ট্রেন থেকে কিছু ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

২০কার্তিক , ১৪২৯ বঙ্গাব্দ

৫ ই নভেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ শনিবার

কেমন আছেন সবাই?আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

314339033_1172746013321310_5222085493807316466_n.jpg

captured by @rahimakhatun

Device- Galaxy -A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। ফটোগ্রাফিগুলো মোটামুটি অনেক দিন আগের। আগের বলতে আমি বেশ কয়েকদিন আগে আমার ভাইয়ের বাসায় রাজশাহী গিয়েছিলাম। রাজশাহীতে গিয়েছিলাম ট্রেন এ করে ,তবে যাওয়ার সময় ট্রেন থেকে কোনো ছবি তুলতে পারিনি ,করুন এক তো দুপুরের রোদ ছিলো ,তার উপর উল্টো সিট ছিলো ,তাই আর ছবি তুলতে পারি নি। তবে আমরা যখন রাজশাহী থেকে ঢাকার উদেশ্যে ট্রেনে উঠেছি,তখন অনেক ছবি তোলেছি ।

314409158_784080695995462_6924447320087835249_n.jpg
তারিখ : ২১ অক্টোবর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।

সকাল সকাল ট্রেন জার্নি ছিলো ,যদিও অনেক কষ্ট হয়েছিলো এত সকালে ঘুম থেকে ট্রেন ধরতে ,তবে বেশ ভালো লেগেছিলো। এক তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ,তার উপর হালকা মেঘলা মেঘলা। আমি তখন বেশ কিছু ছবি তোলেছি। আসলে ট্রেনের জানালা দিয়ে ছবি তোলা বেশ রিস্ক ,কারণ অনেক সময় হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যায় ,তাছাড়া হাত থেকে পরে যাওয়ার চান্স আছে। তাও অনেক কষ্ট করে হলেও ,কিছু সুন্দর সুন্দর লোকেশনের ছবি তোলেছি।

314381845_609039664241096_2282514994777905368_n.jpg

তারিখ : ২১ অক্টোবর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।
সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আমি বেশ উপভোগ করেছি সকালের ট্রেন জার্নিটা।

314414421_1248145855762169_2549596749657739413_n.jpg
তারিখ : ২১ অক্টোবর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।
সবুজে ঘেরা ফসলের মাঠ। দূর থেকে দেখতে ভালোই লাগছিলো।

314367867_528605355378477_8362719496641144080_n.jpg
তারিখ : ২১ অক্টোবর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।
নদীটা দূর থেকে দেখতে ভালো লাগছিলো। সূর্যের আলোতে পানিগুলা চোখ চক চক করছিলো।

314335082_1494370717735145_4236396690130452147_n.jpg
তারিখ : ২১ অক্টোবর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।
কেউ একজন নৌকা বাইছে। খুব সম্ভবত মাছ ধরার জন্য।

313645628_2462352510583776_5400976947684315439_n.jpg
তারিখ : ২১ অক্টোবর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।
এই ছবিটা তোলেছিলাম যখন,তখন ট্রেনটা পুলের উপর ছিলো। ছোট বেলার ট্রেন কবিতাটা মনে পরে গেলো।পুলের উপর বাজনা বাজে ঝন ঝনা ঝন।

313367959_1288203418611707_517930309276161043_n.jpg
তারিখ : ২১ অক্টোবর ২০২২
লোকেশন :রাজশাহী থেকে ঢাকা ট্রেন থেকে
সময় :সকাল ৭.৩৯ মিনিট।

314438849_1858158474516290_8484527765191926569_n.jpg
আসলে চলন্ত ট্রেন থেকে ছবি এত স্পষ্ট আমি তোলতে পারি না। জানালা দিয়ে ছবি তোলেছি। ইচ্ছা ছিলো দরজা দিয়ে তোলার ,কিন্তু ছেলেটা বেশ ঝামেলা করছিলো ,তাই ওকে নিয়ে যাওয়ার সাহস করতে পারিনি। আজকে আর লিখবো না। পরবর্তীতে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A13F
Locationfrom the train
Photograpy photography

Sort:  
 2 years ago 

ট্রেনে করে কোথাও যাওয়ার মজাই আলাদা, কিন্তু একটাই সমস্যা হলো বেশিরভাগ সময় খুব সকালের ট্রেনে যেতে হয় তখন একটু কষ্টকর হয়ে যায়। আপু আপনি ঠিকই বলেছেন ট্রেনের জানালা দিয়ে মোবাইল কেড়ে নেওয়া অনেক সম্ভাবনা থাকে সেই সাথে পড়ে যাওয়ারও, তারপরেও আপনি অনেক ঝুঁকি নিয়ে বেশ ভালো ভাবেই ছবি গুলো তুলেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সকাল সকাল এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে।কেন ঝামেলা নেই। ঠিক বলেছেন আপু সকালের জার্নিটাই বেশি।একটু কষ্ট হলেও পরে আর খারাপ লাগে না।ধন্যবাদ আপু

 2 years ago 

জালানা দিয়ে ছবি তোলেছি।

আপু,জানালা বানানগুলি ভুল আছে।আপনি ট্রেনের জানালা দিয়ে খুবই সুন্দর ও স্পষ্ট ছবি তুলেছেন।আসলে আপনাদের ট্রেন অনেক ধিক ধিক চলে বলেই এত সুন্দর ছবি তুলতে পেরেছেন।কিন্তু আমাদের এখানে জানালা দিয়েও ছবি তুললে পুরো ঝলসে যাবে।এতটাই দ্রুত ট্রেন চলে।মাছ ধরার দৃশ্য ও পুলের ছবিটি খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু, আমি ঠিক করে নিয়েছি।আসলে আমাদের এখানেও ট্রেন দিয়ে ছবি তেমন ভালো উঠে না,তবে মাঝে মাঝে যখন আস্তে চলছিলো,তখন তুলেছি।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যিই ট্রেন থেকে জানলা দিয়ে ছবি তোলা অনেক রিস্ক। ছিনতাইকারীর ভয় থাকে কখন মনে হয় হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে যাবে। আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি ট্রেন থেকে তুলেছেন । ধন্যবাদ আপনাকে এইরকম একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

আমি তো শুনেছি দূর থেকে ডিল মারে হাতে উপর,তখন হাত থেকে মোবাইল পড়ে যায়,তখন তারা নিয়ে নেয়।যাই হোক আল্লাহর রহমতে এমন কিছুই হয়নি। ধন্যবাদ আপনাকে

আমি যখন ট্রেনের টিকেট বুক করি তখন জালনার পাশে করার চেষ্টা করি। আর ট্রেনের সিটের উল্টো দিকে বসলে আমার কেমন জানি বমি পায়। আর ফটো তোলার কথা তো বাদই দিলাম। কোনো ফটোই ভালো আসেনা। তবে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। প্রকৃতিটাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমার তো সেই একই অবস্থা। আর যদি দুপুর টাইম হয় তাহলে তো সূর্য মামা পিছুই ছাড়ে না🤪🤪।ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য🌹🌹।

 2 years ago 

আপু সবুজ প্রকৃতি,ফসলের মাঠ,আকাশ, নদীর ফটোগ্রাফি সব সময়ই আমার কাছে ভাল লাগে। ট্রেন থেকে আপনি খুব সুন্দর সুন্দর কিছু ছবি আপনার মোবাইলে ধারণ করেছেন। আর আমাদের মাঝে শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সবুজ প্রকৃতি, নদী আকাশ সরাসরি দেখতে খুব ভালো লাগছিলো।আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

ট্রেন থেকে ছবি গুলো তুলেছেন, তারপরে ও ছবি গুলো অনেক চমৎকার হয়েছে। সত্যিই তো আপনি অনেক রিক্স নিয়ে ছবি গুলো তুলেছেন। কারণ আপনার হাত থেকে মোবাইলটা পড়ে যেতে পারত বা চুরি হতে পারত।মাছ ধরার জন্য নৌকা বাইছে দেখতে অনেক সুন্দর লাগছে যদি ও দূর থেকে তুলা, দেখতে ততটাস্পষ্ট নয়। যাইহোক আপনি ঝুঁকি নিয়ে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে অনেক ভালো লাগল।

 2 years ago 

চলন্ত ট্রেন তো তাই ছবিগুলো সামন্য অস্পষ্ট হয়েছে।আপনার ভালো লেগেছে, জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সময় আপনি বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু।প্রাকৃতিক দৃশ্য নদী অসাধারণ লাগছে সকলের আবহাওয়া।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

রাজশাহী থেকে ঢাকা এসেছি আপু🤣🤣।হুম আপু আবহাওয়াটা খুব ভালো ছিলো।আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বেশ ভাল হয়েছে ফটোগ্রাফ গুলো।গতিশীল কোন বস্তু থেকে এর চেয়ে ভাল ফটোগ্রাফ আসা সম্ভব নয়।বরেন্দ্র অঞ্চলের সকাল বেলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে আপনার আলোকচিত্রে।ধন্যবাদ আপু সুন্দর আলোকচিত্র গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন গতিশীল বস্তুর থেকে তেমন ভালো ছবি উঠে না।তাছাড়া আমার ছেলের তো নড়াচড়া আছেই। আলোকচিএ গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ট্রেন জার্নি করতে আমার খুবই ভালো লাগে যদি সিট গুলো ঠিকঠাকমতো পাওয়া যায় তাহলে যদি জানালার পাশে হয়। জানালার পাশে না হলে একটু ভালো লাগে না। আপনি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জালানার পাশে না খুবই খারাপ লাগে,তাছাড়া যদি উল্টো সিট হয় তাহলে আরো ভালো লাগে না।মাঝে মাঝে মনে হয় সব গুলো সিট নম্বর মনে রাখতে পারতাম কোনটা জালানার পাশে আর কোনটা জালানা পাশে না,তাহলে বেশ ভালো হত।🤪

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65