ফ্রুটস কাস্টার্ড রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সসালামু আলাইকুম

১২
ই-অক্টোবর ২০২৩ খৃস্টাব্দ

২৬
ই আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ।


এখন ষড়ঋতুর শরৎকাল ।

জ রোজ বৃহস্পতিবার

প্রস্তুত প্রণালীর ছবি

387646043_998108557971199_6466840920499332561_n.jpg
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। অনেক দিন পর আমি মিষ্টি জাতীয় একটি রেসিপি আপনাদের দেখাবো। আসলে মাঝে মাঝে মিষ্টি জাতীয় কোন কিছু খেতে বেশ ভালোই লাগে। আর যদি হয় ঘরে বানানো আর একটু ঠান্ডা ঠান্ডা তাহলে তো আর কথায় নেই। আজ কথা বাড়াবো না ,যাওয়া যাক মূল রেসিপিতে।

385394891_1305452473281126_6082762346895259993_n.jpg

প্রয়োজনীয় উপকরণসমূহঃ

370124569_3492333841016633_2357974958652113140_n.jpg


উপকরন পরিমান
দুধ ২লিটার
লবন সামান্য
চিনি হাফ কাপ
ক্যাসডার্ড পাউডার ২টেবিল চামচ
আপেল ২/৩ টি
কলা ২ টা
কনডেন্সমিল্ক ২ টেবিল চামচ
ডালিম ১ টি
আইসক্রিম প্রয়োজনমত
প্রস্তুত প্রনালীঃ

385400094_281424548123399_7903073818890089445_n.jpg
প্রথমে দুধ জ্বাল দিয়ে দিব।

370221056_606661208345475_8984737920955842546_n.jpg
তারপর ফুটে উঠলে পাউডার দুধ দিয়ে নিব।

387550545_334734689226078_982287223796201289_n.jpg
তারপর চিনি দিয়ে নিব।

370261639_622566013424082_1139131122054720596_n.jpg
তারপর কনডেন্সমিল্ক দিয়ে নিব।

387566936_857963086054678_2092204182516953416_n.jpg
কাস্টার্ড পাউডার গুলিয়ে দিয়ে দিব।

387539128_623846999682576_2810353179324747194_n.jpg
ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব।

387508248_337507841992342_2220968447065452401_n.jpg
কলা ,আপেল,ডালিম ও আইসক্রিম মিশিয়ে নিব।

385394891_1305452473281126_6082762346895259993_n.jpg
এরপর রান্না করা ফ্রুট কাস্টার্ড ।
হয়ে গেলো মজাদার ফ্রুট কাস্টার্ড ,আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে,। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ফ্রুটস কাস্টার্ড রেসিপি দারুন হয়েছে আপু। এই খাবার খেতে যেমন মজার তেমনি পুষ্টিগুনে ভরপুর। আর ছোট বড় সবাই এই খাবার খেতে অনেক পছন্দ করে। আপু আপনি অনেক সুন্দর করে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু আপনার মত আমারও মিষ্টি জাতীয় যেকোনো জিনিস ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে । গরম অবস্থায় আমি আসলে মিষ্টি খুব একটা পছন্দ করি না। আজকে আপনি ফ্রুটস কাস্টার্ড রেসিপি তৈরি করেছেন যা আমার কাছে পুরোই ইউনিক ছিল । খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে এটি।

 2 years ago 

ফ্রুটস কাস্টার্ড এটা আমার কাছে অনেক ভাল লাগলো। মিষ্টি জাতীয় খাবার খেতে বেশ ভালই লাগে এবং আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে হাজির করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলো দারুন ভাবে আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর করে পরিবেশনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

মিষ্টি জাতীয় খাবার আমি একদমই খাই না। কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে। কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আপনার আজকের ফ্রুট কাস্টার্ড এর রেসিপি দেখেই বোঝা যাতে খেতে বেশ মজাদার হয়েছিল। এতে যত বেশি ফ্রুটস দেয়া যায় তত সুস্বাদু লাগে। ভালো লাগলো আপনার রেসিপিটি। ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব লোভনীয় একটি ফ্রুট কাস্টার্ড রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 111967.97
ETH 4171.01
USDT 1.00
SBD 0.88