লেভেল ২ হতে আমার অর্জন- By @rahimakhatun

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো বন্ধুরা,,

আমি রাহিমা খাতুন নেভি। কেমন আছেন সবাই?আমি ভালো আছি। আজ আমি #abb school এর লেভেল ২ থেকে কি অর্জন করেছি এবং প্রশ্নের উত্তর দিতে এসেছি। এর আগে আমি পরিচিতি পোস্ট এবং#abb school লেভেল ১ এর পরীক্ষা দিয়ে উর্ত্তীন হয়েছি। আজ আমি #abb school এর লেভেল ২ উত্তরপত্র জমা দিবো।

256910982_2010566615769376_3084234598852586763_n.jpg

abb-level ০২ ক্লাস থেকে আমি যা যা অর্জন করলামঃ

প্রথম দিন winkles দাদা থেকে সবগুলা key সম্পর্কে জেনেছি ,যেমনposting key , active key ,owner key ,memo key ইত্যাদি। এরপর master password সম্পর্কেজেনেছি । দ্বিতীয় দিন sumon ভাই power up সম্পর্কে জেনেছি। তৃতীয় দিন kingporos দাদা ওঠা,hafiz ভাই ও @rme দাদা থেকে delegation সম্পর্কে জেনেছি।

প্রশ্নের উত্তর পর্ব

posting key:

posting key হচ্ছে প্রাইভেট কী এর প্রথম কী । পোস্টিং কী সোশ্যাল একটিভির জন্য আমরা ব্যবহার করে থাকি। এই কী দিয়ে আমরা স্টীম লগইন করা যায়। এই কী দিয়ে পোস্ট ,আপ ভোট ,ডাউন ভোট ,কমেন্ট ,রিস্টিম ,ফলো ,আনফলো,মিউট করা যায়।

Active key:

Active key কাজ হচ্ছে ইন্টারন্যাল মার্কেট লিকুইট স্টীম ট্রান্সফার করা, ওয়ালেট লগইন,পাওয়ার আপ,পাওয়ার ডাউন,ব্যালেন্স ট্রান্সফার ,SBD ,ডেলিগেশন ,সেভিং পাঠানো, প্রোফাইলের তথ্য পরিবর্তন করা।

owner key :

owner key দিয়ে মাস্টার পাসওয়ার্ড ছাড়া সব পাসওয়ার্ড পরিবর্তন করা হয়। এই কী দিয়ে পোস্ট রিসেট ,একাউন্ট রিকভার ও ভোটিং এর অধিকার প্রতাখ্যান করা হয়।

Memo Key :

Memo key এর কাজ হচ্ছে সামান্য ০.০০১ ট্রান্সফার করা। কাউকে মেসেজ দেওয়ার জন্য এই কী ব্যবহার করা হয়। এইটা এখন আমাদের নতুনদের জন্য ব্যবহার নাই।

Master Password :

Master password হচ্ছে সবচেয়ে
গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড।সবগুলা কী নিয়ন্তন করা যায় এই পাসওয়ার্ড দিয়ে। নতুন পাসওয়ার্ড জেনারেট করতে এবং একাউন্ট হ্যাক হলে ,এই পাসওয়ার্ড দিয়ে ফিরে আনা যায়। তবে একাউন্ট হ্যাক হওয়ার ৩০ দিনের মধ্যে রিকভারি করতে হয়।

Master Password নিরাপদে সংরক্ষণ :

Master Password নিরাপদে সংরক্ষনে আমার প্ল্যান হচ্ছে নোট বুকে লিখে রাখবো।,এবং প্রিন্ট আউট করে নিজের পার্সোনাল ড্রয়ারে রাখবো। আমার নিজের ইমেইল আইডি রেখে দিতে পারি। আমার কম্পিউটারে ফোল্ডারে পাসওয়ার্ড দিয়ে রেখে দিতে পারি।

পাওয়ার আপ :

পাওয়ার আপ হচ্ছে নিজের ক্ষমতা বৃদ্ধি করা। পাওয়ার আপ করলে ভোট দিয়ে বেশি পরিমান কিউরেশন পাওয়া যায়। অন্যদেরকে ভোট দিয়ে লাভবান হওয়া যায়। যত বেশি পাওয়ার আপ করবো ততো বেশি ক্ষমতা বৃদ্ধি হয়

পাওয়ার আপ করার প্রসেস :
পাওয়ার আপ প্রথম প্রসেস হচ্ছে প্রথমে ওয়ালেট লগইন করা লাগবে

257834235_437107761161907_9194460899869604246_n.jpg

ওয়ালেট লগইন করলাম .আমি কাল ৫স্টিম পেয়েছি ,এখন থেকে আমি পাওয়ার আপ করবো

257766540_4522349717882140_2798211301248491534_n.jpg

ওয়ালেট লগইন করে ,স্টিমে ক্লিক করে ৫টা অপশন আসবে,পাওয়ার আপে ক্লিক করব.

258104253_2238258292982356_7994188288740319670_n.jpg


এখানে এমাউন্ট লিখবো

258854557_1673456759529854_1896066231457367777_n.jpg

আমি ২ এমাউন্ট দিবো

257738524_627066121646023_156183094476370389_n.jpg

২ এমাউন্ট দেওয়ার পর একটা কনফ্রামিং মেসেজ এসেছে

256655542_383059193610290_1411876271565295432_n.jpg

কনফ্রাম ট্রান্সফারের জন্য এইখানে একটিভ কে ,ওনার কী ,অথবা মাস্টার পাসওয়ার্ড দিতে হবে

254821197_244274741028237_4824263049603343730_n.jpg

হয়ে গেলো স্টিম থেকে পাওয়ার আপ। আগে সেল আমার ৫ স্টিম,এখন পাওয়ার আপ করার জন্য ৩ স্টিম।

সেভিং থাকা steem অথবা SBD উইথড্র দেয়ার ট্রান্সফারেবল ব্যালেন্স সময় :

সেভিং থাকা steem অথবা SBD উইথড্র দেয়ার ৩দিন /৭২ ঘন্টা ট্রান্সফারেবল ব্যালেন্স যোগ হয়।

মেমো ফিল্ড কাজ :

ট্রান্সফার করে ,গিফট দেয়া অথবা মেসেজ দিতে চাইলে, মেমো ফিল্ড ব্যবহারকরা হয়।

ডেলিগেশন ক্যানসেল করার এস .পি ফেরত আসার সময়কাল :

ডেলিগেশন ক্যানসেল করার ৫দিন পর এস .পি নিজের একাউন্ট এ ফেরত আসে। আগে ৭ দিন ছিল ,এখন কমিয়ে ৫দিন করা হয়েছে।

@Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করে পরে ১০০ এস.পি ডেলিগেশন করলে লিখার পরিমান :

আমি @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করার পরে আরো ১০০ এস.পি ডেলিগেশন করলে আমার ৩০০ এস.পি লিখতে হবে। অর্থাৎ আমাকে ডেলিগেশন বাড়ানোর জন্য যোগ করতে হবে ,এবং যদি কমাতে চাই তাহলে
বিয়োগ করতে হবে,অবশ্যই। টোটাল এস.পি থেকে।

Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম আপনি খুব সুন্দর ভাবে লেভেল টু এর ক্লাস একী কী শিখেছেন তার ডিটেলসে একটি বর্ণনা দিয়েছেন পোস্টই খুব গুছিয়ে সুন্দরভাবে আপনি করেছেন দেখে ভালো লাগছে ।আশা করছি সব নিয়মকানুন মেনে সামনের দিনগুলো চলবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের পরিবারে আপনাকে সুস্বাগতম, অনেক গুছিয়ে লিখেছেন , প্রত্যেকটা কির ব্যবহার শিখতে পেরেছেন, পাওয়ার আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ আমার বাংলা ব্লগের প্রত্যেকটা মেম্বারের হয়ে আপনাকে পুনরায় আবার স্বাগতম জানাচ্ছি। দোয়া করি ভবিষ্যতে আরও ভালো করবেন।

 3 years ago 

এবিবি স্কুল এর ক্লাস থেকে আপনি লেভেল দুই এ পোছেছেন এবং কোন কি কিভাবে কিসের জন্য ব্যবহার করা হয় সব বিস্তারিত জানতে পেরেছেন এবং অন্যদের জানানোর জন্য সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।

আপনাকে অভিনন্দন এগিয়ে জান নিজের প্রতিভা দিয়ে শুভ কামনা রইলো।

 3 years ago (edited)

সবকিছুই মোটামোটি সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আপনি।যা আমার কাছে ভালো লেগেছে।

delegration

এই বানানটি টাইপিং মিস্টেক হয়েছে একটু। ঠিক করে নিয়েন।
আর আজকে তো ১৯ তারিখ, পোস্ট লিখেছেন ও ১৯ তারিখ।তাহলে তারিখ ১৭ কেনো আপু?

 3 years ago 

আপু ১৭ তারিখের তো দিতে বললো,১৭ তারিখের লেভেল ২ এর আমাদের জন্য শেষ ক্লাস ছিল,তাই।

 3 years ago 

আচ্ছা ২ টাই হবে।ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ আপু অনেক সুন্দর হয়েছে আপনার লেভেল ২ এর পোস্ট টি। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সব কিছু। লেভেল ২ থেকে অনেক কিছু শিখেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.40
ETH 3085.50
USDT 1.00
SBD 2.31