মার্কডাউন ব্যবহারের প্রথম অংশ || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊] View the full context

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমি @rahimakhatun
from Bangladesh

২২ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।

৭ই- মার্চ২০২২ খৃস্টাব্দ, সোমবার ।


এখন ষড়ঋতুর বসন্ত কাল।


Copyright free image source : Pixabay

আজকে আমি স্টিমেটে ব্যবহার যোগ্য মার্কডাউন কোড (html )নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের সকালের কাজে লাগবে। চলুন আগে একটু জেনে নেওয়া যাক মার্কডাউন কি।
মার্কডাউন (html )কি

মার্কডাউন

মার্কডাউন হচ্ছে লিখাকে সুন্দর এবং আকষর্ণীয় করার জন্য যে কোড ব্যবহার করা হয় ,তাকেই মার্কডাউন বলা হয়। অর্থাৎ লিখাগুলাকে দৃষ্টিনন্দন সহজ সাবলীন ভাষা করার জন্য আমরা যে টেক্সট ফরমেট ব্যবহার করি তাকেই মার্কডাউন বলা হয়। অর্থাৎ একটি কনটেন্ট লেখার সময় লিখাটাকে বোল্ড ,ইতালিয়ান ,মাঝখানে ,কিংবা টেবিল আকারে ইত্যাদি করার জন্য যে কোডগুলা ব্যবহার করা হয় ,সেই কোড গুলাকে মার্কডাউন বলা হয়।

মার্কডাউনের ব্যবহার

(১)লিখাকে ইটালিয়ান করতে হলে


(২)লিখাকে বড় থেকে ছোট করতে হলে


(৩)লিখাকে মাঝখানে করতে চাইলে


(৪) বাম পাশে ও ডান পাশে করতে চাইলে।


(৫)লিখাকে মোটা করতে চাইলে।


(৬)লিখাকে লাল কালার করতে চাইলে


(৭)লিখাকে সবুজ কালার করতে চাইলে


শরীরটা আজকে কেন জানি আর ভালো লাগছে না ,তাই আর বাকি কোড গুলা লিখতে পারছি না। আবার বাকি কোড গুলা নিয়ে লিখবো।সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy type markdown code
editing adobe photoshop
Sort:  
 2 years ago 

মার্কডাউন খুব সুন্দর একটি টিউটোরিয়াল আপনি শেয়ার করেছেন আপু । মার্কডাউন সম্পর্কে অনেকেই ভাল করে জানেন না ।আপনি খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন । পরের পর্বের অপেক্ষায় রইলাম আপু

 2 years ago 

ইনশাআল্লাহ পরের পর্ব খুব শীঘ্রই শেয়ার করব। কাল একটু অসুস্থ হয়েছে হয়ে গিয়েছিলাম। তাই করতে পারি নাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যারা এসব মার্কডাউন জানেনা তারা আপনার পোস্ট টি দেখে খুব সহজেই মার্কডাউন গুলো শিখে নিতে পারবে। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল খুব সহজেই যে কেউ বুঝে নিতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে কিছু কিছু মার্কডাউন কোডগুলো সর্বপ্রথম আমি আপনার কাছ থেকে শিখে নিয়েছিলাম।আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব শিক্ষণীয় ছিল পোস্ট টি। দুইটি ব্যাপার আমি একটু ভুলে গিয়েছিলাম, আজ দেখে আবার মনে পড়ে গেল। আপনার উপস্থাপন টা দারুন লেগেছে আমার। অনেক শুভেচ্ছা রইলো। আরো সামনে এগিয়ে যেতে থাকুন।

 2 years ago 

আমার দ্বারা যদি একটু উপকৃত হয়, তাহলে আমার এই পোস্টের সার্থকতা। আপু আপনার মতামত আমার ভালো লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। আসলে মার্ক ডাউন ব্যবহার করলে পোস্টটি অন্যের নিকট খুবই আকর্ষণীয় দেখায়। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে কয়েকটি মাক ডাউন সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

আপনার পোস্টটি নিচে টেবিলের শব্দগুলো ইংলিশে গুলো বাংলাতে করুন। যেহেতু পোস্ট বাংলাতে তাই বাংলাতে লিখলে অনেক সুন্দর দেখাবে।

 2 years ago 

আপু আপনার উপস্থাপনা সত্যিই অনেক অসাধারণ ছিল। তবে একটু বেশ কঠিন মনে হচ্ছে। আপনি চাইলে দাদার আর্কাইভ থেকে মার্ক ডাউনের দুইটি পোস্ট হয়েছে সেগুলো দেখতে পারেন ওগুলোতে আরো সহজসাধ্য ভাবে সবগুলো এইচটিএমএল কোডের ব্যবহার ব্যাখ্যা করা আছে। আর আপনার উপস্থাপনার প্রশংসার না করলেই নয় আপনি বরাবর সেরা 🤟

 2 years ago 

কেন কঠিন মনে হলো?,আমার জানা নাই, আমিতো দাদার টিউটোরিয়াল দেখে শিখেনিয়েছি।তারপর বিস্তারিত ভাবে বাংলায় লিখেদিয়েছি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মার্ক ডাউন আমাদের পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কেননা মার্ক ডাউন ব্যবহার করার মাধ্যমেই আমাদের পোষ্ট গুলোকে আরো আকর্ষণীয় করে তোলা যায়।এজন্য আমাদের সবারই এটি সম্পর্কে অনেক ভালো ধারণা থাকা উচিত আপনি মার্ক ডাউন সম্পর্কে আমাদের মাঝে দারুন একটা পোস্ট শেয়ার করেছেন । খুবই একটা শিক্ষনীয় পোস্ট ছিল এটা ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন মার্ক ডাউন ব্যবহার করলে পোস্টটাকে আরো আকর্ষণীয় মনে হয়। পড়তেও ভালো লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। শুভেচ্ছা রইল

 2 years ago 

অও ,আপু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।আসলে নতুনদের জন্য খুবই প্রয়োজনীয় একটি পোষ্ট করেছেন।তাছাড়া আপনি সহজ পদ্ধতিতে দেখিয়েছেন আমি তো উপরের বিষয়গুলি পারি তবে কালার সম্পর্কে একটু কম ধারণা ছিল।আজ পুরোপুরি ধারণা পেলাম, ভালো লাগলো।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68034.95
ETH 3846.82
USDT 1.00
SBD 3.66