"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৮ !! বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার বানানো DIY প্রজেক্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামু আলাইকুম"


জ রোজ বুধবার

২৮ ই ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ

এখন ষড়ঋতুর শীতকাল।

হাই ,

আমি @rahimakhatun

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আশা করি আপনারা ও ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি ।প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় দাদাকে সুন্দর একটি বাংলা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য।তারপর আমাদের প্রিয় এডমিন ও মডারেটরসগনদের এমন সুন্দর সুন্দর ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।



বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্টের কিছু ফটোগ্রাফি

made by @rahimakhatun
Device- Galaxy A13

ভূমিকা

আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ২৮ অংশগ্রহণের জন্য আমার বানানো বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। কন্টেস্টের এনাউসমেন্ট দেখেই ভাবছিলাম অংশগ্রহণ করতে পারবো না ,আমরা মা ছেলে মিলেই অসুস্থ পরবর্তীতে সময় বারিয়ে দেওয়ার জন্য বানাতে পেরেছি। জানি না কেমন লাগবে ,আশা করি আপনাদের তেমন খারাপ লাগবে না।
বিশ্বকাপ ট্রফির ছবি
আসলে ফুটবল খেলাকে কমবেশি সবাই পছন্দ করে। প্রত্যেক চারবছর পর পর শুরু হয় এই ফুটবল নিয়ে উম্মাদনা। ছোটবেলায় আমি মনে করতাম দুইটা দেশ নিয়েই খেলা হয়। সেই সময় খালি দুইটা দেশই চিনতাম আর্জেন্টিনা আর ব্রাজিল। খেলা উপলক্ষে প্রত্যেক বাড়ির ছাদে ছাদে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকাই বেশি থাকতো ।বাংলাদেশের মানুষ আর কোন দেশের পতাকা চেনে না চেনে এই দুই দেশের পতাকা চিনে। এইবারের ফাইনাল কিন্তু বেশ দারুন হয়েছে ,একেবাড়ে স্মরণীয় থাকার মত। যাই হোক আমি আজকে বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট এর জন্য ট্রফি এবং চ্যাম্পিয়ান ,রানার্সআপ ,ও তৃতীয় হওয়ার পতাকা নিয়ে হাজির হয়েছি।

প্রয়োজনীয় উপকরণ

  • 🔶স্কেল
    • 🔶কাঁচি
      • 🔶রং
        • 🔶পেন্সিল কম্পাস
          • 🔶গ্লুগান
            • 🔶লাইট
              • 🔶বোতল
              • 🔶সিভিট এর কৌটা
                • 🔶এন্টি কাটার
                  • 🔶 গোল্ডেন স্পে
                    • প্রস্তুত প্রণালী

                      🔅🔶১ম ধাপ 🔅🔶

                      প্রথমে বোতলে মুখের দিকে এন্টি কাটার দিয়ে কেটে নিব।

                      🔅🔶২য় ধাপ🔅🔶

                      সিভিটের বোতল টাও কেটে নিব।

                      🔅🔶৩য় ধাপ🔅🔶

                      একটা লাইট নিয়ে নিলাম।

                      🔅🔶৪র্থ ধাপ🔅🔶

                      গ্লুগান দিয়ে কাটা বোতলের সাথে কাটা সিভিটের কৌটা লাগিয়ে নিব।

                      🔅🔶৫ম ধাপ🔅🔶

                      লাইট এ গ্লুগান লাগিয়ে নিলাম।

                      🔅🔶৬ষ্ঠ ধাপ🔅🔶

                      গ্লুগান দিয়ে লাগিয়ে নিলাম।

                      🔅🔶৭ম ধাপ🔅🔶

                      আঠা দিয়ে টিস্যু লাগিয়ে শেপ করে নিলাম।

                      🔅🔶৮ম ধাপ🔅🔶

                      মার্কার পেন দিয়ে এঁকে নিব।

                      🔅🔶৯ম ধাপ🔅🔶

                      তারপর গ্লুগান ও আঠা দিয়ে ভরাট করে নিব।

                      🔅🔶১০ম ধাপ🔅🔶

                      স্পে করে নিচ্ছি।

                      🔅🔶১১তম ধাপ🔅🔶

                      পুরাটা স্পে হয়ে গেলো।

                      🔅🔶১২তম ধাপ🔅🔶

                      পতাকা এঁকে নিব।

                      🔅🔶১৩তম ধাপ🔅🔶

                      সবগুলো পতাকা তৈরি হয়ে গেলো।

                      🔅🔶১৪তম ধাপ🔅🔶

                      নিচে দিয়ে সবুজ রং করে নিব।
                      তারপর আমার বাংলা ব্লগ লিখে নিলাম।
                      তারপর ডেকোরেশন করে নিলাম।কেমন হলো জানাবেন।আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

                      ধন্যবাদ সবাইকে

                      ডিভাইস Galaxy A13
                      লোকেশন ঢাকা
                      ফটোগ্রাফি DIY প্রজেক্ট

                      Sort:  
                       2 years ago 

                      যাক সময় বাড়ানোর ফলে আমরা আপনার ডাই প্রজেক্ট টি দেখতে পারলাম। প্রজেক্টটি আসলেই দারুন হয়েছে আপু। স্প্রে করার পর মনে হচ্ছে যেন একদম সত্যিকারের ট্রফি। ট্রফি তৈরীর আইডিয়াটা দারুন লেগেছে আমার কাছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম হয়েছে এটি তৈরি করতে। আশা করি ভালো কিছু হবে। শুভকামনা রইল আপনার জন্য।

                       2 years ago 

                      আসলেই সময় বাড়ানোর জন্যই অংশগ্রহণ করতে পেরেছি তানা হলে হয়ত পারতাম না।আর হ্যা স্পে করার কারনে ট্রফিটা দেখতে বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে

                       2 years ago 

                      বাহ বেশ চমৎকারভাবে বল এবং প্লাস্টিকের বোতল দিয়ে ট্রফি বানিয়েছেন। বেশ ভালো হয়েছে এবং অনেক সময় দিয়ে কাজটি করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

                       2 years ago 

                      ভাইয়া শুধু বোতল দিয়ে করিনি, নষ্ট বাল্ব দিয়ে ও তৈরি করেছি😉😉।হুম একটু সময় নিয়ে কাজ করেছি।ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

                       2 years ago 

                      সেটা নষ্ট বাল্ব ছিল তাই আর উল্লেখ করলাম না আর কি😃🤣😃🤣, আপনিও পারেন কোথাকার নষ্ট সব জিনিসপত্র নিয়ে চলে আসেন। 🤣🤣যাই হোক মজা করলাম অনেক ভালো ছিল।

                       2 years ago 

                      কি আর করবো ভালো কিছু দিয়ে করলে তো মাইর আছে কপালে😜।

                       2 years ago 

                      😃🤣😃🤣

                       2 years ago (edited)

                      প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিযোগিতা উপলক্ষে আপনি কিন্তু খুবই চমৎকার একটি করেছেন যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ট্রফিটি কিন্তু খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন যা একটু বেশি আকর্ষণীয় লাগছে। উপস্থাপনাটাও কিন্তু খুবই সুন্দরভাবে করেছেন। দেখেই মনে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করেছেন এটা তৈরি করতে। ধন্যবাদ আপনাকে ভালো লাগলো দেখে।

                       2 years ago 

                      আপনাকেও অভিনন্দন আপু।আপু আপনার কাতার স্টেডিয়াম টাও ভালো হয়েছে।আপনার কাছে ভীষন ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

                       2 years ago 

                      কাতার বিশ্বকাপ ২০২২ কে কেন্দ্র করে আপনি খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।। বিশেষ করে প্রিয় দল আর্জেন্টিনা পতাকা এবং বিশ্বকাপ ট্রফিটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।

                       2 years ago 

                      আপনার প্রিয় দল আর্জেন্টিনা তাহলে তো ভালোই হলো আর্জেন্টিনার পতাকা তৈরি করেছি আমি।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ

                       2 years ago 

                      আরে প্রতিযোগিতা উপলক্ষ্যে তো আপনি দেখছি অসাধারণ একটি ডাই তৈরি করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আসলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলেরই ভীষণ ভালো লাগছে। এ প্রতিযোগিতার কারণে বেশ দারুন দারুন ডাই দেখতে পাচ্ছি। আপনি অনেক ধৈর্য ধরে এবং সময় দিয়ে এই ডাইটি তৈরি করেছেন খুবই ভালো ছিল কিন্তু। ধন্যবাদ আপনাকে।

                       2 years ago 

                      ভাইয়া আপনার বল ও বানানো টাও বেশ ইউনিক লেগেছে আমার কাছে।বেশ পরিশ্রম করেছেন মনে হচ্ছে। ভালোই বলেছেন ভাইয়া আপনি।ধন্যবাদ

                       2 years ago 

                      ইউটিউবে বেশ অনেকগুলো ভিডিও দেখেছিলাম এমন,কিন্তু প্রয়োজনীয় উপকরণ না থাকায় বানাতে পারিনি।
                      আপনার বানানো কাপটা আসলেই দারুণ হয়েছে।মা-ছেলে দুজনের জন্যই সাধুবাদ জানাই।
                      ভালো কিছু হবে।শুভ কামনা রইলো।

                       2 years ago 

                      আমি আসলে ইউটিউব দেখেই তৈরি করেছি সামান্য কিছু পরিবর্তন করে।আমি কিছু কিছু উপকরন কিনে এনেছি।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

                       2 years ago 

                      আপনি তো অনেক দারুন ট্রফি শুরু করে ফেলবেন। আসলে আপনার হাতের কাজ দেখে অবাক হয়ে গেলাম। ছেলে অসুস্থ থাকার কারণে আপনি এই সুন্দর ট্রফি তৈরি করে আমাদের উপহার দিলেন। এত নিখুঁতভাবে তৈরি করলেন এটি দেখে কেউ বুঝতে পারবে না এটি আপনার তৈরি করা। দেখেই আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চুরি করে বিশ্বকাপটি নিয়ে এসেছেন🤪🤪 পরে বুঝতে পারলাম এটা আপনি নিজে তৈরি করলেন। আমার কাছে তো একেবারে অসাধারণ লাগলো। এবারে প্রতিযোগিতায় আপনিই সেরা হবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল

                       2 years ago 

                      বিশ্বকাপ যে চুরি করে আনা যায় তাই তো জানতাম না🤣।যাক ভালো একটা বুদ্ধি দিয়েছেন তো।ছেলে অসুস্থ কারনে যে কেউ ট্রফি বানায় তাই জানতাম না।ধন্যবাদ

                       2 years ago 

                      আপু আপনি এবং আপনার ছেলে যেহেতু অসুস্থ ছিলেন তাইতো পরবর্তীতে সময় বাড়ানোর ফলে বেশ ভালো হয়েছে এবং আপনিও দারুন ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।আপনার তৈরি করা ট্রফি একেবারে সত্যিকারের ট্রফির মতই লাগছে। একেবারে নিখুঁত হয়েছে আপু। সত্যি আপু আপনি কিন্তু দারুণভাবে এই ট্রফিটি তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

                       2 years ago 

                      আসলেই আপু সময় বাড়ানোর জন্যই অংশগ্রহন করেছি,তা না হলে কনটেস্টে অংশগ্রহন করতে পারতাম না।ধন্যবাদ আপু আপনাকে।

                       2 years ago 

                      সত্যি বলতে ছোটবেলায় দুটি দলকেই চিনতাম সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং আশেপাশের গাছগুলোতে তাকিয়ে দেখতাম এই দুটো দলের পতাকা। তখন আমি ভাবতাম এই দুটো দলই মনে হয় ফুটবল খেলে হাহাহা। যাই হোক চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনি খুবই চমৎকার একটি বিশ্বকাপ ট্রফি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ। খুবই দারুণভাবে আপনি এটা তৈরি করেছেন প্রতিটি ধাপ আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

                       2 years ago 

                      আমার ছেলেও এখনও দুই দলকেই চিনি,একটা ব্রাজিল আরেকটা আর্জেন্টিনা। ও একটু পর পর কিছুক্ষন বলে ব্রাজিল আবার কিছুক্ষন বলে আর্জেন্টিনা 🤣🤣

                      Coin Marketplace

                      STEEM 0.18
                      TRX 0.16
                      JST 0.029
                      BTC 76606.02
                      ETH 3048.30
                      USDT 1.00
                      SBD 2.62