পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয়।

in আমার বাংলা ব্লগ10 months ago
১২অগ্রহায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

১লা ডিসেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



woman-7789834_1280.jpg

source

প্রতি দিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে একটি জেনারেল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম মানুষের জীবনে এনে দেয় সুখ, শান্তি ও সমৃদ্ধি। পরিশ্রম ব্যতীত কোন মানুষ উন্নতির শিখরে আরোহন করতে পারে না। পরিশ্রম সাধনায় সিদ্ধি এনে দেয়। বিদ্যার্থী যথারীতি পরিশ্রম করে সে যেমন বিদ্যা অর্জন করে, তেমনি ধন ও মান ইত্যাদি ও অর্জন করতে পারে।


মানব জীবন সংগ্রাম মুখর। সে সংগ্রামে টিকে থাকতে হলে মানুষকে প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হয়। পরিশ্রম ব্যতীত কোন মানুষের জীবনে সফলতার সোনার হরিণ ধরা দেয় না। বাহ্য দৃষ্টিতে মানুষ যাকে ভাগ্যদেবী হিসেবে অভিহিত করে, তা মূলত মানুষের প্রাণান্ত প্রচেষ্টারই ফসল। মানুষ নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত ত্যাগ স্বীকারের বদৌলতে সৌভাগ্য ও সমৃদ্ধি অর্জন করে।
ভাগ্যদেবী স্বেচ্ছা প্রণোদিত হয়ে কারো অন্ন, বস্ত্র ও বাসস্থানের সংস্থান করে দিয়েছেন এমন নজির পৃথিবীতে পাওয়া যায় না । মানব ইতিহাস থেকে প্রমাণ মিলে যে, সৃষ্টির প্রারম্ভিক স্তরে অসহায় মানুষ যখন হিংস্র প্রাণীর উপদ্রব ও ৈবরী প্রকৃতির নির্মমতার হাত থেকে আত্মরক্ষার জন্য বুকফাটা আহাজারি শুরু করেছিল, তখন কোন ঐশী শক্তি বা দেবতা তার আহবানে সাড়া দেয়নি।
তখন মানুষই একে অন্যের সাহায্যে এগিয়ে এসে বৈরী প্রকৃতির সাথে নিরলস সংগ্রাম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তাই পরিশ্রমের দ্বারাই প্রত্যেক মানুষের জীবনে উন্নতি আসে। ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে মানুষের জীবন পর্যন্ত পরিশ্রমের জ্বলন্ত উদাহরণ। কৃষক দিনান্ত প্ররিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলায়, আমাদের অন্নের সংস্থান করেন । প্রতিভার এক ভাগ সৌভাগ্য বাকি নিরানব্বই ভাগ কঠোর পরিশ্রম ।
যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। পরিশ্রমের প্রয়োজনিয়তা জাতির জীবনে যেমন, ব্যক্তি জীবনে ও তেমনি। তাই পরিশ্রমের দ্বারাই প্রত্যেক মানুষের জীবনে উন্নতি আসে। পক্ষান্তরে শ্রমহীন অলস ব্যক্তির জীবন ব্যর্থতায় পর্যবসিত হয় ।

বিভিন্ন পএ পএিকায় কিংবা অনলাইনে শুনা যায় অনেক অনেক গরীব, ঠিক মত খেতে পরতে পারে না এমনকি পড়ার জন্য তেমন সুযোগ সুবিধা পায় না তারা সারাদিন কায়িক পরিশ্রম করে বিভিন্ন ভালো জায়গায় পৌছাতে পারে।অনেক গরিব মানুষ শুধু মাত্র পরিশ্রম করার ফলে ভালো ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে। আবার এমন মানুষ ও আছে এত এত সুযোগ সুবিধা থাকার পরেও ঠিকমত নিজের পড়ালেখা টা কন্টিনিউ করতে পারে না।আসলে ইচ্ছে আর পরিশ্রম না করলে যা হয়।


আজ এই অব্দি আবার আসবো অন্য কোন দিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

কথায় আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আর তাই পরিশ্রম করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেন আমরা সাফল্য অর্জন করতে পারি। পরিশ্রমের মাধ্যমে একটি মানুষ সফলতা অর্জন করতে পারবে। মানুষ পরিশ্রম করে সবকিছু করার চেষ্টা করলে, নিজেদের ভাগ্যকেও পরিবর্তন করে ফেলতে পারবে। অর্থাৎ তারা যদি পরিবর্তন হয় তাহলে তাদের ভাগ্য ও পরিবর্তন হবে। আর সফলতা অর্জনের জন্য পরিশ্রমের গুরুত্ব অপরিসীম।

 10 months ago 

বিশ চমৎকার সচেতন মূলক একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই পোস্ট কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন পরিশ্রমের বিষয়গুলো। একজন মানুষের জীবনের সাফল্যের পেছনে পরিশ্রম তার ভূমিকা পালন করে থাকে। যে যত পরিশ্রমের সেই তত উন্নত এবং মনোবল শক্ত থাকে।

 10 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করলেন। ভীষণ ভালো লেগেছে আপনার এই বিষয়টি নিয়ে লেখাটি পড়ে।এটা ঠিকই বলেছেন পরিশ্রম মানুষের সাফল্য এনে দেয়।আমাদের দেশে অনেকেই আছেন গরীব ঠিক মতো খেতে ও পারেনা। তারা কায়িক পরিশ্রম করে নিজেদের ভাগ্য বদলে ফেলে। তাই বলবো পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই।সুন্দর ভাবে বিষয়টি নিয়ে লিখে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক ভাল লিখেছেন আপু। রূপক গুলোও অনেক ভাল ছিল। পরিশ্রম ছাড়া উন্নতি কখনোই সম্ভব নয়।সাফল্য কখনো নিজে এসে ধরা দেয় না,তার পেছনে দৌড়াতে হয়।তবেই তার নাগাল পাওয়া যায়। অনেক মোটিভেট হলাম আপনার পোস্ট টি পড়ে। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

এটা একেবারেই ঠিক, পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয়। সফলতা অর্জনের জন্য অবশ্যই একটা মানুষকে পরিশ্রম করতে হবে। একটা মানুষ যদি পরিশ্রম করে প্রতিনিয়ত এবং নিজের পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার পরিশ্রমের ফল খুবই ভালোভাবে পাবে। এবং সে খুব ভালো একটা স্থান নিয়ে যেতে পারবে, সেই সাথে নিজে সফলতা অর্জন করতে পারবে। আর এজন্য সব মানুষের উচিত পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া। তবেই একটা মানুষ সাফল্য অর্জন করতে পারবে।

 10 months ago 

একদম ঠিক বলেছেন আপু যে কোন কাজ করতে গেলে পরিশ্রম করাটা খুব জরুরী। সেটি শারীরিক হোক বা মানসিক। পরিশ্রম ছাড়া কোন কাজে সফলতা অর্জন করা যায় না। যারা যত বেশি পরিশ্রমী তারা তত বেশি সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 10 months ago 

পরিশ্রমে সকল সুখের চাবিকাঠি। আসলে পরিশ্রমি ব্যাক্তিরা জীবনে সফল হতে পারে। খুব চমৎকার কথা বলেছেন সংগ্রামে টিকে থাকতে হলে মানুষকে প্রতিনিয়ত মানুষকে পরিশ্রম করতে হয়।পরিশ্রমি জাতি সর্বদা উন্নত।ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট করার জন্য।

 10 months ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোস্ট করে সত্যিই অনেক বেশি অনুপ্রাণিত হলাম। ছোটবেলায় পড়েছিলাম যে জাতি যত বেশি পরিশ্রম সে জাতি তত বেশি উন্নত আপনিও আপনার এই পোষ্টের মাধ্যমে এটা তুলে ধরেছেন। আমি মনে করি পরিশ্রম ব্যতীত সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয় সেটা যেকোনো ধরনের পরিশ্রম হতে পারে। পরিশ্রমের মাধ্যমে জীবনের সফলতার জাতির যত দ্রুত হাত পাওয়া যায় পরিশ্রম ব্যতীত সেটা কখনোই সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া জীবনে কিছু করা সম্ভব না। সোনার চামচ মুখে নিয়ে কয়জনে বা জন্মগ্রহণ করে। সত্যি আপু বর্তমান কৃষকদের বাচ্চারা দেখা যাচ্ছে অনেক ভালো হচ্ছে। আসলে আপু মানুষ তার অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে নিজের ভাগ্য বদলাতে পারে। ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61875.77
ETH 2403.11
USDT 1.00
SBD 2.64