কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 months ago

আমি @rahimakhatun
from Bangladesh
৭ ই পৌঁষ ১৪২৯ বঙ্গাব্দ ।

২২ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

411210039_661168929514418_8666367627484658643_n.jpg

কাল রাতে নাকি বছরের সবচেয়ে বড় রাত ,কিন্তু আমি টেরই পেলাম না।শীতকালের রাত ঘুমানোর আগে মনে হয় সময় শেষ হয় না ,আর ঘুমানোর পর মনে হয় রাত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সকাল সকাল উঠতে মন চায় না ,আর পানি গুলো যে কি ঠান্ডা হয়ে থাকে। যাই হোক

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ কিছু ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমি তেমন ভালো ফোটোগ্রাফি করতে পারি না ,তাও চেষ্টা করি মাঝে মাঝে কিছু ফোটোগ্রাফি করতে। আজ কিছু বাসার ছাদ থেকে তুলা ছবি শেয়ার করবো।

আসলে এই খানে অনেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারে।অনেকের ফটোগ্রাফি গুলো দেখতে আমার বেশ ভালোই লাগে।আর মনে মনে ভাবি কবে যে আমি পারবো এমন সুন্দর ফটোগ্রাফি করতে।যাই হোক কথা না বারিয়ে যাওয়া যায় মূল ছবিতে।

409864790_700438782070876_2406174220868949109_n.jpg

এই ফুলগুুলোর নাম হচ্ছে জবা ফুল। দেখতে অনেক সুন্দর। এই ফুলটি অনেক কালারের হয়ে থাকে। এবং প্রজাতি ও হয়ে থাকে। আমি এই খানে কয়েকটি কালারের ছবি তোলেছি। এই গাছের উচ্চতা ৮ফিট থেকে ১৬ ফিট হয়ে থাকে। পাতা গুলা সুবজ থাকে। এটি মালভেসি গোত্রের। ১৭৫৩ সালে আর নাম দেওয়া হয় Hibiscus rosa-sinensis .আর অনেক উপকারিতা আছে ।এর ওষুধি গুনাগুন অণেক।

405092006_2665058833795609_845210396506586884_n.jpg

এই ফুলগুলোর নাম হচ্ছে গোলাপ ফুল । দেখতে অনেক সুন্দর। এই ফুলটিকে ফুলের রানী বলা হয়। গোলাপ পৃথিবীর জনপ্রিয় তম ফুল। গোলাপের অনেক রকম রং হয়। সুন্দরতম ফুলগুলোর মধ্যে গোলাপ একটি। গোলাপ rosaceae পরিবারের rosa গণের। পৃথিবীতে অনেক প্রজাতির গোলাপ রয়েছে। গোলাপ গাছ অনেক দিন বাঁচে। আর উচ্চতা অনেক বড় হয়। গোলাপ গাছ সারা বছরেই বাঁচে ,ফুল ও সারা বছর হয়।
411287907_733936411971902_4804354135657877676_n.jpg

গোলাপ ফুল মানেই সুন্দর। গোলাপ ফুলের কালারটা বেশ সুন্দর। টকটকে লাল। যে কারোরই ভালো লাগার কথা।

403408124_330099163156407_9017320977599841293_n.jpg

দুই কালারের গোলাপ। দেখতে বেশ সুন্দর। দুইটা কালারের বেশ অসাধারণ।

411302570_736522391351215_1440416522587566330_n.jpg
গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে কাঠগোলাপ। আমার অনেক পছন্দের ফুল এই কাঠগোলাপ ,আর আগেও বলেছি।

409402041_827130665851418_3522521794542779400_n.jpg

411287908_373921595131205_8067624193051049989_n.jpg
ছবিটা বেশ সুন্দর।

আসলে ফুল মানেই মিষ্টি

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flower
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

Sort:  
 6 months ago 

ওয়াও, আমি তো মুক্ত হয়ে এক নজরে অনেকক্ষণ পর্যন্ত আপনার ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে ছিলাম। সবগুলো ফটোগ্রাফে এত বেশি সুন্দর ছিল যে, কোনটা রেখে কোনটার প্রশংসা করব, আমি এটাই ভেবে পাচ্ছিনা। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ কম রয়েছে। আমি তো অনেক বেশি পছন্দ করি গোলাপ ফুল। গোলাপ ফুল গুলোর ফটোগ্রাফি যেমন ভালো লেগেছে, তেমনি গোলাপ ফুল সহ অন্য সব গুলোর ফটোগ্রাফিও ভালো লেগেছে।

 6 months ago 

আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করছেন। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক সবাই ফুল অনেক পছন্দ করে। তবে আপনার গোলাপ ফুল এবং জবা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে অসাধারণ লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন যা আসলে দেখতে অনেক ভালো লাগছে।আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর দেখতে লাগছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে অসাধারণ বর্ণনা দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আধো আলো আধো ছায়াতে হাতে ফুলের ফটোগ্রাফিটি,কাঠ গোলাপ, জবা, গোলাপ। সবগুলো ফুলের ফটোগ্রাফি দারুন লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 6 months ago 

দেখার মতো কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপুই। কাঠগোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। শেষের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 6 months ago 

আপনার রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। জবা ফুল এবং কাঠগোলাপ ফুল দেখে অনেক ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর করে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

কে বলেছে আপনি তেমন ফটোগ্রাফি করতে পারেন না? অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। প্রতিটি ফটোগ্রাফির সাথে বর্ণনাগুলোও খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 6 months ago 

আপু বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখতে ও করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। মনমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61430.70
ETH 3318.28
USDT 1.00
SBD 2.49