জ্যাকপট এ একদিন । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।

প্রতিদিন সকালেই লিখতে বসি ,আজকে কাজের জন্য লিখতে বসতে দেরি হয়েছে। সকালে উঠে দেখি গলা ব্যথায় কোনো কথা বলতে পারছি না। একটু গরম পানি খেয়ে রেস্ট নিয়ে তারপর লিখতে বসছি। বেশ অসুস্থ হয়েই লিখতে বসেছি ,ভাবছিলাম আজকে লিখতে পারবো না। অনেক কষ্ট হলেও এইখানে পোস্ট না করলে ভালো লাগে না। যাই হোক চলেন মূল কথায় ,

315481153_671013621422533_6929917125085608126_n.jpg

বেশ কয়েক দিন ধরেই বায়না করছিলাম আমি আর বাবু বাহিরে খেতে নিয়ে যেতে। সে বাহিরে খেতে বেশি পছন্দ করে না। তাই বেশ কিছু দিন বায়না করার পর যেতে রাজি হয়।আগেই থেকে বলে নিয়েছিলাম আমরা অল্প স্বল্প খাবো। বাসার পাশেই ছোট একটি রেস্টুরেন্ট হয়েছে। অনেক দিন ধরে যাবো যাবো বলে আর সময় করতে করতে পারছিলাম না। আসলে আমি তেমন বার্গার খাই না। আসলে জ্যাকপট রেস্টুরেন্ট ফাস্টফুড ছাড়া কিছুই পাওয়া যায় না। যদিও দাম টা রেজেনেবল তবে খাবার গুলা বেশি আহামরি লাগে নি। দোকান টা তেমন বড় না। ছোট খাটো সুন্দর। তবে তাদের ব্যবহার গুলা ভালোই। যাই হোক আমার জ্যাকপট এর ভিতরে প্রবেশ করা মাত্রই তারা আমাদেরকে স্বাগতম জানিয়ে দরজা খুলে দিলো।

315488453_694071931918203_4183444821535203979_n.jpg

আমরা গিয়ে বসলাম। তারপর তারা মেন্যু কার্ড দিলো।যেই অর্ডার দিতে যাবো ,তখন তারা বললো বিল পে করতে হবে আগে। তারপর বাবুর বাবা বিল পে করে আসলো।

315500810_880564712937485_8844319739322324675_n.jpg
তারপর প্রায় ২০ মিনিটের মধ্যে তারা একটা আইটেম নিয়ে আসলো। আমি ছবি তোলে নিলাম।

315529362_483758087153386_5865358182369592901_n.jpg

আমার ছেলে তো মহা খুশি বার্গার দেখে,তারপর আর কি একবার খাওয়ার পর আর যদি একটু খেতে।ও সব সময়ই খাবার দেখে এমন ভাব করে যেন সব খেয়ে ফেলবে,কিন্তু একটু মুখে দেওয়ার পর আর কখনই আর কিছু খাই না।তারপর একটু পরেই আসলো পটেটো ওয়েজ।

315531078_856247002079030_7614274856196042325_n.jpg
বার্গার তাও একটু ভালো লেগেছে ,কিন্তু পটেটো ওয়েজ একেবারে ভালো লাগে নি।

কোন রকম খেয়ে ধেয়ে চলে আসলাম। আমাকে রেটিং দিতে বললে আমি ৬.৫ এর চেয়ে বেশি দিবো না।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

device Galaxy A13
LocationDhaka
source

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু মাঝে মাঝে একটু বাইরে না খেলে ভালো লাগে না। ভাইয়া যেহেতু যেতে চায়নি তারপরে বাসার পাশে রেস্টুরেন্টে এ গিয়েছিলেন, কিন্তু খাবার তেমন ভালো হয়নি জেনে ভালো লাগল না।আর বাচ্চারা এমনি দেখে মনে হয় সব খাবে কিন্ত একবার মুখে দিলে আর নেই। একটু সাবধানে থাকবেন, এ সময় বেশি ভাগ মানুষের একই অবস্থা। ধন্যবাদ

 2 years ago 

আমার তো বাহিরে মাঝে না মাঝে না,সবসময়ই খেতে মন চায়😂😂।আর বলিয়েন না ভাইয়ের কথা😂

 2 years ago 

আপু আমিও বাইরের খাবার তেমন খাই না। তবে ঘুরতে যেতে ভাল লাগে। আর বাইরে যাওয়া মানেই খাওয়া।সবাই খায় আমি খাই না। 😅 যাই হোক, বাসার পাশে রেস্টুরেন্টে গেলেন। বাচ্চারা বাইরে গেলে মনে হয় সব খাবে। কিন্তু আসলে খেতে পারে না।নতুন রেস্টুরেন্ট, ভাল খাবার না হলে তেমন চলবেও না। এলাকার মানুষ ভাল খাবার হলে দূরে না গিয়ে এখানে ই খাবে। আপনি শেয়ার করলেন, জানতে পারলাম।অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহিরে না শুধু, এরা মানুষ দেখলেই এমন করে মনে হয় সব খেয়ে ফেলবে😂।আমার বাচ্চা টা খাওয়া নিয়ে অনেক জ্বালায়।

 2 years ago 

আপু আপনার কথা ঠিক আছে আসলে বাইরে খেতে যাওয়া তেমন ভালো লাগেনা।তবে মাঝে মাঝে মন চাই বাইরে খেতে যেতে।আপনার বার্গারটা দারুণ হয়েছে খেতে অনেক সুস্বাদু হবে।সুন্দর একটা মুহূর্ত আপনি আমাদের সাথে ভাগাভাগি করছেন।ভাল লাগলো আপু।

 2 years ago 

আপু আমার তো বাহিরে খেতে যেতে ভালোই লাগে।তবে সবসময়ই বাহিরে খেতে যেতে পারি না।তবে বার্গার টা তেমন ভালো লাগেনি।

 2 years ago 

পটেটো ওয়েজেস ক্রাঞ্চি না হলে একেবারেই খেয়ে মজা নেই।বার্গারটা দেখতে ভালোই মনে হচ্ছিলো।বাচ্চাগুলো সব এমন ই বোধহয়,খাওয়ার জন্যে পাগল হবে।আর খাবার আসলে আর তাদের ইচ্ছে থাকেনা।বার্গার সবাই খায়, তবে কেনো যেনো নাম শুধু আমারটাই হয় দেখছি।😉

 2 years ago 

আমার টা অতিরিক্ত পাজি আপু,কাউকে দেখলে এমন ভাব করে ,ও অনেক খাই,কিন্তু আমিই খেতে দেই না তাকে😂😂।হুম পটেটো ওয়েজ টা একদমই ভালো লাগেনি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33