রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

332321027_773355364213036_4129981284173114903_n.jpg

made by-@rahimakhatun

Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রঙিন কাগজ দিয়ে ফুল বানানো পদ্বতি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে গত কাল রাতে অনেক দিন পর রঙিন কাগজ নিয়ে বসেছিলাম।সন্ধ্যা থেকে বসবো করে বসা হয়নি ,আসলে সন্ধ্যার দিকে শরীর তা বেশ খারাপ লাগছিলো। ভেবেছিলাম কনটেস্ট এর জন্য ফ্রুট কারভিং করবো ,কিন্তু সাহস হচ্ছিলো না। আজ চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি কিছু করা যায় কিনা।

332107271_723268102711872_6541644456706163316_n.jpg

কাল রাতে ছেলেকে ঘুম পারিয়ে তারপর রাত ১০ টার পর বসেছিলাম। মোটামুটি অনেক সময় লেগেছে তৈরী করেত। তবে ভালো লাগছে আমি কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তাছাড়া দেখতেও বেশ ভালো লাগে সাজিয়ে রাখলে। আমি খুব সহজ ভাবে তৈরী করে প্রতিটি ধাপ দেখিয়েছি।আসলে অনেক গুলা কালার কম্বিনেশন দেখতে বেশ ভালোই লাগে।

332204166_1337720883468137_6447679766454902406_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

332188447_751872899789991_5268477942921701021_n.jpg

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶পেন্সিল/কলম
        • 🔶আঠা
          • 🔶 রঙিন পেপার
            • 🔶 সুতা
              • 🔶 পুঁতি
                • প্রস্তুত প্রণালী

                  ১ম ধাপ

                  332581199_540126491550161_4077540693741047141_n.jpg

                  প্রথমে একটা সাদা পেইজে সার্কেল করে কেঁচি দিয়ে কেটে নিয়েছি।

                  ২য় ধাপ

                  332060190_870742820826122_4240779954144662244_n.jpg

                  একটি অরেঞ্জ কালার পেইজে ৪ টা ভাঁজ করে নিচ্ছি।

                  ৩য় ধাপ

                  332258887_902312091025125_3686048055902095113_n.jpg

                  পাতার শেপ এঁকে কেটে নিচ্ছি।

                  ৪র্থ ধাপ

                  331577672_989715609037076_797551173946511255_n.jpg

                  কেটে নিয়েছি।

                  ৫ম ধাপ

                  332127902_3356401748009308_5290642471938691220_n.jpg
                  কালার পেন দিয়ে কালার করে নিচ্ছি।

                  ৬ষ্ঠ ধাপ


                  332105688_2341805432659225_5478216266164125932_n.jpg

                  আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি।

                  ৭ম ধাপ

                  332138977_1020610405511605_541049629699457265_n.jpg

                  ফুল হয়ে গিয়েছে।

                  ৮ম ধাপ

                  332131851_514320577523948_1644976126856531925_n.jpg

                  ছোট করে কেটে রং করে নিয়েছি।

                  ৯ম ধাপ

                  332551061_710594934058964_3981343252265742900_n.jpg

                  আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

                  ১০ম ধাপ

                  332466099_447938927477517_904267819406759044_n.jpg

                  একই রকম করে আরেকটি ফুল তৈরি করে নিয়েছি।

                  ১১ তম ধাপ

                  332147037_646110650851030_5494779969839809083_n.jpg

                  ডাল পালা কেটে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

                  ১২ তম ধাপ

                  332154342_2418498924967344_6009224061018518214_n.jpg

                  কলসির মত করে কেটে লাগিয়ে নিয়েছি।

                  332159231_866257714452941_6186246204403665308_n.jpg

                  হয়ে গেলো রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

                  ধন্যবাদ সবাইকে

                  device Galaxy A13
                  LocationDhaka
                  photograpy papers cutting

                  Sort:  
                   2 years ago 

                  আপু আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার কম্বিনেশন দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

                   2 years ago 

                  প্রতিটি সুন্দর করে দেখিয়েছি যেন দেখে সবাই তৈরি করতে পারে।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

                   2 years ago 

                  আপু আপনি অসুস্থতার মাঝেও নিজের কাজগুলো করছেন দেখে ভালো লাগলো। আসলে কোন কিছুতে যদি আগ্রহ না থাকে সেটা করা যায় না। আপনার কাজের প্রতি আগ্রহ দেখে অনেক ভালো লাগে। দেখা যাক এবার আপনি প্রতিযোগিতার জন্য কি তৈরি করেন। দেখার অপেক্ষায় রইলাম আপু।

                   2 years ago 

                  আমি আর আপনি একই পথের পথিক। কোন কিছুই ভালো লাগে না।অসুস্থ আমাদেরকে ছাড়বে না।

                   2 years ago 

                  চোখের পলক ফেলতে পারছি না, অনেক সুন্দর হয়েছে আপু। কাগজ দিয়ে ফুল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। সুন্দর কিছু তৈরি করতে গেলে একটু সময় তো লাগবেই। কালারফুল এমন সুন্দর ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

                   2 years ago 

                  তাহলে কি চোখ আটকে গেলো ভাইয়া।😜😜।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

                   2 years ago 

                  এতো সুন্দর ফুল দেখে তো চোখ আটকে যেতেই পারে আপু 😎

                   2 years ago 

                  সত্যি অপ মাঝে মাঝে আপনার প্রতিভা দেখে অবাক হয়ে যায়।। জাস্ট অসাধারণ একটি দৃশ্য প্রস্তুত করেছেন রঙিন পেপার কেটে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।।
                  ঘরে রেখে দিলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে।
                  সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল।।

                   2 years ago 

                  দৃ তো ফুল তৈরি করলাম। যাই হোক ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য। কালার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

                   2 years ago 

                  এগুলো যে আর্টিফিশিয়াল ফুল থাম্বনেইল দেখে বুঝতেই পারি নি। আপনি অত রাতে এত এনার্জি কই পাইলেন,দুই ঘন্টার আগে এই ফুল তৈরি সম্ভব না এ বিষয়ে নিশ্চিত আমি।তবে আপনার পরিশ্রম সার্থক।অসাধারণ হয়েছে ফুল গুলো। ধন্যবাদ সুন্দর ডাই পোস্টটির জন্য।

                   2 years ago 

                  পুরশো সারাদিন বেশ খারাপ লেগেছিলো।তাই রাতেই বসে ছিলাম।কি আর করবো কাজ তো করতেই হবে।ধন্যবাদ

                   2 years ago 

                  একটু সৃজনশীলতা আমায় ধার দিলেও তো পারেন আপু। কি সুন্দর একটি ক্রাফট বানিয়ে ফেললেন। সত্যি আপনার সৃজনশীলতায় আমি মুগ্ধ। দারুণ ভাবে বানিয়েছেন আপনি এটি। ফোটা ফোটা ডিজাইন গুলো যে করেছেন তাই বেশি সুন্দর লাগছে।

                   2 years ago 

                  ধার কেন আমি সৃজনশীলতা পুরোটাই দিব,বানিয়ে বানিয়ে খালি আমাকে দিবেন😉😉।ধন্যবাদ

                   2 years ago 

                  রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। আমার কাছে তো ফুল দুটো বিশেষ করে অসাধারণ লাগলো। দেখে মনে হচ্ছে না যে এগুলো রঙিন কাগজের ফুল। দুটো দুই কালারের ফুল দেওয়ার কারণে দেখতে আরো অসাধারণ দেখালো। এমনিতেই রঙিন কাগজ কেটে কেটে এরকম ফুল তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু আপনি এত চমৎকার ভাবে তৈরি করেছেন কি বলবো আর। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগলো।

                   2 years ago 

                  ফুলেই তো তৈরি করেছি,তাই তো ফুল ভালো লেগেছে। একটু ভিন্ন কালার করার চেষ্টা করেছি আপু।ধন্যবাদ আপনাকে

                   2 years ago 

                  বাহ্ ,আপু অসাধারণ ফুল তৈরি করলেন। আপনি আসলে নিজের শরীর খারাপ হওয়া সত্ত্বেও এত কিছু করেন এটা দেখে ভালো লাগে। বিশেষ করে ফুলের ডিজাইন টা ভীষণ ভালো লেগেছে। তাহলে আজকে মনে হয় ফ্রুটস কারভিং করার চেষ্টা করবেন। আপনার পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।

                   2 years ago 

                  আসলে আপনাদের মতামতই আমার অনুপ্রেরণা পাই,তাই তো কষ্ট হলেও চেষ্টা করি কাজ করে যাওয়ার জন্য।ধন্যবাদ

                   2 years ago 

                  শরীর এবং মন যদি ভালো না থাকে তাহলে কোন কিছুতেই মন বসে এটা সকলের ক্ষেত্রেই একই। যাইহোক অবশেষে রাত্রেবেলা আপনার ছেলেকে ঘুমিয়ে দিয়ে খুবই চমৎকার একটি রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

                   2 years ago 

                  শরীর ভালো না থাকলে কোন কাজেই ভালো লাগে না,তারপরও কিছু কিছু ভালো লাগার কাজ করতে ভালো লাগে।ধন্যবাদ

                  Coin Marketplace

                  STEEM 0.32
                  TRX 0.25
                  JST 0.040
                  BTC 95038.31
                  ETH 3326.36
                  USDT 1.00
                  SBD 7.20