DIY- এসো নিজে করি :গাজর দিয়ে ফুল এবং পাতা তৈরি ||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ3 years ago

জ রোজ সোমবার ১০জানুয়ারি ২০২২ খিস্টাব্দ ও ২৬ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ এবং৬জমাঃসানি ১৪৪৩ হিজরী । এখন ষড়ঋতুর শীতকাল ।




আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।


আমি আজকে নতুন একটি DIY পোস্ট নিয়ে এসেছি। যদিও আমি তেমন কিছু পারি না আস্তে আস্তে সবার দেখা দেখি টুকটাক চেষ্টা করি। আমি আজকে গাজর দিয়ে কিভাবে গোলাপ ফুল ,পাতা বানানো যায় তাই দেখাবো। এখন মানুষ বিয়ে বাড়িতে হলুদের প্রোগ্রামে বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন কিছু বানায়। আমার ও ,মাঝে মাঝে ইচ্ছা হতো আমি যদি পারতাম। তো একটু একটু চেষ্টা করে কিছু ফুল এবং পাতা বানিয়েছি তা আমি আপনাদের সামনে পেশ করলাম। চলুন আগে দেখে দেখে নেওয়া যাক।

🥕🥕গাজর দিয়ে তৈরি 🥕🥕

269655498_668242824352898_3626686586904608798_n.jpg

গাজর দিয়ে ফুল এবং পাতা বানানোর ছবি।

Device- samsung SM-A217F

🥕🥕 শিল্পকর্ম নিয়ে কিছু কথা। 🥕🥕

আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।

268674998_1011405666107683_3612681862487606582_n (1).jpg

Device- samsung SM-A217F

🥕🥕গাজরের শিল্পকর্ম নিয়ে কিছু কথা নিয়ে কিছু কথা। 🥕🥕

গাজর হচ্ছে শীতকালীন সবজি। যদিও ছাড়া বছর পাওয়া যায় ,তবে শীতকালে দামে একটু কম থাকে। আসলো খাবারের সুন্দর করে পরিবেশন তাই আসল। কোথায় আছে
“আগে দর্শনধারী পরে গুণবিচারী ”
তাই খাবার সুন্দর করে পরিবেশনের জন্য আমরা বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে পারি। তাই আমি আজকে দেখাবো গাজর দিয়ে কিভাবে শিল্পকর্ম তৈরি করা যায়। চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

271257688_1337397543339946_5015280647931981935_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


১. গাজর

২. ছুরি

৩. টুথপিক

তেমন কোনো উপকরণ লাগে না। মাত্র তিনটি উপরকরণ দিয়ে আমি তৈরি করেছি। চলুন যাওয়া যাক প্রস্তুত প্রণালীতে
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

270130273_454361253010325_7957445340766065161_n.jpg

গাজরটাকে ধুয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আপনারা ছুরি অথবা বটি দিয়ে কেটে নিতে পারেন।

২য় ধাপ


270186323_984283378852132_4161661890065901831_n.jpg

আমি গোল গোল ,পাতলা করে কেটে নিয়েছি।

৩য় ধাপ

270695162_600152371279067_7604817172461866387_n.jpg
তারপর ছুরির সাহায্যে একদিক থেকে অল্প করে কেটে নিবো। আমি ছবিতে দেখিয়ে দিয়েছি।

৪র্থ ধাপ

271389461_679201443456674_1774292394837629177_n.jpg
তারপর কাটা অংশটাকে একটু পেচিয়ে নিবো। পেচিয়ে নিয়ে টুথপিক গেথে দিবো।

৫ম ধাপ


271046639_4825445174214048_1546521495106220097_n.jpg

270986029_874552469892253_3731998594580029224_n.jpg

এরপর একটি গাজরের টুকরোকে চারদিক থেকে কেটে নিবো।

৬ষ্ঠ ধাপ

270395031_2040289429482289_7288634152507093711_n.jpg

চারকোনা কেটে তারপর আগের টুথপিক এ উপরে গেথে দিবো।

৭ম ধাপ

269477624_1252708828547738_653422863709302825_n.jpg

এভাবে আরো একটি কাটা অংশটাকে একটু পেচিয়ে নিবো।

৮ম ধাপ

269987139_455953456112440_1392788211002911697_n (1).jpg

এভাবে আমরা কয়েকটি কাটা অংশকে ঘুরিয়ে ঘুরিয়ে গেথে নিবো। তাহলে হয়ে যাবে। গাজর দিয়ে গোলাপ ফুল।

৯ম ধাপ

271186872_281037204008758_275115792355567468_n.jpg

267966600_655637882257449_5484422146768844136_n.jpg

তারপর আরেকটা গাজরকে লম্বালম্বি মাঝ বরাবর কেটে নিবো।,তারপর পাতলা করে স্লাইড করে নিবো।
১০ম ধাপ

269386160_978876039384372_4871523145367433148_n.jpg

269480417_394056449159227_3842323907160934013_n.jpg

তারপর ছুরির সাহায্যে উপরের ছবির মতো কেটে নিবো।
১১তম ধাপ

270107388_1060968387969965_8425260298661593807_n.jpg

269799044_343386614010807_6422807315519374793_n.jpg

তারপর দুই পাশে কেটে নিলে হয়ে যাবে পাতা। আমি ২ দুটা পাতা তৈরি করেছি।

271374454_247912490811150_6955287831786624211_n.jpg

এইভাবে বানিয়ে তারপর ইচ্ছে মতো সাজিয়ে রাখুন। আমি একটি টমেটো পাতা এবং ফুল গুলা গেথে দিয়ে ছবি তুলেছি। কেমন হলো অবশ্যই জানাবেন।
খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।



সবাইকে ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy TypeDIY

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।

262062024_634772777967042_2697391207345170494_n.png

263544199_1053046818602365_4060455287568505597_n.png

267982499_674526233926699_1799859951670034610_n.gif

Sort:  
 3 years ago 

গাজর দিয়ে ফুল ও পাতা বাড়ানোর কৌশলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অসাধারণ একটি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গাজর কেটে আপনি খুব সুন্দর ফুল এবং পাতার দৃশ্য তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে দেখেই বোঝা যাচ্ছে অনেক নিখুঁতভাবে অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করে এটি আপনি প্রস্তুত করেছেন এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💪💪সৃজনশীলতা শক্তি

 3 years ago 

ধন্যবাদ ভাই,, আপনাদের মন্তব্য,আমার সৃজনশীলতার শক্তি।

 3 years ago 

প্রথমে গাজরের দিয়ে ফুলটি দেখে মনে হয়েছিল তৈরি করা খুবই কঠিন কিন্তু এর প্রসেসিং দেখে বুঝতে পারলাম খুবই সহজ। কেননা আপনি খুবই সহজভাবে এটা উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

হ্যা,ভাইয়া আমার কাছেও কঠিন লাগতো।এখন খুব সহজেই করতে পারি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি পুরো ব্যাপারটা এক রকম চমকের মত লাগছে আমার কাছে। আজকের দিনে দারুন একটা জিনিস শিখলাম যেটা যেই দেখবে সেই চমকে যাবে। তবে অনেক ধৈর্য আর মন দিয়ে করা দরকার। খুব ভালো থাকবেন দিদি।

 3 years ago 

ধন্যবাদ আপু।আপনাদের মন্তব্য,আমাকে অনুপ্রেরনা জুগায়।আপনিও ভালো থাকবেন।

 3 years ago 

গাজর দিয়ে বনানো ফুলটি অনেক সুন্দর হয়েছে। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এতে অতি সহজে এই গাজরের ফুলটি বানানো যাবে।

 3 years ago 

ধন্যবাদ,, আপনাকে।

 3 years ago 
আপু গাজর দিয়ে দারুন কিছু শিল্পকর্ম আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি আজকে। এভাবে করে গার্নিশিং করলে খাবারটা দেখতে আরো অনেক বেশী সুন্দর লাগবে। তাছাড়াও যে কোন জিনিসের উপস্থাপনাটা সুন্দর হলে তার প্রতি আগ্রহ অনেকটা বেশি থাকে। ধন্যবাদ আপনার সুন্দর এই শিল্পকর্মটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

হ্যা,খাবারের সাজানোইটা আসল।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ আপু আপনি গাজর দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। যেটা দেখে অনেক সুন্দর লাগতেছে। নতুন কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরেছেন। তাছাড়া বনর্ণাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইলো আপু,,,❤️❤️

 3 years ago 

সত্যি অসাধারণ সৃজনশীল মুলক একটি কাজ করেছেন আপনি। অবাক হয়ে গেলাম গাজর দিয়ে তৈরি করা ফুল দেখে এবং আরো বেশি অবাক হলাম এ ধরনের কাজ করার মেধা দেখে। গাজরের ফুল এবং পাতা তৈরি প্রসেস গুলো অতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপনি। এত সুন্দর একটি সৃজনশীল মূলক পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64