NFT প্রতিযোগিতার জন্য আমার আঁকা কার্টুন | |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামু আলাইকুম "



হ্যালো ,,

আমি
@rahimakhatun


জ রোজ সোমবার

৩১ জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ

১৭ই মাঘ ১৪২৮ বঙ্গাব্দ

NFT প্রতিযোগিতার জন্য স্ক্যানিং করা আঁকা কার্টুননের ছবি

NFT প্রতিযোগিতার জন্য স্ক্যানিংকরা কার্টুনের ছবি


আজ আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি দাদার দেওয়া ঘোষণা অনুযায়ী NFT জন্য একটি আর্ট করার পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি একটি মজার প্রতিযোগিতা। আমি মজার ছলে এঁকেছি। NFT মানি হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। এটি অবিনিময়যোগ্য নির্দেশন। অর্থাৎ ১০ টি বিনিময়ে আমরা ৫টাকা ৫ টাকা করে পাই কিংবা আরো নানান ভাবে বিনিময় করতে পারি। কিন্তু NFT এর বিনিময়ে কিছুই পাই না। তাই আইটেক এটিকে নন ফাঞ্জিবল টোকেন বলা হয়। যাই হোক আমি মজার ছলে এঁকেছি। আমি তেমন কিছুই আঁকতে পারি না। শুধু অংশগ্রহণের জন্য আমি এঁকেছি। প্রাইস পাওয়া বড় কথা নয়,অংশগ্রহণই বড় কথা হা হা। কথা না বারিয়ে দেখে ,চলুন দেখে নেওয়া যাক।

NFT প্রতিযোগিতার জন্য আঁকা কার্টুননের ছবি

271905314_2213063802168063_86197026845364153_n.jpg

art by @rahimakhatun
Device- samsung SM-A217F

NFT প্রতিযোগিতার জন্য কার্টুনের ছবি

প্রয়োজনীয় উপকরণ

272189902_1027164017838900_6206530571208639998_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো




উপকরণঃ
🔺 খাতা
🔺পেন্সিল
🔺জল রং পেন্সিল
🔺মোমের রং
🔺 গ্লিটার পেন
🔺পেন্সিল কম্পাস
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

272129690_976103023336128_6227523063323861811_n.jpg

প্রথমে আমি একটি সার্কেল এঁকে নিয়েছি।

২য় ধাপ

271725745_351670110108345_7979352130531306336_n.jpg

তারপর সার্কেলের ভিতরে একটি লাভের মতো একটি চিহ্ন আঁকবো পেন্সিল দিয়ে।।

৩য় ধাপ

271893853_658311508627468_6839565393956177773_n.jpg

তারপর ঠোঁট আঁকার চেষ্টা করছি।

৪র্থ ধাপ

271805756_474013550978103_130080198012349298_n.jpg

তারপর চোখ এঁকে নিয়েছি।

৫ম ধাপ

272395164_263952292526717_99514467417190380_n.jpg

তারপর নাক এঁকে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

271946753_5163819493631026_1174985830896246567_n.jpg

তারপর এভাবে এঁকে নিবো।

৭ম ধাপ

এবার রং করার পালা

272161900_355204059525960_1032094313525627198_n (1).jpg

271932332_672214134135879_3809493029207390267_n.jpg

272121745_1640935872925670_5510248176317978168_n.jpg

272454378_333611595341985_9204781559601036939_n.jpg

271810482_1033361714189503_7135712478997102774_n.jpg

272896550_1073837503185330_458346395358895830_n.jpg

272786121_671912197179999_6767980616776539596_n.jpg

272263019_4832412343502514_6806045019945868089_n.jpg

272760623_666106364422285_7268280107746268932_n.jpg

271851436_465512448349388_2471088302303964816_n (1).jpg

স্ক্যান করার পরে

TBd2gKGTWEDUsF3K82w9iQHUEv1yfKtKmz


শেষ হয়ে গেলো আমার আঁকা NFT প্রতিযোগিতার জন্য কার্টুন। আশা করি ভালো লাগবে, আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।

সবাইকে ধন্যবাদ

device-samsung SM-A217F


Location-Dhaka

262062024_634772777967042_2697391207345170494_n.png

271240399_1609761622694608_2904786327938640020_n.png

Sort:  
 3 years ago 

খারাপ না ভালোই ড্রয়িং করেছেন, আমার মনে হয় আপনি ড্রয়িংগুলো প্রাকটিস করতে পারেন তাহলে আরো বেশী দক্ষতা অর্জন করতে পারবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। আপনি অনেক চমৎকার ভাবে একটি কার্টুন অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে কার্টুন পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

Nft প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক সুন্দর একটা কার্টুন তৈরি করেছেন আপু। এটা দেখতে বেশ চমৎকার হয়েছে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

প্রতিযোগিতার জন্য কার্টুনের চিত্রটি একদম অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে এডজাস্ট করেছেন। আপনি খুব সুন্দর কার্টুন চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার আর্ট। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62507.39
ETH 2451.91
USDT 1.00
SBD 2.64