DIY- এসো নিজে করি :[{পেন্সিল ও রং পেন্সিল দিয়ে একটি গ্রামের দৃশ্য|| 10% Beneficiary To @shy-fox 🦊}]
আজ রোজ রবিবার ৯জানুয়ারি ২০২২ খিস্টাব্দ ও ২৫ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ এবং৫ জমাঃসানি ১৪৪৩ হিজরী । এখন ষড়ঋতুর শীতকাল ।
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসি নি ,আমি আজকে সম্পূর্ণ আজকে নতুন কিছু নিয়ে এসেছি। যদিও আমি এই ব্যাপারে একেবারে নতুন। তারপর ও সবার দেখাদেখি আমি ও চেষ্টা করেছি।
✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍 |
---|
✍🖍আঁকাআঁকি এর ছবি ✍🖍 |
---|
আমি এই গ্রামের দৃশ্য অংকন কি কি উপকরণ লাগিয়েছি ,তা আমি দেখাবো।
প্রয়োজনীয় উপকরণ |
---|
উপকরণঃ
১. খাতা
২. পেন্সিল
৩. ইরেজার
৪. রং পেন্সিল
৫. স্কেল
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে পেইজটাকে চারদিকে দাগ টেনে নিবো।,আমি 2Bপেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।
২য় ধাপ
৩য় ধাপ
৪র্থ ধাপ
৫ম ধাপ
৬ষ্ঠ ধাপ
৭ম ধাপ
শেষ হয়ে গেলো আমার গ্রামের দৃশ্য। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন করেছেন। তাও আবার রং পেন্সিল দিয়ে। অংকন এর মাধ্যমে দৃশ্যটা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ভালো লাগলো আপনার প্রাকৃতিক দৃশ্যের অংকন। আশারাখি পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর অংকন দেখতে পাবো।
হ্যা,ইনশা আল্লাহ পরবর্তীতে আরও দেখতে পাবেন।ধন্যবাদ,আপনার মতামত আমাকে অনুপ্রেরণা দিবে।♥️
অনেক সুন্দর হয়েছে আপনার আঁকা ছবি। জল রং আর তেল রং এর ভিড়ে আপনার রং পেন্সিল এর ব্যবহার বেশ ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া,আপনার মন্তব্য আমাকে উৎসাহ জুগিয়েছে।
পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন। ধাপ গুলো খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
ধন্যবাদ,,আপনার জন্য ও শুভ কামনা রইল।
গ্রামের খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে বেশ ভালো দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন অঙ্কগুলো ধারাবাহিকতা বজায় রেখে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ,আপনাকে সুন্দর একটি মতামতের জন্য।
ভুল থেকেই তো মানুষ শিখে।আর আপনার আর্ট টা তো দারুন হয়েছে।বিশেষ করে ফাইনাল লুক টা আর কলার কম্বিনেশন তো আরো দারুন সব মিলিয়ে পার্ফেক্ট একটি অঙ্কন।শুভকামনা রইলো আপনার জন্য।🖤
হ্যা,ভুল থেকে মানুষ শিখে।ধন্যবাদ ভাই
এই প্রথমেই পোস্ট করলাম,আঁকাআকি এর। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
বাহ আপু অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্য আর্ট করেছেন ।পেন্সিল ও রং পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য টি দেখে স্বপ্নের মধ্যে চলে গেলাম । ছোট একটি নদী তার সাথে ছোট ছোট কুঁড়েঘর অনেক সুন্দর হয়েছে ।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ধন্যবাদ আপনাকে,,
ওয়াও অসাধারণ ভাবে তৈরি করেছেন পেন্সিল এবং রং দিয়ে আপনার চিত্রটি। সত্যিই দেখতে বেশ সুন্দর লাগছে আপনার চিত্রটি। আর প্রতিটি ধাপে ধাপে অনেক সুন্দর হয়েছে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল
ধন্যবাদ আপনাকে।