DIY- এসো নিজে করি :পেন্সিল এবং রং দিয়ে সহজভাবে পেঁপে আঁকি।||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ2 years ago

হাই
আমি @rahimakhatun

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

আজ রোজ রবিবার
১৩ই ফেব্রুয়ারি ২০২২ খৃস্টাব্দ
৩০ই মাঘ ১৪২৮ বঙ্গাব্দ


প্রস্তুত প্রণালীর ছবি

273046976_660491365217102_4811332643819852171_n.jpg

Art by @rahimakhatun
Device- samsung SM-A217F
সহজ উপায়ে পেঁপের আঁকার পুরো প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।

আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি আগেই বলেছিলাম আমি কিছু পারি না। তবে চেষ্টা করি নতুন নতুন কিছু শিখতে। আজ আমি আপনাদেরকে কিভাবে সহজ উপায়ে পেঁপে আঁকা যায় তা দেখাবো ,বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক

✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍

আমি আগেই বলেছি, আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা। খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।

272625755_471829524546892_5839182364856993942_n.jpg

Art by @rahimakhatun
Device- samsung SM-A217F

আমি আজকে নতুন করে আঁকার চেষ্টা করেছি। আর আগে ছোট বেলায় আঁকাআঁকি করতাম। অনেক দিন ধরে আঁকাআঁকি থেকে দূরে ছিলামআমি অনেক সহজ করে এঁকে দেখিয়েছি। আপনারা চেষ্টা করলে আপনিও পারবেন।

271945591_342088617835461_1705194091122488229_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

259959261_311257161067734_1662347763510193286_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো




উপকরণঃ
🔺 খাতা
🔺পেন্সিল
🔺কাটা কম্পাস কিংবা গোল ক্যাপ
🔺মোমের রং
🔺 ওয়াটার পেন
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

273530872_2041048666096815_2636986872473967278_n (1).jpg

চারদিকে মার্জিন করে নিয়েছি। লাল কালার ওয়াটার পেন দিয়ে মার্জিন করে নিয়েছি।

২য় ধাপ

257644419_3232238840380777_3997989472636734943_n.jpg

তারপর দুইটা বড় এবং তার চেয়ে ছোট ক্যাপ নিয়ে নিবো।

৩য় ধাপ

273085204_547803812927356_7509550927143621274_n.jpg

গোল করে নিয়েছি।

৪র্থ ধাপ

272749156_655949809009603_1368295010558782758_n.jpg

তারপর এই রকম শেপ করে নিবো।

৫ম ধাপ

272606607_947844749452333_49476077536050694_n.jpg

এই ভাবে বাড়তি অংশগুলো ইরেজার দিয়ে মুছে নিবো।

৬ষ্ঠ ধাপ

272889688_1234065417118177_3708238455769140740_n.jpg

এই ভাবে এঁকে নিবো।

৭ম ধাপ

273558059_991959785060238_5800841079541601581_n.jpg

তারপর নিচে একটু কার্প করে একে নিবো।

৮ম ধাপ

272699633_996257137765693_7877807911721662881_n.jpg

হালকা করে একটা শেপ এঁকে নিবো।

৯ম ধাপ

271664768_3008100836110239_3084300628608780016_n.jpg

একটি বোটা একে নিবো।

১০ম ধাপ

260321186_660082238458349_369808397761430969_n.jpg

তারপর কিছু বিচি এঁকে নিবো।

এবার রং করার পালা

271664768_448988043589118_2009912051566831425_n.jpg

258775459_1025515214984966_9117091984009798652_n.jpg

258775459_1025515214984966_9117091984009798652_n.jpg

272645933_3357451171045806_3186477999697313051_n.jpg

272108531_1001182870800243_7558424797146976864_n.jpg

260886917_1550596825334106_637400973722355814_n.jpg

শেষ হয়ে গেলো সহজ ভাবে পেঁপে আঁকার উপায়। আশা করি ভালো লাগবে, আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।

সবাইকে ধন্যবাদ


263544199_1053046818602365_4060455287568505597_n.png

262062024_634772777967042_2697391207345170494_n.png

267982499_674526233926699_1799859951670034610_n.gif

Sort:  
 2 years ago 

অসাধারণ এঁকেছেন আপু, কে বলেছে আপনি আঁকা আঁকি থেকে দূরে আছেন। আপনি তো একদম সব সময় যেন আঁকেন এরকম ভাবে উপস্থাপন করেছেন। দেখতে যেন মনে হচ্ছে সত্যি কারের পাকা পেঁপে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু আপনার পেঁপে আঁকা। আপনার কাছ থেকে এরকম আরো সুন্দর সুন্দর আঁকা দেখতে চাই। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

অসাধারণ হয়েছে আপু, আমি তো তাকিয়েই আছি।আপনি খুব সুন্দর করেই এই পেঁপের অংকন করেছেন।এক টুকরো পেঁপে দেখেই মনে হচ্ছে সত্যিই রেখে দেয়া হয়েছে।আমরাও এভাবে অংকন করতাম।খুব ভালো লেগেছে আমার কাছে আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

পেন্সিল এবং রং দিয়ে আপনি বেশ অসাধারণ সুন্দর একটি পেঁপে চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রটি দেখতে বেশ সুন্দর লাগছে এবং এটি আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এবং আপনি ধাপগুলি বেশ সুন্দর উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জাস্ট অসাধারণ পেন্সিল এবং রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি পেঁপের চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই পেঁপের চিত্র অংকন টি দেখে মনে যাচ্ছে একদম সত্যি কারের পেপের মতোই। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পাকনা পেঁপের চিত্রাংকনটি একেবারে অসাধারণ হয়েছে। দেখতে তো মনে হচ্ছে যেন সত্তিকারের পেঁপে রেখে ছবি তুলে নিলেন। পেঁপে তো আমার খেতে ভীষণ ভালো লাগে। যদি এটা সত্যি কারের পেঁপে হতো তাহলে বলতাম আমার জন্য পাঠিয়ে দিতাম। আমার কাছে একেবারে জোস লাগলো বিষয়টি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 
অসাধারণ ভাবে আপনি পেন্সিল এবং রং দিয়ে পেঁপে তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতাছে। মনে হচ্ছে রিয়েল একটা পেপে এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল
 2 years ago 

ওয়াও আপনি এতো সুন্দর করে পেঁপে এর চিত্র অঙ্কন করতে পারেন সত্যিই এটি অনেক প্রশংসনীয় । আপনি একদম নিখুঁত ভাবে বিভিন্ন রকমের রং ব্যবহার করে পেঁপে অঙ্কন করেছেন আপনার ক্রিটিভিটি সত্যিই অসাধারণ । আপনি চমৎকার ভাবে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিশেষ করে ধাপ গুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ❤️❤️

অনেক সুন্দর করে একে দেখালেন আপনি।আসলে চেষ্টাই সব কিছু। সুন্দর।

 2 years ago 

সুন্দর এঁকেছেন। তবে একটু চেষ্টা করুন ম্যাচুরিটি লেভেল বাড়ানোর জন্য । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া,ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য ।

 2 years ago 

পেন্সিল এবং রঙ দিয়ে খুব সুন্দর করে একটি পেপে এঁকেছেন। অর্ধেক পেপেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56