DIY- এসো নিজে করি :গাজর দিয়ে ফুল এবং পাতা তৈরি ||[{ 10% Beneficiary To @shy-fox 🦊}]
আজ রোজ সোমবার ১০জানুয়ারি ২০২২ খিস্টাব্দ ও ২৬ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ এবং৬জমাঃসানি ১৪৪৩ হিজরী । এখন ষড়ঋতুর শীতকাল ।
আমি আজকে নতুন একটি DIY পোস্ট নিয়ে এসেছি। যদিও আমি তেমন কিছু পারি না আস্তে আস্তে সবার দেখা দেখি টুকটাক চেষ্টা করি। আমি আজকে গাজর দিয়ে কিভাবে গোলাপ ফুল ,পাতা বানানো যায় তাই দেখাবো। এখন মানুষ বিয়ে বাড়িতে হলুদের প্রোগ্রামে বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন কিছু বানায়। আমার ও ,মাঝে মাঝে ইচ্ছা হতো আমি যদি পারতাম। তো একটু একটু চেষ্টা করে কিছু ফুল এবং পাতা বানিয়েছি তা আমি আপনাদের সামনে পেশ করলাম। চলুন আগে দেখে দেখে নেওয়া যাক।
|
---|
|
---|
|
---|
প্রয়োজনীয় উপকরণ |
---|
উপকরণঃ
১. গাজর
২. ছুরি
৩. টুথপিক
প্রস্তুত প্রণালী |
---|
২য় ধাপ
৩য় ধাপ
তারপর ছুরির সাহায্যে একদিক থেকে অল্প করে কেটে নিবো। আমি ছবিতে দেখিয়ে দিয়েছি।
৪র্থ ধাপ
তারপর কাটা অংশটাকে একটু পেচিয়ে নিবো। পেচিয়ে নিয়ে টুথপিক গেথে দিবো।
৫ম ধাপ
৬ষ্ঠ ধাপ
৭ম ধাপ |
---|
এভাবে আমরা কয়েকটি কাটা অংশকে ঘুরিয়ে ঘুরিয়ে গেথে নিবো। তাহলে হয়ে যাবে। গাজর দিয়ে গোলাপ ফুল।
১১তম ধাপ |
---|
এইভাবে বানিয়ে তারপর ইচ্ছে মতো সাজিয়ে রাখুন। আমি একটি টমেটো পাতা এবং ফুল গুলা গেথে দিয়ে ছবি তুলেছি। কেমন হলো অবশ্যই জানাবেন।
খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
সবাইকে ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy Type | DIY |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।
গাজর দিয়ে ফুল ও পাতা বাড়ানোর কৌশলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অসাধারণ একটি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গাজর কেটে আপনি খুব সুন্দর ফুল এবং পাতার দৃশ্য তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে দেখেই বোঝা যাচ্ছে অনেক নিখুঁতভাবে অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করে এটি আপনি প্রস্তুত করেছেন এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💪💪সৃজনশীলতা শক্তি
ধন্যবাদ ভাই,, আপনাদের মন্তব্য,আমার সৃজনশীলতার শক্তি।
প্রথমে গাজরের দিয়ে ফুলটি দেখে মনে হয়েছিল তৈরি করা খুবই কঠিন কিন্তু এর প্রসেসিং দেখে বুঝতে পারলাম খুবই সহজ। কেননা আপনি খুবই সহজভাবে এটা উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ
হ্যা,ভাইয়া আমার কাছেও কঠিন লাগতো।এখন খুব সহজেই করতে পারি।ধন্যবাদ আপনাকে।
দিদি পুরো ব্যাপারটা এক রকম চমকের মত লাগছে আমার কাছে। আজকের দিনে দারুন একটা জিনিস শিখলাম যেটা যেই দেখবে সেই চমকে যাবে। তবে অনেক ধৈর্য আর মন দিয়ে করা দরকার। খুব ভালো থাকবেন দিদি।
ধন্যবাদ আপু।আপনাদের মন্তব্য,আমাকে অনুপ্রেরনা জুগায়।আপনিও ভালো থাকবেন।
গাজর দিয়ে বনানো ফুলটি অনেক সুন্দর হয়েছে। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এতে অতি সহজে এই গাজরের ফুলটি বানানো যাবে।
ধন্যবাদ,, আপনাকে।
আপু গাজর দিয়ে দারুন কিছু শিল্পকর্ম আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি আজকে। এভাবে করে গার্নিশিং করলে খাবারটা দেখতে আরো অনেক বেশী সুন্দর লাগবে। তাছাড়াও যে কোন জিনিসের উপস্থাপনাটা সুন্দর হলে তার প্রতি আগ্রহ অনেকটা বেশি থাকে। ধন্যবাদ আপনার সুন্দর এই শিল্পকর্মটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা,খাবারের সাজানোইটা আসল।ধন্যবাদ আপনাকে
বাহ আপু আপনি গাজর দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। যেটা দেখে অনেক সুন্দর লাগতেছে। নতুন কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরেছেন। তাছাড়া বনর্ণাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইলো আপু,,,❤️❤️
সত্যি অসাধারণ সৃজনশীল মুলক একটি কাজ করেছেন আপনি। অবাক হয়ে গেলাম গাজর দিয়ে তৈরি করা ফুল দেখে এবং আরো বেশি অবাক হলাম এ ধরনের কাজ করার মেধা দেখে। গাজরের ফুল এবং পাতা তৈরি প্রসেস গুলো অতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপনি। এত সুন্দর একটি সৃজনশীল মূলক পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।