DIY- এসো নিজে করি :[{পেন্সিল ও রং পেন্সিল দিয়ে একটি গ্রামের দৃশ্য|| 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ রোজ রবিবার ৯জানুয়ারি ২০২২ খিস্টাব্দ ও ২৫ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ এবং৫ জমাঃসানি ১৪৪৩ হিজরী । এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।



আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসি নি ,আমি আজকে সম্পূর্ণ আজকে নতুন কিছু নিয়ে এসেছি। যদিও আমি এই ব্যাপারে একেবারে নতুন। তারপর ও সবার দেখাদেখি আমি ও চেষ্টা করেছি।

✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍

আমি আজকে নতুন করে আঁকার চেষ্টা করেছি। আর আগে ছোট বেলায় আঁকাআঁকি করতাম। অনেক দিন ধরে আঁকাআঁকি থেকে দূরে ছিলাম। আমি জানি এই খানে অনেক ভালো ভালো শিল্পী আসে। আমার কিছু ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রায় ৩ ঘন্টা দরে আঁকার চেষ্টা করি। সাথে আমার ছেলেও আঁকাআঁকি করেছে। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন দেখে নেওয়া যাক।

✍🖍আঁকাআঁকি এর ছবি ✍🖍

271390349_1354270604993078_3304433553548189867_n.jpg

একটি গ্রামের দৃশ্য চিত্র -art @rahimakhatun

আমি এই গ্রামের দৃশ্য অংকন কি কি উপকরণ লাগিয়েছি ,তা আমি দেখাবো।

প্রয়োজনীয় উপকরণ

271104870_665548314622650_8290426459507619104_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


১. খাতা

২. পেন্সিল

৩. ইরেজার

৪. রং পেন্সিল

৫. স্কেল

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

269585227_607449770409889_6169753182880323367_n.jpg

প্রথমে পেইজটাকে চারদিকে দাগ টেনে নিবো।,আমি 2Bপেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।

২য় ধাপ


269750154_387496569802449_5482161792318562426_n (1).jpg

270587063_476784583805467_305957985473051654_n.jpg

তারপর আমি স্কেল দিয়ে ঘর এঁকে নিয়েছি। আমি নিজে এঁকেছি এবং নিজেই ছবি তুলেছি।

৩য় ধাপ


271391267_1094127094732025_6104232832406695472_n.jpg

268961876_731679021134199_833980736425468357_n.jpg

আস্তে আস্তে একটি গাছ আঁকার চেষ্টা করছি।

৪র্থ ধাপ


271353620_320845519917841_695415416938501440_n.jpg

269866293_4844939242212123_2057600165530778489_n.jpg

তারপর গাছ এবং অন্য একটি গড় আঁকবো।

৫ম ধাপ


270278012_960789448184651_3220987341696424209_n.jpg

270193236_653388192740782_6992842065208578548_n.jpg

একটি আঁকার চেষ্টা করছি।

৬ষ্ঠ ধাপ


270434396_602313031071093_1146441787974817942_n.jpg

271278827_1089769715182222_6106900742180302876_n (1).jpg

নদীর পর ২ টি গাছ আঁকবো।

৭ম ধাপ


269703239_1525593364507714_4504108398426105190_n.jpg

270179602_1890280614475931_7202677078686200551_n (1).jpg

এবার রং করার পালা।

267598740_610078193593082_5030859250875436135_n.jpg

270698430_486654533018538_7570071829420965056_n.jpg

271276326_324853429536681_1821658734642359761_n.jpg

271391273_273127968247593_6501042814164955571_n.jpg

271385789_3192517817660727_7545161505231167297_n.jpg

271518343_1095093291330483_4301701599924727851_n.jpg

269892024_210694781273049_5427354459702342964_n.jpg

269007200_256995459797407_1111501401133443836_n.jpg

271390349_1354270604993078_3304433553548189867_n (2).jpg


শেষ হয়ে গেলো আমার গ্রামের দৃশ্য। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।



সবাইকে ধন্যবাদ

262062024_634772777967042_2697391207345170494_n.png

263544199_1053046818602365_4060455287568505597_n.png

Sort:  
Loading...
 3 years ago 

অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন করেছেন। তাও আবার রং পেন্সিল দিয়ে। অংকন এর মাধ্যমে দৃশ্যটা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ভালো লাগলো আপনার প্রাকৃতিক দৃশ্যের অংকন। আশারাখি পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর অংকন দেখতে পাবো।

 3 years ago 

হ্যা,ইনশা আল্লাহ পরবর্তীতে আরও দেখতে পাবেন।ধন্যবাদ,আপনার মতামত আমাকে অনুপ্রেরণা দিবে।♥️

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার আঁকা ছবি। জল রং আর তেল রং এর ভিড়ে আপনার রং পেন্সিল এর ব্যবহার বেশ ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,আপনার মন্তব্য আমাকে উৎসাহ জুগিয়েছে।

 3 years ago 

পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন। ধাপ গুলো খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ,,আপনার জন্য ও শুভ কামনা রইল।

 3 years ago 

গ্রামের খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে বেশ ভালো দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন অঙ্কগুলো ধারাবাহিকতা বজায় রেখে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ,আপনাকে সুন্দর একটি মতামতের জন্য।

 3 years ago 

ভুল থেকেই তো মানুষ শিখে।আর আপনার আর্ট টা তো দারুন হয়েছে।বিশেষ করে ফাইনাল লুক টা আর কলার কম্বিনেশন তো আরো দারুন সব মিলিয়ে পার্ফেক্ট একটি অঙ্কন।শুভকামনা রইলো আপনার জন্য।🖤

 3 years ago 

হ্যা,ভুল থেকে মানুষ শিখে।ধন্যবাদ ভাই

 3 years ago 

  • খুব অসাধারণ একটি গ্রামের দৃশ্য অংকন করেছেন । এই দৃশ্যগুলো আমার খুবই খুবই ভালো লাগে । আপনার প্রত্যেকটি কাজ আমার খুবই ভালো লাগে । বিশেষ করে গ্রামের দৃশ্য গুলো অতুলনীয় হয়ে থাকে । শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু । শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

এই প্রথমেই পোস্ট করলাম,আঁকাআকি এর। ধন্যবাদ ভাইয়া।

বাহ আপু অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্য আর্ট করেছেন ।পেন্সিল ও রং পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য টি দেখে স্বপ্নের মধ্যে চলে গেলাম । ছোট একটি নদী তার সাথে ছোট ছোট কুঁড়েঘর অনেক সুন্দর হয়েছে ।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে,,

ওয়াও অসাধারণ ভাবে তৈরি করেছেন পেন্সিল এবং রং দিয়ে আপনার চিত্রটি। সত্যিই দেখতে বেশ সুন্দর লাগছে আপনার চিত্রটি। আর প্রতিটি ধাপে ধাপে অনেক সুন্দর হয়েছে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62