপ |
---|
লবন মিশিয়ে নিব।
৫ম ধাপ |
---|
তেঁতুল পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময়।
৬ ষ্ঠ ধাপ |
---|
তেঁতুলের পিউরি মিশিয়ে নিব ।
৭ম ধাপ |
---|
ভালো করে জ্বাল দিয়ে পানি শুঁকিয়ে সামান্য চিনি মিশিয়ে নিব।
৮ম ধাপ |
---|
সরিষার তেল মিশিয়ে নিব।
৯ম ধাপ |
---|
প্রায় হয়ে গেলো ,আমের পিউরির আচার। ঠান্ডা হয়ে এলে কাঁচের বয়ামে নিয়ে নিব।
হয়ে গেলো আমের পিউরি আচার রেসিপি।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | recipe |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ছোট বাচ্চারা অসুস্থ হলে মাকে সবসময় কাছে চায়। ভালো করেছেন আপু বাচ্চাকে সময় দিয়ে। পোস্ট চাইলে সব সময় করা যায়। এখন কিছুটা সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। আপনার আমের পিউরির আচার দেখেই তো খেতে ইচ্ছা করছে। এভাবে কখনো আমের পিউরি দিয়ে আচার তৈরি করা হয়নি। তেতুলে দেওয়ার কারণে খেতে মনে হয় আরো বেশি সুস্বাদু হয়েছিল। বেশ লোভনীয় লাগছে দেখতে।
প্রথমেই আপনার বাবুর পূর্ণ সুস্থতা কামনা করছি। আজ আপনি আমাদের মাঝে আমের আচারের মজাদার একটি রেসিপি তুলে ধরেছেন আপু।আমের আচার খেতে আমি খুবই পছন্দ করি।অনেকদিন পর আজকে আপনার পোষ্টের মাধ্যমে আমের আচার দেখতে পেয়ে খুবই খেতে ইচ্ছা করছে।যাইহোক আমের মজাদার পিউরি আচারের রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার বাবু অসুস্থ জেনে খুব খারাপ লাগলো। দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। বেশ লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আজকে। এরকম আমের পিউরি দিয়ে আচার কখনো তৈরি করা হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুস্বাদু এবং লোভনীয় একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমের আচার খেতে সবাই অনেক পছন্দ করে। আর আপনি এত সুন্দর করে এই আচার তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা আচার রেসিপি দারুন হয়েছে আপু। অনেক লোভনীয় লাগছে।
আচার খেতে কেনা ভালোবাসে।আজ আপনি দারুন ভাবে আমের আচার তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা আচার দেখে ভীষণ লোভ লেগে গেল।খুবই চমৎকার ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।যা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু শরীর ভালো না থাকলে যা হয় আরকি।দোয়াকরি আপনার বাবু তারাতাড়ি সুস্থ হয়ে উঠবে।যাইহোক আপু আমের পিউরি দিয়ে এভাবে আচার বানানো যায় আমার জানা ছিল না। আমার কাছে আমের পিউরি রয়েছে একদিন অবশ্যই তৈরি করবো।খেতে নিশ্চয় অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আচার খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি দেখতেছি আমের পিউরি দিয়ে চমৎকার আচার রেসিপি করেছেন। তবে পাকা আমের আচার কখনো খাওয়া হয় নাই। তবে আমাদের এই দিকেও অনেকে অনেক ধরনের আচার দিয়ে থাকে আম দিয়ে। যাইহোক খুব মজার আচার রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।